বন্দর থানা যুব ফেডারেশনের আহ্বায়ক পলাশ, সদস্য সচিব রিয়াদ
Published: 16th, August 2025 GMT
বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে শনিবার (১৬ আগস্ট ২০২৫) জেলা কমিটির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আর.এইচ পলাশকে আহ্বায়ক এবং মোঃ রিয়াদ হোসেনকে সদস্য সচিব করে ৩টি পদ শূন্য রেখে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব ফেডারেশন বন্দর থানা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে শেখ রাফিয়ানকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— মোঃ শাওন, শিয়াদ হোসেন, মোঃ জোবায়ের, মোঃ নয়ন ও তানজিল আহম্মেদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, যুব সমাজের সংগঠিত শক্তিই দেশকে দুর্নীতি, বৈষম্য ও দমননীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার।
বাংলাদেশ যুব ফেডারেশন বন্দর থানা কমিটি এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে পূর্ব দেলপাড়া ও ভুইগড় এলাকায় দিনব্যাপী এই অভিযান চলে।
অভিযানে ১৭ টন নিষিদ্ধ পলিথিন, ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয় এবং মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করাসহ তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোহাগ পলিথিনকে ১ লাখ টাকা জরিমানা, আল মদিনাকে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ টন পলিথিন জব্দ করা হয়। আব্বাসিয়া পলিমারকে ১ লাখ টাকা ও আজাদ প্যাকেজিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযানে ইতিমধ্যে কয়েকটি কারখানায় জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারী, মজুদকারী, প্রদর্শনকারী, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।