গাজায় হত্যাযজ্ঞ থামাতে এবার সোচ্চার হলেন পপ তারকা ম্যাডোনা। ৬৬ বছর বয়সী বিশ্বসংগীতের প্রভাবশালী এই তারকা এক ইনস্টাগ্রাম পোস্টে পোপ চতুর্দশ লিওর প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন আরও দেরি হওয়ার আগেই গাজা সফর করেন। ম্যাডোনা লিখেছেন, ‘বেশি দেরি হওয়ার আগেই আপনি দয়া করে গাজায় যান; শিশুদের কাছে আপনার আলো পৌঁছে দিন। একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। শিশুদের প্রতি বিশ্বের সবারই দায়িত্ব আছে।’

পোপের উদ্দেশে এই পোস্টে ম্যাডোনা আরও লিখেছেন, ‘আমাদের মধ্যে আপনিই একমাত্র মানুষ, যাঁকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। আমাদের মনের দরজা খুলতে হবে, যেন শিশুদের জীবন বাঁচানো যায়।’ পোস্টের শেষে আরও লিখেছেন, ‘আর সময় নেই। দয়া করে বলুন, আপনি যাবেন। ভালোবাসা, ম্যাডোনা।’
তাঁর এই পোস্টে ৩ লাখ ২৭ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত সাড়ে ১৫ হাজার মন্তব্য করা হয়েছে।

ম্যাডোনা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য: মিষ্টি জান্নাত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আবেগঘন পোস্ট দিয়ে চলেছেন নায়িকা। এর আগে নানা সময়ে শাকিব খানের সঙ্গে তোলা ছবি শেয়ার করে আলোচনা ও সমালোচনায় ভাসছিলেন নায়িকা। শাকিব খান যখন আমেরিকায় বুবলী ও বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন সেই সময় মিষ্টি জান্নাতের একের পর এক আবেগঘন পোস্টকে নেটিজেনরা নাকি শাকিব খান কেন্দ্রিক করে ফেলেছেন— এমনই মনে করছেন মিষ্টি জান্নাত।

বুধবার রাতে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মিষ্টি জান্নাত। তিনি পোস্টের সঙ্গে শাকিব খানের সঙ্গে তোলা একটি সেলফিও জুড়ে দিয়েছেন। মিষ্টি জান্নাত লিখেছেন, ‘‘আমার বাবা আজ ১৪ দিন হলো এই পৃথিবীতে নেই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা। আমার পৃথিবী বলতে তারা দু’জনই। আমার কোনো আপন ভাইবোন নেই (যদিও আমার কাজিনরা আপন ভাইবোনের চেয়েও বেশি)। কোনোভাবেই আমি বা আমার পরিবার এই শোক কাটিয়ে উঠতে পারছি না। এর মধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে—বলছে, আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য!’’

মিষ্টি জান্নাত ওই পোস্ট থেকে জানা যায়, তিনি বাবাকে নিয়ে স্ট্যাটাস দেন, আর নেটিজেনরা বলেন, মিষ্টি জান্নাত নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছেন! এদিকে মিষ্টি জান্নাতের বাবার মৃত্যুতে শাকিব খানসহ দেশের অনেক তারকা মিষ্টি জান্নাতকে সমবেদনা জানিয়ে মেসেজ দিয়েছেন। কিন্তু মিষ্টি জান্নাত সেই সব মেসেজের উত্তর দিতে পারেননি। কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় তিনি নেই।  

আরো পড়ুন:

বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

দয়া করে শাকিব খানকে প্রশ্নটি করুন: মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত আরও লিখেছেন, ‘‘ আমাকে নিয়ে এইসব ফালতু কমেন্ট, স্ট্যাটাস, নিউজ, ব্লগ করা বন্ধ করুন! কারও সাথে কোনো কিছু নিয়ে আমার কোনো পরিস্থিতি নেই। মিডিয়ার সবার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ আছে। কিছু মানুষ আমাকে দেখতে পারে না—কারণ আমি তাদের চেয়ে অনেক বেশি সুন্দর, যোগ্য এবং মানসম্পন্ন। তাই তারা আমার স্ট্যাটাসে পৌঁছাতে পারে না, পারবেও না—এই কারণে দূর থেকে টাকা দিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক (লেডিজ) দিয়ে আমার বিরুদ্ধে লোক লাগায়।এইসব যারা করছে, সবার প্রমাণ রেখে দিয়েছি—প্রয়োজনে কাজে লাগাবো। শাকিব খানের সাথে আমার অনেক ছবি আছে—তাতে কী? বারবার কিসের প্রমাণ চান? আমি তার ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। আমি আপাতত কোনো কিছুর মন-মানসিকতায় নেই। একটু থামুন—অনেক হয়েছে।’’

মিষ্টি জান্নাত নেটিজেনদের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘আপনাদের কি বাবা-মা নেই? তারা যখন থাকবেন না, তখন বুঝতে পারবেন পৃথিবীটা কত কঠিন! বাবা ছিলেন—বুঝতে পারিনি কিছু। বাবা-মা থাকলে সব কিছু এমনিতেই হয়ে যায়। এখন বুঝতে পারছি। আর কিছু বাঙালি জাতির চেয়ে রাস্তায় পশুও মানুষের মন ও কষ্ট বোঝে। শান্তি চাই, শান্তি দিন।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ