চট্টগ্রাম অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে চিটাগং ইনডিপেনডেন্ট ও প্রিমিয়ার ইউনিভার্সিটি
Published: 21st, November 2025 GMT
ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে চট্টগ্রাম অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে উঠেছে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম।
ইনডিপেনডেন্ট এই টুর্নামেন্টে আগের দুবার অংশ নিলেও এই প্রথম পেয়েছে চূড়ান্ত পর্বের টিকিট। প্রিমিয়ার প্রথমবার এসেই পৌঁছে গেছে শেষ আটের লড়াইয়ে। দুই দলই গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচ টাইব্রেকারে জিতেছে। চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি হয়েছে 'এ' গ্রুপের সেরা, 'বি' গ্রুপের সেরা প্রিমিয়ার ইউনিভার্সিটি।
এই দুই দল আগামী ৭–৮ ডিসেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালের বাকি ছয় দলের নাম জানা যাবে রাজশাহী, খুলনা ও ঢাকার আঞ্চলিক পর্ব শেষে।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুদিনের চট্টগ্রামের আঞ্চলিক পর্বের শেষ দিনে আজ শেষ ম্যাচে গোলশূন্য ড্র শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৩–২ গোলে হারায় প্রিমিয়ার ইউনিভার্সিটি। ম্যাচ সেরা হয়েছেন জয়ী দলের ডিফেন্ডার রাইয়ান আনোয়ার। এর আগের ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ম্যাচ ছিল ১–১। টাইব্রেকারে ৪–৩ গোলে জেতে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ফরোয়ার্ড ইমরান হাসান ফোরকান।
জিতলেই চূড়ান্ত পর্ব—সামনে এমন হাতছানি নিয়ে চট্টগ্রাম পর্বের শেষ দিনের শেষ দুটি ম্যাচ হয়ে ওঠে আকর্ষণীয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ দলকে তারা উৎসাহ দিয়ে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। জমজমাট একটা আবহ তৈরি হয়ে এ সময়।
সমর্থকদের আনন্দে ভাসিয়ে গ্রুপ ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে এগিয়ে নেন ইমরান হাসান ফোরকান। ৩০ মিনিটে সেই গোল শোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিডফিল্ডার ফুংলিয়ান কাপ বম। তারপর টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় হেসছে চিটাগং ইনডিপেনডেন্ট। একই ভাবে শেষ ম্যাচে ভাগ্য পরীক্ষায় জেতে প্রিমিয়ার ইউনিভার্সিটিও।
এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) ১-০ হারিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের ফুটবলাররা উল্লাসে মেতে ওঠেন। দুপুরের কড়া রোদও থামাতে পারেনি তাঁদের উৎসব। উল্লাসের কেন্দ্রবিন্দু ছিলেন ম্যাচের জয়সূচক গোলদাতা ও দলের অধিনায়ক হাসিবুল ইসলাম। নির্ধারিত সময় খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে তাঁর গোলে চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখে প্রিমিয়ারের।
দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩–০ গোলে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে হারিয়ে শুভসূচনা করে। কিন্তু চূড়ান্ত পর্বে ওঠার ম্যাচে টাইব্রেকারে হার তাদের ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্দরবানের তরুণ ফুংলিয়ান কাপ বম ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।
সেরা খেলোয়াড়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক মিডফিল্ডার আসাদুর রহমান, জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নাসির উদ্দিন, ইস্পাহানি টি লিমিটেডের বিপণন মহাব্যবস্থাপক ওমর হান্নান, মহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দীন হাসান, বিপণন উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি, ব্যবস্থাপক তাসবীর হাকিম ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এস এম নছরুল কদির ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড.
চট্টগ্রাম পর্ব শেষ। ২৩ নভেম্বর রাজশাহী ও ২৫ নভেম্বর খুলনা পর্ব। ২৮ নভেম্বর শুরু ঢাকা পর্ব। এ আয়োজনের প্রচার সহযোগী এটিএন বাংলা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র ম য় র ইউন ভ র স ট ইউন ভ র স ট র চ ড় ন ত পর ব পর ব র প রথম
এছাড়াও পড়ুন:
দারুণ জয়ে ক্রিকেট কার্নিভালের কোয়ার্টার ফাইনালে ওয়ালটন
দারুণ এক জয়ে ‘বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ওয়ালটন। প্রতিযোগিতার প্রথম দিনে শুক্রবার (২১ নভেম্বর) নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনের খেলায় অনলাইন টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজকে ৮ রানে হারিয়েছে টিম ওয়ালটন। শনিবার (২২ নভেম্বর) সকালে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওয়ালটনের প্রতিপক্ষ ফ্যাশন ব্র্যান্ড আর্টিজান।
বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে সহজের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ৬ ওভারে ৮৫ রান তোলে ওয়ালটন। তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন রাকিব। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে তিনটি বিশাল ছক্কায় অধিনায়ক মামুন করেন অপরাজিত ২৩ রান। শেষ ওভারে নেমে দুই ছক্কায় জনি তোলেন ১২ রান।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
বিকেএসপিতে যুবদের আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন
৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তুলতে সমর্থ হয় সহজ। ওয়ালটনের পক্ষে একটি করে উইকেট নেন নাজেল ও শাকিল। শেষ ওভারে সহজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রানের। দারুণ বোলিংয়ে একটি উইকেটসহ মাত্র ৮ রান দিয়ে ওয়ালটনের জয় নিশ্চিত করেন শাকিল।
উল্লেখ্য, দেশের ১৬টি করপোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্রিকেট কার্নিভাল ২০২৫’। নকআউট পর্বে রাউন্ড সিক্সটিনে দলগুলো একটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পার হয়ে ফাইনালে খেলতে পারবে। টেপ টেনিস বলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হচ্ছে ৬ ওভারের। প্রতিটি দলে ৯ জন করে খেলার সুযোগ পাচ্ছেন। মোট ৫ জন ক্রিকেটার বল করতে পারছেন। তাদের মধ্যে একজন ২ ওভার বাকিরা ১ ওভার করে বোলিংয়ের সুযোগ পাচ্ছেন।
এর আগের মাসে ‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ এর প্লেট চ্যাম্পিয়ান হয়েছিলো ওয়ালটন। এবার ’বিকাশ ক্রিকেট কার্নিভাল ২০২৫’ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ান হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ালটন করপোরেট ক্রিকেট টিম।
ওয়ালটন করপোরেট ক্রিকেট টিমের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন মো. নজরুল ইসলাম সরকার, অ্যাডভাইজার শাহজালাল হোসেন লিমন এবং টিম ম্যানেজার জোহেব আহমেদ। টিম ওয়ালটনের ১১ সদস্য হলেন: আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), মো. সাজ্জাদ হোসেন (উইকেটরক্ষক), মিলটন, রনভী, সাহেল, নাজেল, নিক্সন, রফিক, রকিব, জহিরুল এবং রাকিব।
ঢাকা/অগাস্টিন/ইয়াসিন