দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বোর্ডে বিগত ছয় বছরের তুলনায় এবার সর্বনিম্ন পাসের হার ও জিপিএ-৫ এসেছে। তবে দুই বিষয়েই এগিয়ে আছেন মেয়েরা। এবার বোর্ডটিতে শিক্ষার্থী পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহা. তৌহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ফলাফলের বিষয়ে কথা বলেন তিনি।

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন এক লাখ ৫ হাজার ৮৯১ জন। এর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ৮৮২ জন। অনুত্তীর্ণ ৪৫ হাজার ৯ জন, যা শতকরা হিসেবে ৪২ দশমিক ৫০। তবে শুধু এক বিষয়েই ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৮৪১ জন। এবার ৪৩টি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করেননি।

আরও পড়ুনইংরেজিতে কম পাসে যশোর বোর্ডে ‘ফল বিপর্যয়’১ ঘণ্টা আগে

ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের উদ্দেশে তৌহিদুল ইসলাম বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার ফলাফল অপেক্ষাকৃতভাবে খারাপ হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বড় অংশ ইংরেজি বিষয়ে ফেল করেছেন এবং এক বিষয়ে ফেল করেছেন।

৪৩টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়ে চেয়ারম্যান বলেন, ওই কলেজগুলোতে প্রকৃতপক্ষে শিক্ষার্থীর সংখ্যাই কম। এমনও কলেজ আছে যেখান থেকে মাত্র একজন বা দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে এসব কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্ত কমিটি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দিনাজপুর বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। যেখানে ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮, ২০২২ সালে ৭৯ দশমিক ০৮, ২০২১ সালে ৯২ দশমিক ৪৩ এবং ২০২০ সালে শতভাগ শিক্ষার্থী পাস করেছিলেন। অন্যদিকে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ২৬০ জন। যেখানে ২০২৪ সালে ১৪ হাজার ২৯৫, ২০২৩ সালে ৬ হাজার ৪৫৯, ২০২২ সালে ১১ হাজার ৮৩০ এবং ২০২১ সালে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

আরও পড়ুনসব শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে পিছিয়ে কুমিল্লা, পাঁচ বছরে সর্বনিম্ন১ ঘণ্টা আগেমেয়েরা এগিয়ে

এ বোর্ডে গত সাত বছর ধরে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই ধারাবাহিকভাবে এগিয়ে থাকছেন মেয়েরা। এবার ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে চলতি বছরে মেয়েদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। এবার জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা ২ হাজার ৭৭৪ জন। অন্যদিকে ৩ হাজার ৪৮৬ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। এবার মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫ হাজার ৩৭৪ জন এবং ছেলে ৫০ হাজার ৫১৭ জন।

প্রথম স্থানে রংপুর জেলা

এ শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৬টি কলেজের পরীক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে পাসের হারে প্রথম স্থানে আছে রংপুর জেলা। এই জেলায় পাসের হার ৬৮ দশমিক ২৯ শতাংশ। পাসের হার ৬১ দশমিক ৭৩ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নীলফামারী জেলা। জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছেন রংপুর জেলার পরীক্ষার্থীরা। মোট ২ হাজার ৬২৬ জন জিপিএ-৫ পেয়েছেন এ জেলায়।

আরও পড়ুনবরিশালে জিপিএ–৫—এ এগিয়ে মেয়েরা, ১২ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি১ ঘণ্টা আগে৪৩ কলেজে কোনো শিক্ষার্থীই পাস করেননি

এবার ৪৩টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাসে করেননি। এর মধ্যে সবচেয়ে বেশি ১০টি কলেজ নীলফামারীর। এ ছাড়া কুড়িগ্রামের ৯টি, ঠাকুরগাঁওয়ের ৬টি, লালমনিরহাটের ৫টি, রংপুরের ৪টি, দিনাজপুরের ৪টি, পঞ্চগড়ের ৩টি এবং গাইবান্ধা জেলার অন্তর্ভুক্ত ২টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কল জ থ ক পর ক ষ র দশম ক ফল ফল

এছাড়াও পড়ুন:

লুসাইলের মঞ্চে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন

লিওনেল মেসির আর্জেন্টিনা আবারও দক্ষিণ আমেরিকার সেরা দল হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে। ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জয়ের পর তারা এবার ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হতে চলেছে বহুল প্রতীক্ষিত ফাইনালিসিমায়। যেখানে লড়বে দুই মহাদেশের সেরা দুই দল। আর এবার জানা গেল, সেই ঐতিহাসিক ম্যাচের তারিখ ও ভেন্যু।

স্প্যানিশ দৈনিক মার্কা-র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৮ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। এখানেই মেসি তুলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় ট্রফি, ২০২২ বিশ্বকাপের শিরোপা। সেই একই মাঠে আবারও ফিরছেন তিনি, এবার নতুন এক গৌরবের উদ্দেশ্যে।

আরো পড়ুন:

বার্সেলোনায় পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থিদের সংঘর্ষ, গ্রেপ্তার ৮

বুসকেটসের অবসর ঘোষণা: এক নিঃশব্দ শিল্পীর শেষ অধ্যায়

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি কিংবা উরুগুয়ের সেন্টেনারিওর মতো ভেন্যুও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত আরব বিশ্বের ক্রমবর্ধমান ফুটবল প্রভাব ও অবকাঠামোর মানের কারণে বেছে নেওয়া হয়েছে লুসাইলকে। ভৌগোলিক দিক থেকেও এটি তুলনামূলক নিরপেক্ষ। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা দুই মহাদেশের সমর্থকদের জন্যই এটি একটি ভারসাম্যপূর্ণ বিকল্প।

যদি সব ঠিক থাকে, তবে এই ফাইনালিসিমা হয়ে উঠবে প্রজন্মের সংঘাতের প্রতীক। এক পাশে থাকবেন লিওনেল মেসি। যিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। অন্যপাশে মাত্র ১৭ বছর বয়সেই স্পেন ও বার্সেলোনার আলোচিত প্রতিভা লামিনে ইয়ামাল।

বার্সার দুই প্রজন্মের এই লড়াই নিঃসন্দেহে রূপ নেবে ফুটবল ইতিহাসের এক অনন্য অধ্যায়ে। মেসির প্রজ্ঞা, অভিজ্ঞতা আর ইয়ামালের তারুণ্যের ঝলক; লুসাইলের আকাশে ফুটবলের এক মহাকাব্য লিখবে।

ফাইনালিসিমা বা ইউরোপ-দক্ষিণ আমেরিকা নেশনস কাপের ইতিহাস শুরু হয়েছিল ১৯৮৫ সালে। তারপর দীর্ঘ বিরতি শেষে ২০২২ সালে আবারও ফিরে আসে এই প্রতিযোগিতা, যেখানে লিওনেল মেসির নেতৃত্বে ইতালিকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে শুধুমাত্র ফ্রান্স ও আর্জেন্টিনা একবার করে জিতেছিল এই আসর।

এবারের ফাইনালিসিমা তাই আর্জেন্টিনার জন্য ইতিহাস টিকিয়ে রাখার লড়াই। আর স্পেনের জন্য ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। যাদের মাঝমাঠের দখলদারিত্ব ও সৃজনশীল আক্রমণ হতে পারে আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ।

মেসিরা যেখানে চায় ফাইনালিসিমার শিরোপা ধরে রেখে নিজেদের আধিপত্য অটুট রাখতে, সেখানে ইয়ামাল ও তার সতীর্থরা ইতিহাসের পাতায় নতুন নাম লেখানোর মিশনে নামবে।

ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় ২০২৬ সালের মার্চে, সেই লুসাইল স্টেডিয়ামে, যেখানে মেসি একদিন বিশ্বজয়ের আনন্দে কেঁদেছিলেন। সেই একই মঞ্চে হয়তো আবারো লেখা হবে ফুটবলের নতুন মহাকাব্য।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহ বোর্ডে চার বছরে সর্বনিম্ন পাস, ১৫ কলেজে শতভাগ ফেল
  • দুই বছরে উধাও ১৬ হাজার কোটি, আইপিএলের বাজারমূল্য কমছে কেন
  • ওডেসার মেয়রের ইউক্রেনীয় নাগরিকত্ব বাতিল করলেন জেলেনস্কি
  • গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা
  • উৎসব-পার্বণে ডিজিটাল লেনদেন বেশি
  • ‘হেনী কলেজের টেঁয়া লই চুদুরবুদুর চইলত নঅ’ স্লোগানটি কেন আবার প্রাসঙ্গিক
  • বক্স অফিসে ‘কানতারা টু’ ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?
  • বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সেবা চালু হচ্ছে, খরচ হাজারে সাড়ে ৮ টাকা
  • লুসাইলের মঞ্চে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন