Prothomalo:
2025-11-21@16:13:03 GMT

কী আছে নতুন এই কোরীয় সিরিজে

Published: 21st, November 2025 GMT

মুক্তির পরই সাড়া ফেলেছে আরেকটি কে-ড্রামা ‘অ্যাজ ইউ স্টুড বাই’। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই প্ল্যাটফর্মের সর্বাধিক স্ট্রিমিং হওয়া বিদেশি ভাষার সিরিজের তালিকার ৮ নম্বরে উঠে এসেছে এটি। ইতিমধ্যে ২২টি দেশের শীর্ষ ১০ তালিকায় জায়গা করে নিয়েছে ‘অ্যাজ ইউ স্টুড বাই’। আট পর্বের সিরিজটিতে দুই নারীর প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে।

লি জেওং-রিম পরিচালিত সিরিজের মূল চরিত্র ইউন-সু (জিওন সো-নি) ও হুই-সু (লি ইউ-মি)। হুই-সু তার স্বামী নো জাং-প্যোর (জাং সেউং-জো) নির্যাতনের শিকার। তার বন্ধু ইউন-সুর সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করে ইউন-সু। কিন্তু শেষ পর্যন্ত কি তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়? সেটা নিয়েই এগিয়ে যায় গল্প।

‘অ্যাজ ইউ স্টুড বাই’-এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভূমিকম্প নিয়ে বিজেপি-তৃণমূল খোঁচাখুঁচি

বাংলাদেশে শুক্রবার ভূমিকম্প আঘাত হানার পরে ভারতের পশ্চিমবঙ্গে কম্পন অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্প নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি খোঁচা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর প্রতিক্রিয়ায় মমতার দল তৃণমূল কংগ্রেস পাল্টা খোঁচা দিয়েছে বিজেপিকে। 

ভূমিকম্পের পরে বিজেপির বঙ্গীয় শাখা এক্স-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহাস করে জানতে চায় রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কারণে এই কম্পন হয়েছে কিনা।

পোস্টটিতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি এসআইআর-এর কারণে?”

তৃণমূল পোস্টের প্রতিক্রিয়ায় বলেছে, এই কম্পনের কারণ আসলে “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসন্ন পরাজয়ের দিকে তাকিয়ে থাকা বিজেপির পায়ের তলার মাটি কাঁপছে। আর চিন্তা করবেন না, দিল্লির জমিদাররাও এর থেকে বাদ যাবেন না; এই কম্পন তাদের কাছেও পৌঁছাবে”

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) পশ্চিমবঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাতের সূত্রপাত করেছে। বিজেপি এবং রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল একে অপরের বিরুদ্ধে ভোটার কারচুপির অভিযোগ তুলেছে। 

বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা এক চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটার তালিকা সংশোধন ‘গভীর উদ্বেগজনক পর্যায়ে’ পৌঁছেছে। এই প্রক্রিয়াটি ‘অপরিকল্পিত’ এবং ‘বিশৃঙ্খল।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ