নির্বাচন কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই: উপদেষ্টা
Published: 15th, August 2025 GMT
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘‘জাতীয় নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে।’’
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। সেনাবাহিনীর সদস্য সংখ্যা, পুলিশের বিন্যাসসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, ঘোষিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারব। রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে, আগামীতেও হবে। ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।”
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠক: ৩৬৭ সংস্কার প্রস্তাবের ৩৭টি বাস্তবায়িত
ধর্ম উপদেষ্টা আরো বলেন, “আমাদের হাতে সময় কম, আমরা আর অল্প কিছু দিন দায়িত্বে আছি। সময় পেলে আরো অনেক কাজ করার সুযোগ থাকত। শিগগিরই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক প্রমুখ।
ঢাকা/মনোয়ার/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট উপদ ষ ট প রস ত সরক র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরার আয়োজনে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নাসিক ৪ নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় একটি মাদ্রাসায় এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
নাসিক ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মৃদুলের সঞ্চালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, দাম্মাম বিএনপির সভাপতি রিপন মোল্লা, নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপির সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সেন্টু, সরকারী তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরি, মহানগর ছাত্রদলের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক রাসেল আহম্মেদ, সাবেক সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক ইস্রাফিল হোসেন, সদর থানা ছাত্রদল নেতা ফাহিম, ফাহাদ, দিগন্ত, রিয়াজ, নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, নাসিক ১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাকিব, মেহেদী, আজমীর, নাসিক ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিহাব, রাকিব, রাব্বি, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনন্দ ইসলাম রাফি, ইয়াছিন মির্জা, রুবেল, আল আমিন, মতিউর, ফারুক, নাসিক ৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আরিয়ান রাকিব, নাসিক ৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, জুয়েল, শাহ পরাণ, নাসিক ১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিব, নাহিদ, উৎসব, দিগন্ত প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদল নেতা হিরা বলেন, আমরা এমন একজন নেত্রীর জন্মদিন পালন করছি যিনি ছিলেন আপোষহীন নেত্রী। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা একাধিকবার আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নানা ভাবে প্রলোভন দেখিয়ে ছিলেন।
জনগণের ভোট হরন করে অবৈধভাবে দিনের ভোট রাতে হয়েছিলো সেই নির্বাচনে অংশ গ্রহন করার জন্য নানা ভাবে চাপে ফেলা হয়েছিলো। দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন।
যার ফলে আমাদের আপোষহীন নেত্রীকে কারাভোগও করতে হয়েছে। তাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় সকলেই দোয়া করবেন।