ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২'র ক্যাম্পেইন শুরু
Published: 12th, August 2025 GMT
ঢাকা বিভাগের ১৩ জেলায় শুরু হয়েছে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২। কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকনোলজি বেইজ কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এগ্রিকালচারাল অলিম্পিয়াড অর্গানাইজেশন এ আয়োজন করেছে।
৩ হাজারেরও বেশি স্কুল ও কলেজে চলমান এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২ এর ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এগ্রিকালচারাল অলিম্পিয়াডে ক্যাম্পেইন এর কার্যক্রম চলমান থাকবে।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে—
জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ-৮ম শ্রেণি বা সমমান
সেকেন্ডারি ক্যাটাগরি: ৯ম-১০ম শ্রেণি বা সমমান
হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: একাদশ-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান
বিজয়ীদের জন্য থাকছে ১০ লাখ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠানে পরিদর্শনের সুযোগ ও রিফ্রেশমেন্ট ট্যুর। চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার টাকা, ল্যাপটপ, শিক্ষা সফরসহ নানা উপহার। রানার্স-আপদের জন্যও থাকছে নগদ অর্থ, স্মার্ট ডিভাইস, শিক্ষা সফর ও অন্যান্য পুরস্কার।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকরণ নিরাপদ খাদ্য সম্পর্কে জানতে পারবে, কৃষি বিষয়ক জ্ঞান, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে তাদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। অনলাইনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে www.
২০১৬ সাল থেকে এগ্রিকালচারাল অলিম্পিয়াড তরুণদের মেধা বিকাশ, উন্নত পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে আসছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক য ম প ইন
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুল ইসলাম বলেন, “দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো ট্রাকটি। পথে মৌসুমি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দুজনের লাশ পেয়েছি। নিহতদের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে।”
ঢাকা/মাসুম/এস