রাজশাহীর বাগমারা উপজেলায় খালে মাছ ধরার সময় বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ফজেল আলী বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার হোসেন আলীর ছেলে।

আরো পড়ুন:

রাঙামাটিতে নৌকাডুবি, দুইজনের মৃত্যু

কোটালীপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পরিবারের সদস্যরা জানান, সকালে ফজেল আলী স্থানীয় তইরা জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। এ সময় টিপটিপ বৃষ্টি পড়ছিল। সকাল ৭টার দিকে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। পরিবারের সদস্যরা ইতোমধ্যে লাশ দাফনের প্রস্তুতি নিয়েছেন।

ঢাকা/কেয়া/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব গম র

এছাড়াও পড়ুন:

বন্দরে আওয়ামীলীগ নেতা হুমায়ুন গ্রেপ্তার 

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে  আওয়ামীলীগ নেতা হুমায়ুন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা হুমায়ুন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাকসুদুর রহমান মিয়ার ছেলে।

ধৃতকে  সোমবার   (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার   (১৬ নভেম্বর) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা  এলাকায়  অভিযান চালিয়ে ওই নেতাকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।

পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা হুমায়ুনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় । 
 

সম্পর্কিত নিবন্ধ