নেটফ্লিক্সের তালিকার শীর্ষে, কী আছে এই সিনেমায়
Published: 22nd, October 2025 GMT
মানুষের সঙ্গে তাঁর পোষা প্রাণীর সম্পর্ক নিয়ে বহু সিনেমা হয়েছে। সেসব সিনেমায় সম্ভবত সবচেয়ে বেশিবার এসেছে কুকুরের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প। তাই আপনি যদি প্রাণীপ্রেমী হোন, কিংবা মন ভালো করে দেওয়ার মতো কোনো সিনেমা দেখতে চান; তবে দেখতে পারেন নেটফ্লিক্সে ‘ক্যারামেলো’।
একনজরেসিনেমা: ‘ক্যারামেলো’
ধরন: ড্রামা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৪১ মিনিট
পরিচালক: দিয়েগো ফ্রেইতাস
চিত্রনাট্যকার: দিয়েগো ফ্রেইতাস, রড আজেভেদো ও ক্যারোলিনা কাস্ত্রো
অভিনয়: রাফায়েল ভিত্তি, আরিয়ান বোটেলহো, নোমিয়া অলিভেইরা, অ্যাডেমারা, কেলজি ইকার্ড, ব্রুনো ভিনিসিয়াস ও আমেনদোইম (কুকুর)।
ব্রাজিলিয়ান এ চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক ডিয়েগো ফ্রেইতাস। নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন রড আজেভেদো ও ক্যারোলিনা কাস্ত্রো। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ৯ অক্টোবর। নেটফ্লিক্স গ্লোবাল টপচার্টের অ-ইংরেজি ভাষার শীর্ষে রয়েছে এটি। কেন দর্শকেরা এত পছন্দ করছেন সিনেমাটি? চলুন দেখা যাক।
রেস্টুরেন্টে কাজ করা এক পরিশ্রমী তরুণ পেদ্রো। তিনি কাজ করেন শেফের সহকারী হিসেবে। স্বপ্ন দেখেন একদিন তিনিও শেফ হবেন। তাঁর বানানো রেসিপি জায়গা করে নেবে রেস্তোরাঁর মেনুতে। একদিন হুট করেই তাঁর রেসিপি পরিবেশন করার সুযোগ আসে। সে রেসিপি প্রশংসিত হয়, জায়গা করে নেয় মূল মেনুতে। কিন্তু সেদিনই রেস্তোরাঁয় ঘটে যায় এক অঘটন। একটি রাস্তার কুকুর ক্যারামেলোকে নিয়ে তুলকালাম বাধে। তবে পেদ্রোর জীবনে কুকুরটি হয়ে ওঠে ত্রাণকর্তা।
‘ক্যারামেলো’র দৃশ্য। নেটফ্লিক্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের জাতীয় নিরাপত্তাপ্রধান হানেগবিকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার হানেগবি নিজেই এক বিবৃতিতে এমন কথা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, পরিষদের উপপ্রধান গিল রিচকে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে।
গতকাল সন্ধ্যায় হানেগবি এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ (মঙ্গলবার) আমাকে বলেছেন, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদে নতুন করে কাউকে প্রধান হিসেবে নিয়োগের পরিকল্পনা করছেন। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমার মেয়াদ আজ শেষ হলো।’
এর কিছুক্ষণ পরই নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রিচকে পরিষদের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গত তিন বছর ধরে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সেবা দেওয়ার জন্য জাচি হানেগবিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি তাঁর ভবিষ্যতের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।’
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে কেন্দ্র করে অনেক দিন ধরেই হানেগবি ও নেতানিয়াহুর মধ্যে বিরোধ চলছিল। এ দ্বন্দ্বের কারণে হানেগবির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সরে যাওয়াটা প্রত্যাশিতই ছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাজা নগরীকে সম্পূর্ণভাবে সামরিক দখলের বিরোধিতা ও হামাসের সঙ্গে আংশিক চুক্তিকে সমর্থন দিয়ে আসছিলেন হানেগবি। এ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর দ্বন্দ্ব তৈরি হয়।
আরও পড়ুনগাজায় যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য ডেকে এনেছে ৬টি বড় বিপদ১৮ অক্টোবর ২০২৫২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালিয়েছিল। হানেগবি তাঁর বিবৃতিতে ওই হামলা ঠেকাতে ব্যর্থতার কারণ জানার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের ব্যর্থতার দায়ও স্বীকার করেছেন।
নেতানিয়াহু সরকার এখনো এই ঘটনার তদন্তে কোনো কমিশন গঠন করেনি। ইসরায়েলের বিরোধী দলের অভিযোগ, তিনি এই প্রক্রিয়াকে বিলম্বিত করছেন।
জাচি হানেগবিকে বরখাস্ত করার সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট।
প্রভাশালী লিকুদ নেতা ও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হানেগবি ২০২৩ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি জননিরাপত্তা, গোয়েন্দা ও আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।