Prothomalo:
2025-10-16@18:10:41 GMT

একদিন আমি থাকব না...

Published: 16th, October 2025 GMT

চলতি বছর ডিজিটাল প্ল্যাটফর্ম আইজ অন ইউটিউব চ্যানেলের বিশেষ ঈদ আয়োজনে এসেছিলেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আয়োজনটি বেশ সাড়া ফেলে। তাঁর বক্তব্যের কিছু অংশ নানাভাবে শেয়ার হয় ফেসবুকে। নতুন খবর, আজ থেকে রাত ১০টায় আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হবে পডকাস্ট শো ‘আমি সোহেল রানা’।

আরও পড়ুন‘কোনো অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘনিশ্বাস’, মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চিত্রনায়ক সোহেল রানা২৭ জুলাই ২০২৫

জানা গেছে, প্রথম সিজনে ১২টি পর্বে তাঁকে দেখা যাবে। তাঁর সিনেমা, সহ–অভিনেতা-অভিনেত্রীসহ নানা ঘটনা নিয়ে কথা বলবেন তিনি।

শোটি নিয়ে সোহেল রানা বলেন, ‘ঈদ আয়োজনে পডকাস্টে বসে সাড়া পেয়েছিলাম। অনেকে বলল, আরও শুনতে চাই। তাই আবার বলা। এবার ডিটেইলে বলার সুযোগ পাওয়া গেল। একদিন আমি থাকব না। কিন্তু আমার বলা এই কথাগুলো রয়ে যাবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আগারকারের ওপর শামি কেন ক্ষুব্ধ

ভারতের জার্সিতে মোহাম্মদ শামির অধ্যায় কি শেষ? ৩৫ বছর বয়সী এই পেসার অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডেও তাঁকে রাখেননি ভারতীয় নির্বাচকেরা।

ঠিক কী কারণে শামিকে দলে নেওয়া হচ্ছে না, এর জুতসই ব্যাখ্যা দিতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগারকার। শামি চোটে ভুগছেন কি না, এ নিয়েও ‘কোনো আপডেট নেই’ বলে মন্তব্য করেছেন আগারকার। এরপর আগারকারকে রীতিমতো ধুয়ে দিয়েছেন শামি।

চোট শামিকে লম্বা সময় ভুগিয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এক বছরের বেশি সময় ভারতের হয়ে খেলতে পারেননি। বিশ্বকাপের পর অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করিয়েছিলেন। ভুগেছেন হাঁটুর সমস্যাতেও।

শামি দলে ফিরেছিলেন এ বছরের জানুয়ারিতে, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে। এরপর ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন। সেখানে ৫ ম্যাচে নেন ৯ উইকেট, যা যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। এর পর থেকে শামিকে আর বিবেচনা করছেন না নির্বাচকেরা।

তাহলে কি শামি আবারও চোটে ভুগছেন? না, সেটাও না। শামি এরপর আইপিএল খেলেছেন। আগস্টে দুলীপ ট্রফিতে চার দিনের ম্যাচে খেলেছেন। এখন খেলছেন রঞ্জি ট্রফিতেও।

দলে সুযোগ পাচ্ছেন না ভারতীয় পেসার মোহাম্মদ শামি

সম্পর্কিত নিবন্ধ