এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সাম্প্রতিক দাবির বিষয়ে কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, এশিয়া কাপের ট্রফি বিতর্কে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে কখনোই ক্ষমা চাননি। ভবিষ্যতেও চাইবেন না।

ভারতের ‘ইন্ডিয়া টুডে’ তাদের এক্স হ্যান্ডলে নাকভি বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন বলে যে খবর প্রকাশ করে, সেটি রিটুইট করে তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। পিসিবি প্রধান বলেছেন, এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি নিতে হলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরাসরি তাঁর কাছ থেকে নিতে হবে।

২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালের পর ভারত এসিসি প্রধান নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। অন্য কারও হাত দিয়ে দিতে অনুরোধ জানানো হলে নাকভি তা প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার দুবাইয়ে এসিসির বার্ষিক সাধারণ সভার মুলতবি বৈঠকে ভারত ট্রফির বিষয়টি তোলে।

পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়, বিসিসিআই কর্তৃক ট্রফি নিয়ে আলোচনা তোলা হলে নাকভি ইতিবাচক সাড়া দেননি। তাতে ক্ষুব্ধ হয়ে ভার্চ্যুয়ালি বৈঠকে থাকা ভারতীয় প্রতিনিধি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি ছাড়াই উদ্‌যাপন করেন ভারতের ক্রিকেটাররা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ