স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হতে পারে: ব্যারিস্টার ফুয়াদ
Published: 22nd, October 2025 GMT
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “আগামী নির্বাচন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকলে ইঞ্জিনিয়ারিং ইলেকশন হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করতেও তার ব্যর্থতা স্পষ্ট।”
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া ব্যাহত করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফলে বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “বাহিনীর ভেতরে এখনও দিল্লির গ্যাং ঘাপটি মেরে আছে। সেনাবাহিনীকে স্বচ্ছ ও মর্যাদাশীল করতে এসব ঘাপটিমারা বজ্রগুলোকে আইনি প্রক্রিয়ায় অপসারণ করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ উত্তরাঞ্চলে কৃষি উপকরণ সংকটের জন্য রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা ডিলার সিন্ডিকেটকে দায়ী করেন। তিনি বলেন, “সরকারিভাবে সংকট না থাকলেও এই সিন্ডিকেট সার, বীজ ও কীটনাশকের কৃত্রিম সংকট তৈরি করেছেন। ফলে চড়া দামেও এসব উপকরণ পাওয়া যাচ্ছে না।” কৃষিকে রক্ষা করতে প্রশাসনকে সিন্ডিকেটবিরোধী কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির রংপুর অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/আমিরুল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিশুদের শাকসবজি খাওয়ার গুরুত্ব নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ‘শিশুদের শাকসবজি খাওয়ার গুরুত্ব: বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মাদ সাইদুল আরেফিন। সেমিনারের সহযোগিতায় ছিল অর্গানিক নিউট্রিশন লিমিটেড ও নিউট্রিশন সলিউশনস।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মাদ ইউনুস আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপপরিচালক রওশন জাহান আক্তার স্বাগত বক্তব্য দেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মণ্ডল এবং নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা রুবিনা হক, অধ্যাপক ফারজানা সালেহসহ অন্যরা।
সেমিনারে মূল বক্তা ছিলেন নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা জেবা মাহমুদ। তিনি শিশুদের সবজি খাওয়ার গুরুত্ব, বাংলাদেশের প্রেক্ষাপট, শাকসবজির অভাবে কীভাব নানা রোগব্যাধি ও শিশুদের সুস্বাস্থ্যের ব্যাঘাত ঘটছে, সে বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানান তিনি।
আলোচনার শেষে বক্তারা শিশুদের পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন।