রাজধানীর বনশ্রীর একটি খাবারের দোকানে ঢুকতেই একজন বয়স্ক বিদেশি নাগরিকের ছবি দেখা গেল। কেক, পাউরুটি, মিষ্টি, শিঙাড়া, জুস—এমন খাবারের দোকানে একজন বিদেশি নাগরিকের ছবি কেন? এই প্রশ্ন জেগে বসল। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই নারীর পরিচয় জানা গেল। ৮১ বছর বয়সী নিউজিল্যান্ডের এই নাগরিকের নাম স্যান্ড্রা ম্যাকারসি। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। এখন বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করেন।

স্যান্ড্রা ম্যাকারসি ২০১৮ সালে বাংলাদেশে বেকারি ব্যবসায় বিনিয়োগ করেন। তখন তাঁর বয়স ছিল ৭৪ বছর। তৈরি করেন স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল। এখানে প্রায় ৩০০ লোকের কর্মসংস্থান হয়েছে। স্যান্ড্রা ম্যাকারসি বিনিয়োগ করলেও কোনো মুনাফা নেন না। মুনাফার টাকা খরচ আবার বিনিয়োগ করেন। প্রতি মাসে মুনাফার একটি অংশ নারায়ণগঞ্জের একটি অনাথ আশ্রমে দান করেন।

কে এই স্যান্ড্রা ম্যাকারসি

স্যান্ড্রা ম্যাকারসি বসবাস করেন নিউজিল্যান্ডের ওয়াঙ্গারেই শহরে। এই শহর নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে দেড় শ কিলোমিটার দূরে অবস্থিত। স্যান্ড্রা ম্যাকারসি পেশায় ছিলেন শিক্ষক। তবে পারিবারিক ব্যবসা হিসেবে নিউজিল্যান্ডে রয়েছে লাইব্রেরি। এ ছাড়া নিউজিল্যান্ডে ‘পিপল পটেনশিয়াল’ নামে একটি ভকেশনাল প্রশিক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে তাঁর। শিক্ষা ও সামাজিক খাতে সেবামূলক কাজের জন্য ২০২০ সালে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘কুইন্স সার্ভিস মেডেল’ পেয়েছেন স্যান্ড্রা ম্যাকারসি। ২৫ বছর বয়স থেকেই তিনি কাজ করছেন সেবামূলক বৈশ্বিক প্রতিষ্ঠান রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে।

অসম্ভব প্রাণশক্তির মানুষ স্যান্ড্রা ম্যাকারসি। ৭৩ বছর বয়সে প্যারাস্যুট দিয়ে বিমান থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘নিউইয়র্ক ম্যারাথন, অকল্যান্ড ম্যারাথন, লন্ডন ম্যারাথনও দৌড়েছি। আমার দর্শন হলো যা কিছু সামনে আসে হ্যাঁ বলতে হবে।’ গত মাসে তিনি নিউজিল্যান্ড থেকে ঢাকায় আসেন। তখন তিনি প্রথম আলোকে তাঁর এই অভিজ্ঞতার কথা জানান। তিনি বছরে অন্তত একবার বাংলাদেশে আসেন।

স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনালের নিউজিল্যান্ডের বিনিয়োগকারী স্যান্ড্রা ম্যাকারসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন য় গ কর ম য ক রস র বয়স

এছাড়াও পড়ুন:

তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন

দক্ষিণ কোরিয়ায় এক নারী তেলাপোকা মারতে গিয়ে তাঁর অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ার পর ওই নারীর একজন প্রতিবেশী জানালা দিয়ে বের হতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে মারা যান। যিনি আগুন দিয়ে তেলাপোকা মারার চেষ্টা করেছিলেন তাঁর বয়স কুড়ির কোঠায়।

ওই নারী পুলিশকে বলেন, তিনি দাহ্য পদার্থ স্প্রে করে ও লাইটার দিয়ে একটি তেলাপোকা মারার চেষ্টা করছিলেন। এভাবে তিনি আগেও তেলাপোকা মেরেছেন। কিন্তু গতকাল সোমবার এ কাজ করতে গেলে ঘরে আগুন ধরে যায়। সেখান থেকে পুরো অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে।

উত্তরাঞ্চলীয় ওসান শহরের পুলিশ বলেছে, ওই নারীর বিরুদ্ধে অগ্নিসংযোগ এবং অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হবে।

ঘরে তেলাপোকা ও অন্যান্য পোকামাকড় মারতে ব্লোটর্চের ব্যবহার সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে আজকাল অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ বাড়িতেই দাহ্য পদার্থ তৈরি করে সেগুলো ছিটিয়ে ও সঙ্গে আগুন ধরিয়ে এ কাজ করেন।

প্রথমে তাঁরা পাশেই একটি ভবনের এক প্রতিবেশীর কাছে নিজেদের সন্তানকে ছুড়ে দেন। তারপর নিজেরা নেমে আসার চেষ্টা করেন।

২০১৮ সালে অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি এভাবে বাড়িতে তৈরি ‘ফ্লেমথ্রোয়ার’ দিয়ে তেলাপোকা মারতে গিয়ে নিজের রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

ওসান সিটির যে ঘটনায় একজন মারা গেছেন তিনি চীনের নাগরিক। তিনি ওই ভবনের পঞ্চম তলায় স্বামীর সঙ্গে থাকতেন। এ দম্পতির দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে। যখন তাঁরা বুঝতে পারেন, ভবনে আগুন ধরেছে তখন এ দম্পতি নিজেদের অ্যাপার্টমেন্টের জানালা খুলে সাহায্য চান।

আরও পড়ুনচায়না তেলাপোকা দূর করার ঘরোয়া উপায়২০ জুলাই ২০২৩

প্রথমে এ দম্পতি পাশেই একটি ভবনের একজন প্রতিবেশীর কাছে নিজেদের সন্তানকে ছুড়ে দেন। তারপর নিজেরা নেমে আসার চেষ্টা করেন। এ সময় স্বামী জানালার কার্নিশ বেয়ে পাশের ভবনে যেতে সক্ষম হলেও স্ত্রী নিচে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সম্ভবত আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়ার কারণে দম্পতি সিঁড়ি দিয়ে নামতে পারেননি। এরপর তাঁরা প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

ওই অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম তলায় দোকান। দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ৩২টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

ধোঁয়ায় ভবনের আরও আট বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুনরেস্তোরাঁর রান্না করা খাবারের ওপর তেলাপোকার বিচরণ০৩ অক্টোবর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • জাপানের প্রথম নারী প্রধামন্ত্রীকে কেন ‘কট্টর রক্ষণশীল’ বলা হয়
  • যেভাবে প্রকাশ্যে দিবালোকে চুরি হলো ফরাসি রাজপরিবারের মুকুট
  • ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক!’ শাড়ি বিতর্কে তানজিন তিশা
  • ‘কেউ যেন স্বজন হারা না হয়’
  • ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তালিকা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা অনুষ্ঠান ‘সবকিছুর আগে ভালো মানুষ হতে হবে’
  • মোটরসাইকেলে বান্দরবান যাচ্ছিলেন চার বন্ধু, দুর্ঘটনায় পথে একজনের মৃত্যু
  • যাঁরা জাতির ভবিষ্যৎ গড়েন, তাঁদের সুবিধা দিতে কেন পিছুটান দেখাই রাশেদা কে চৌধূরী
  • তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন