গাইবান্ধার সাদুল্যাপুরে বাকিতে পণ্য না দেওয়ায় এক যুবক গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে দোকানদারসহ তার ভাবি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা হলেন- ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (৩৮) ও তার ভাবী সেলিনা বেগম (৩৫)। অভিযুক্ত গোলাপ মিয়া (২৫) নাপিতের বাজার এলাকার তয়েজ উদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

সিলেটে ছুকিরাঘাতে মাদরাসা শিক্ষক নিহত

চাঁদপুরে সন্ত্রাসীদের গুলিতে রিকশাচালক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মাদকাসক্ত গোলাপ মিয়া বাড়ির পাশের দোকানে গিয়ে বাকিতে পণ্য চান। দোকানদার ওয়াসিম মিয়া এতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাপ মিয়া বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে গুলি করেন। এতে দোকানদার ওয়াসিম মিয়াসহ তার ভাবি সেলিনা বেগম গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘কী ধরণের আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত বলা যাচ্ছে না। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’’

ঢাকা/মাসুম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

সারজিসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে এনসিপির ধামরাই উপজেলা শাখা।

বুধবার (১৩ আগস্ট) ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির ধামরাই উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুমকি দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল। জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য ও সারজিস আলমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসাদুল ইসলাম মুকুল বলেছেন, সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতা যে হয়রানিমূলক মামলা করেছেন, অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। তা নাহলে বাংলাদেশের প্রতিটি কোণে আন্দোলন করবে এনসিপি।

আরো পড়ুন:

গাজীপুরে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা 

এক বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল, তাও পাইনি: সারজিস 

তিনি আরো বলেন, তারা ১৭ বছরে তাদের দলের প্রধান নেতার বাড়ির সামনে থেকে বালির ট্রাক সরানোর ক্ষমতা রাখেনি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনে সংগঠিত হয়ে নতুন করে বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে তারাই আজ নাহিদ ইসলামকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির ধামরাই উপজেলার প্রধান সমন্বয়ক ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়ক খোদেজা খানম ও উজ্জ্বল হোসেন, উপজেলা কমিটির সদস্য অধ্যাপক সামিউর রহমান প্রমুখ।

ঢাকা/সাব্বির/রফিক

সম্পর্কিত নিবন্ধ