বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ২০২৬ শিক্ষাবর্ষে (ব্যাচ-২০২৬) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা—
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
দরকারি তথ্য—
১. আবেদন ফি: ৭০০ টাকা মাত্র।
২. মৌখিক পরীক্ষার নম্বর: ২০।

আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফ্রি অনলাইন কোর্স: নেই নিবন্ধন ফি বা সময়সীমা১১ অক্টোবর ২০২৫আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা০৫ অক্টোবর ২০২৫

আবেদনের তথ্য—
১.

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৫।
২. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫।
৩. অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: ২২ নভেম্বর ২০২৫ থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
৪. মৌখিক পরীক্ষার তারিখ: ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
৫. মৌখিক পরীক্ষার স্থান: সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা উপ-আঞ্চলিক কেন্দ্র।
৬. ফলাফল প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
৭. ভর্তির তারিখ: ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

জেনে রাখুন—
১. নিজস্ব মুঠোফোন ও ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে।
২. তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কোর্স ফির শতকরা ৬০ ভাগ ছাড় পাবেন।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনসাভার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুটি কোর্স, সম্পূর্ণ বিনা খরচে৬ মিনিট আগেআরও পড়ুনবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড প্রোগ্রামে ভর্তি, স্নাতক পাসে আবেদন২৫ নভেম্বর ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র

এছাড়াও পড়ুন:

২০২৬ সালে কোন রং ট্রেন্ডে থাকবে, জানাল প্যানটোন

২০২৬ সালকে স্বাগত জানাতে যাচ্ছে বিশ্ববাসী। নতুন বছরে কোন রং প্রাধান্য পাবে আমাদের জীবনযাপনে? নতুন বছরে নতুন রঙের কথা এলেই সামনে আসে মার্কিন প্রতিষ্ঠান প্যানটোনের কথা। প্রতিষ্ঠানটি মূলত রং, রঙের নাম ও মান নির্ধারণ করে।

২০২৬ সালের জন্য তারা যে রং বেছে নিয়েছে, তার নাম রেখেছে ‘ক্লাউড ড্যান্সার’। এই রং অনেকটা সাদার মতো।

বিশেষত মুদ্রণ ও টেক্সটাইল ডিজাইন শিল্পের জন্য বছরজুড়ে একটি রং বাছাই করে প্যানটোন। আর রং শনাক্ত করতে ও মেলাতে সাহায্য করে পিএমএস। এ কাজে নিজস্ব নম্বর পদ্ধতি ব্যবহার করে প্যানটোন। এর মাধ্যমে মুদ্রণ কারখানা ও অন্যান্য সরঞ্জাম নির্মাতা একে অপরের সঙ্গে যোগাযোগ না করেই রং মেলাতে পারে।

এ ছাড়া বিশেষ কোনো রং, যেমন ‘কোলাকোলা রেড’, ‘বার্বি পিংক’ বা ‘টিফানি ব্লু’র মতো আইকনিক রঙের স্বত্ব কিনে রাখে অনেক কোম্পানি। সেসব রং চাইলেও অন্য কোনো ব্র্যান্ড বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না। সেই খেয়ালও রাখে প্যানটোন।

আরও পড়ুন‘নয়া দামান’–খ্যাত সংগীতশিল্পী মুজার ফ্যাশন, স্টাইল ও অজানা সব তথ্য১১ নভেম্বর ২০২৫২০২৬ সালের জন্য প্যানটোন যে রং বেছে নিয়েছে, তার নাম রেখেছে ‘ক্লাউড ড্যান্সার’

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের
  • আরও বাড়বে সোনার দাম, ২০২৬ সালে বিশ্ববাজারে উঠতে পারে ৪,৯০০ ডলার
  • বিশ্বকাপে আর্জেন্টিনার ৬ কোচ, এক প্রদেশ থেকেই ৫ জন
  • ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ‘ব্যাডমিন্টন বাংলাদেশ’
  • তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের আনন্দ মিছিল
  • বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দামই ৫ লাখ, ফিফাকে ‘বিরাট বিশ্বাসঘাতক’ বলছেন সমর্থকেরা
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন ট্রাম্প, বিশ্বকাপের দুটি দেশের সমর্থকদের নিয়ে বিপাকে ফিফা
  • স্কুলে ভর্তিতে লটারি আজ, ফল দেখবেন যেভাবে
  • ২০২৬ সালে কোন রং ট্রেন্ডে থাকবে, জানাল প্যানটোন
  • গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত