বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল গাজীপুরের শ্রীপুরে নেসলে বাংলাদেশের উৎপাদনকেন্দ্র পরিদর্শন করে। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির (আইএটি) পরিচালক অধ্যাপক মহিদুস সামাদ খানের নেতৃত্বে এ পরিদর্শনে যায় শিক্ষার্থীদের দলটি। পরিদর্শনের সময় নেসলে বাংলাদেশ টিম কয়েকটি প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করে, যেখানে বুয়েট স্থানীয় জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে অবদান রাখতে পারে।

বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনে বুয়েট দলের অন্য সদস্য ছিলেন অধ্যাপক ইফতেখার উদ্দিন ভূঁইয়া, সহকারী অধ্যাপক রিফাত রহমান এবং আইএটি ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

নেসলে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাপনা পরিচালক মো.

রাশেদুল হাসান কায়েস আলহায়াতের নেতৃত্বে নেসলের একটি দল বুয়েটের দলটিকে স্বাগত জানায়। এই দলের সদস্যরা হলেন জ্যেষ্ঠ করপোরেট অ্যাফেয়ার্স ও সিকিউরিটি ব্যবস্থাপক মেজর (অব.) হাবিব হক, করপোরেট অ্যাফেয়ার্স ব্যবস্থাপক দীপ রাজ বৈদ্য, প্রকৌশল বিভাগের প্রধান এ এস এম শামসুজ্জামান, উৎপাদন বিভাগের প্রধান রেজাউল করিম, পুষ্টি ও পানীয় ইউনিটের ব্যবস্থাপক ও ইউনিটপ্রধান রিপন কুমার, প্রক্রিয়া প্রকৌশল ব্যবস্থাপক মো. আলী জোবায়ের প্রমুখ।

মূল কারখানা পরিদর্শনের আগমুহূর্তে নেসলে বাংলাদেশের কার্যক্রম নিয়ে বিস্তারিত ধারণা দেন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগীয় প্রধানেরা। তুলে ধরা হয়, দীর্ঘ ১৫৮ বছরে নেসলের পথচলার ইতিহাস। বর্তমানে ১৮৫টি দেশে দুই হাজারের বেশি ব্র্যান্ড নিয়ে কাজ করছে নেসলে। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব পাওয়া কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। বুয়েট নিজেদের জ্ঞান ও স্থানীয় প্রযুক্তির মাধ্যমে কীভাবে নেসলের কিছু প্রযুক্তি উন্নয়নে কাজ করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুনদক্ষিণ কোরিয়ার ইউএসটি স্কলারশিপ প্রোগ্রাম, বৃত্তি ৩০০টি২৪ সেপ্টেম্বর ২০২৫বুয়েট নেসলের সঙ্গে শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া’ সম্পর্ক প্রতিষ্ঠিত করতে চায়

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে আওয়ামীলীগ নেতা হুমায়ুন গ্রেপ্তার 

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে  আওয়ামীলীগ নেতা হুমায়ুন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা হুমায়ুন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাকসুদুর রহমান মিয়ার ছেলে।

ধৃতকে  সোমবার   (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার   (১৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা  এলাকায়  অভিযান চালিয়ে ওই নেতাকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।

পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা হুমায়ুনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় । 
 

সম্পর্কিত নিবন্ধ