ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ আবারও হ্যাকড হয়েছে
Published: 3rd, October 2025 GMT
ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ আবারও হ্যাকড হয়েছে। এবারও একই হ্যাকার গ্রুপ ব্যাংকটির ফেসবুক পেজ হ্যাক করেছে। তারা আজ শুক্রবার রাত নয়টার দিকে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে বলে জানা গেছে।
এর আগে আজ শুক্রবার ভোরে ‘এমএস ৪৭০এক্স’ নামের এই হ্যাকার গ্রুপ ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করে। বিকেলে পেজটি উদ্ধার করতে সক্ষম হয় ইসলামী ব্যাংক। কয়েক ঘণ্টা পরে হ্যাকাররা আবার সেটি তাদের নিয়ন্ত্রণ নেয়।
জানা গেছে, আজ শুক্রবার ভোরে পেজটি হ্যাক করে ইসলামী ব্যাংকের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো বসিয়ে দেয় ওই হ্যাকার গ্রুপ। বেশ কয়েক ঘণ্টা পেজটি ফেসবুকে খুঁজে পাওয়া যায়নি। বিকেলে ফেসবুক পেজটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ইসলামী ব্যাংক। তখন পেজটি দেখা যায়। এই পেজের অনুসারীর সংখ্যা ৩৯ লাখ।
প্রথম দফায় ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করার পর একটি পোস্টে হ্যাকার গ্রুপ লিখেছে, ‘বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস ৪৭০ এক্স তাদের পেজের নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির বিষয়টি পুনর্বিবেচনার ঘোষণা দেওয়া হোক।’ পরে অবশ্য লেখাটি মুছে দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসল ম
এছাড়াও পড়ুন:
দক্ষিণ কোরিয়ায় জিআইএসটি স্কলারশিপ: পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ
দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (GIST) ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। ফুল ফান্ডেড এ বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স, পিএইচডি এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
জিআইএসটি স্কলারশিপে শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, একমুখী বিমানের টিকিট এবং মাসিক ভাতা প্রদান করা হবে। মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ তিন বছর, পিএইচডি সাত বছর এবং সমন্বিত এমএস/পিএইচডির মেয়াদ আট বছর।
আরও পড়ুনজাহাঙ্গীরনগরের সামিয়া ইসলাম চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন২ ঘণ্টা আগেযেসব বিষয়ে পড়ার সুযোগ
– ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স
– ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
– মেকানিক্যাল ও রোবোটিকস ইঞ্জিনিয়ারিং
– এনভায়রনমেন্ট ও এনার্জি ইঞ্জিনিয়ারিং
– লাইফ সায়েন্স
– ফিজিকস অ্যান্ড ফোটন সায়েন্স
– কেমিস্ট্রি
– বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
– এআই কনভারজেন্স
– সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং
– এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি
আবেদনের যোগ্যতা
– আবেদনকারীর সর্বশেষ ডিগ্রি কোরিয়ান ব্যাচেলর ডিগ্রির সমমানের হতে হবে।
– ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
– চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে।
– আন্তর্জাতিক শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।