আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “আগামী নির্বাচন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকলে ইঞ্জিনিয়ারিং ইলেকশন হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করতেও তার ব্যর্থতা স্পষ্ট।” 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া ব্যাহত করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফলে বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “বাহিনীর ভেতরে এখনও দিল্লির গ্যাং ঘাপটি মেরে আছে। সেনাবাহিনীকে স্বচ্ছ ও মর্যাদাশীল করতে এসব ঘাপটিমারা বজ্রগুলোকে আইনি প্রক্রিয়ায় অপসারণ করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ উত্তরাঞ্চলে কৃষি উপকরণ সংকটের জন্য রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা ডিলার সিন্ডিকেটকে দায়ী করেন। তিনি বলেন, “সরকারিভাবে সংকট না থাকলেও এই সিন্ডিকেট সার, বীজ ও কীটনাশকের কৃত্রিম সংকট তৈরি করেছেন। ফলে চড়া দামেও এসব উপকরণ পাওয়া যাচ্ছে না।” কৃষিকে রক্ষা করতে প্রশাসনকে সিন্ডিকেটবিরোধী কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এবি পার্টির রংপুর অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লেমন কার্ড পাভলোভার রেসিপি

পাভলোভা তৈরির উপকরণ

ডিম: ৪টি সাদা অংশ (স্বাভাবিক তাপমাত্রা),

গুঁড়া চিনি: এক কাপের তিন ভাগের এক ভাগ

লেবুর রস: ১ চা–চামচ

ভ‍্যানিলা এসেন্স: আধা চা–চামচ

কর্নফ্লাওয়ার: ২ চা–চামচ।

প্রণালি

ওভেন ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রিহিট করুন। একটি বেকিং শিটে পার্চমেন্ট পেপার রেখে ৮ থেকে ৯ ইঞ্চি ব্যাসের বৃত্ত এঁকে নিন। এবার পরিষ্কার মিক্সিং বোলে ডিমের সাদা অংশ নিয়ে নরম ফোমের মতো না হওয়া পর্যন্ত বিট করুন। এরপর এক টেবিল চামচ করে চিনি যোগ করে ধীরে ধীরে বিট করতে থাকুন। চিনি ভালোভাবে মিশে গেলে মেরাংটি শক্ত ও চকচকে না হওয়া পর্যন্ত মাঝারি উচ্চ গতিতে বিট করতে থাকুন। এরপর কর্নফ্লাওয়ার, লেবুর রস ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।

মেরাংটি এবার পার্চমেন্ট পেপারে আঁকা বৃত্তের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিন। মাঝখানে একটু নিচু আর কিনারাগুলো একটু উঁচু হবে, যাতে ক্রিম ও ফল দেওয়ার জন্য একটি বাটির মতো আকার তৈরি হয়। তাপমাত্রা ১২৫ ডিগ্রিতে নামিয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট ওভেনে বেক করুন। মেরাংয়ের বাইরেটা শুকনা হলে বুঝবেন হয়ে গেছে। বেক হয়ে গেলে ওভেন বন্ধ করে দিয়ে দরজা সামান্য খুলে রাখুন। ওভেনের মধ্যেই পাভলোভা পুরোপুরি ঠান্ডা হতে দিন।

আরও পড়ুনযেভাবে লেবু খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন২২ জুলাই ২০২৫লেমন কার্ড তৈরির উপকরণ

ডিমের কুসুম: ২টি

ডিম: ২টি

চিনি: আধা কাপ

লেবুর রস: আধা কাপ

মাখন: ৪ টেবিল চামচ

লেবুর খোসার কুচি: ১ চা–চামচ।

লেমন কার্ড পাভলোভা

সম্পর্কিত নিবন্ধ

  • লেমন কার্ড পাভলোভার রেসিপি
  • তিন ধাপে রান্না করুন প্রোটিনের ভরপুর ‘দই মাটন’