ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি বাদ দিয়ে উদ্যেক্তা হয়েছেন তৃতীয় লিঙ্গের শিলা। মাত্র সাত হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে ভাড়া করা জায়গায় শুরু করেন খামার। এখন তার খামারে ৫৫টি ছাগলসহ হাঁস-মুরগি রয়েছে। পশুপালন করে নিজের বাকি জীবন অতিবাহিত করতে চান তিনি। 

শিলা জানান, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ছাগল বিক্রি করেছেন। সরকারি খাস জমি বরাদ্দ ও সহায়তা পেলে তিনি আরো বড় খামার করার চেষ্টা করবেন।

আরো পড়ুন:

গরুর সাহায্যে চলাফেরা করেন অন্ধ কাজেম আলী

রুবেল দেখিয়েছেন সাফল্য শুধু চাকরিতে নয়, ঘাস থেকেও পাওয়া যায়

শিলা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের কফিলউদ্দিনের মেয়ে। গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে দুইটি কক্ষ পাঁচ হাজার ও সামনে দেড় শতাংশ জায়গা এক হাজার টাকায় ভাড়া নিয়ে কাজ শুরু করেন তিনি। মাত্র তিন বছর আগে সাত হাজার টাকায় একটি ছাগল নিয়ে শুরু হয় তার এই খামার। বর্তমানে তার খামারে রয়েছে ৫৫টি ছোটবড় ছাগলসহ হাঁস, দেশি-বিদেশি মুরগি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খামারের পশু পালনে সময় দেন এই উদ্যেক্তা। 

শিলা বলেন, “আগে আমিও মানুষের কাছে গিয়ে টাকা তুলতাম। এক সময় এই কাজের ওপর আগ্রহ হারিয়ে ফেলি। ছোট থেকেই কৃষিকাজ ও পশুপাখি পালনে আগ্রহ ছিল। এ কারণে সাত হাজার টাকায় একটা ছাগল কিনে খামার শুরু করি। পরে আরো ছাগল সংগ্রহ করি। পালন করতে শুরু করি হাঁস ও মুরগি। ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ছাগল বিক্রি করেছি। ক্রেতারা আমার খামারে এসে ছাগল-মুরগি কিনে নিয়ে যান। যা আয় হয় তা দিয়ে ভালো ভাবেই আমার জীবন চলছে।” 

তিনি বলেন, ‍“আমার নিজের কোনো জায়গা নেই। সরকারি খাস জমি বরাদ্দ ও সরকারি সহায়তা পেলে আরো বড় আকারে খামার করার ইচ্ছে আছে আমার। আমি সামনে কয়েকটা গরু কিনে পালন করতে চাই।” 

গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা.

নারগিস খানম বলেন, ‍“তৃতীয় লিঙ্গের একজনের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তাকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সফলত

এছাড়াও পড়ুন:

বন্দরে আওয়ামীলীগ নেতা হুমায়ুন গ্রেপ্তার 

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে  আওয়ামীলীগ নেতা হুমায়ুন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা হুমায়ুন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাকসুদুর রহমান মিয়ার ছেলে।

ধৃতকে  সোমবার   (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার   (১৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা  এলাকায়  অভিযান চালিয়ে ওই নেতাকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।

পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা হুমায়ুনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় । 
 

সম্পর্কিত নিবন্ধ