দারুণ এক জয়ে ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ওয়ালটন। প্রতিযোগিতার প্রথম দিনে শুক্রবার (২১ নভেম্বর) নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনের খেলায় অনলাইন টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজকে ৮ রানে হারিয়েছে টিম ওয়ালটন। শনিবার (২২ নভেম্বর) সকালে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ফ্যাশন ব্র্যান্ড আর্টিজান।

বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে সহজের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ৬ ওভারে ৮৫ রান তোলে ওয়ালটন। তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন রাকিব। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে তিনটি বিশাল ছক্কায় অধিনায়ক মামুন করেন অপরাজিত ২৩ রান। শেষ ওভারে নেমে দুই ছক্কায় জনি তোলেন ১২ রান।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন

৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তুলতে সমর্থ হয় সহজ। ওয়ালটনের পক্ষে একটি করে উইকেট নেন নাজেল ও শাকিল। শেষ ওভারে সহজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রানের। দারুণ বোলিংয়ে একটি উইকেটসহ মাত্র ৮ রান দিয়ে ওয়ালটনের জয় নিশ্চিত করেন শাকিল।

উল্লেখ্য, দেশের ১৬টি করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্রিকেট কার্নিভাল ২০২৫’। নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনে দলগুলো একটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পার হয়ে ফাইনালে খেলতে পারবে। টেপ টেনিস বলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হচ্ছে ৬ ওভারের। প্রতিটি দলে ৯ জন করে খেলার সুযোগ পাচ্ছেন। মোট ৫ জন ক্রিকেটার বল করতে পারছেন। তাদের মধ্যে একজন ২ ওভার বাকিরা ১ ওভার করে বোলিংয়ের সুযোগ পাচ্ছেন।

এর আগের মাসে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ান হয়েছিলো ওয়ালটন। এবার ’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ান হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ালটন করপোরেট ক্রিকেট টিম।

ওয়ালটন করপোরেট ক্রিকেট টিমের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মো.

নজরুল ইসলাম সরকার, অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন এবং টিম ম্যানেজার জোহেব আহমেদ। টিম ওয়ালটনের ১১ সদস্য হলেন: আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), মো. সাজ্জাদ হোসেন (উইকেটরক্ষক), মিলটন, রনভী, সাহেল, নাজেল, নিক্সন, রফিক, রকিব, জহিরুল এবং রাকিব।

ঢাকা/অগাস্টিন/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য় র ট র ফ ইন ল করপ র ট উইক ট

এছাড়াও পড়ুন:

মিস ইউনিভার্স ২০২৫: ন্যাশনাল কস্টিউম রাউন্ডের ২২টি ছবি

ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ডাম্বহেড’ বলে কটাক্ষ করা মেক্সিকোর সেই ফাতিমা বশ জিতলেন মিস ইউনিভার্স ২০২৫–এর মুকুট
  • মিস ইউনিভার্স ২০২৫: ফাইনালে ৩০ থেকে সেরা ১২–তে আসার পথেই ছিটকে পড়ল বাংলাদেশ, ভারত। কারা হলেন সেরা পাঁচ
  • আজ টিভিতে যা দেখবেন (২১ নভেম্বর ২০২৫)
  • করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
  • দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
  • মিস ইউনিভার্স ২০২৫: ইভনিং গাউন সেশনে মিথিলা, দেখুন ১৫টি ছবি
  • সমতা লেদারের নয় মাসে লোকসান বেড়েছে ৩৩.৩৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৫)
  • মিস ইউনিভার্স ২০২৫: ন্যাশনাল কস্টিউম রাউন্ডের ২২টি ছবি