জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অভিভাবকরা ছুটটি সন্তান কিভাবে ভালো রেজাল্ট করবে, মেধাবী হবে। তাঁরা ভাবছে না কিভাবে ভালো মানুষ করতে হবে। আপনার সন্তান যদি ভালো মানুষ হতে না পারে, মানবিক মানুষ হতে না পারলে ভালো রেজাল্ট কাজে আসবে না।

 বুধবার (২২ অক্টোবর) বিকালে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমরা সবাই প্রযুক্তি নির্ভর হয়ে পরেছি। সন্তানদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষত হবে। আমাদের ভাবতে হবে পৃথিবীকে কি দিয়ে গেলাম, দেশকে কি দিয়ে গেলাম।

সময়কে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ঘরে বসে পাপজী খেললে হবে না, মোবাইল নির্ভর হলে চলবে না।

মোবাইল রেখে খেলার মাঠে এসে খেলতে হবে। শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। 
সমাজে মাদক সবর্ত্র ছড়িয়ে পরেছে, সমাজের বাস্তব চিত্র দেখে আমরা আতঙ্কিত হয় পরছি। শিক্ষার্থীদের এসব থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের দেশ, সমাজ পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে। 

বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি) নিলুফার ইয়াসমিন,  ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে অটো রাইস মিলে জরিমানা

ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় একটি কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

আরো পড়ুন:

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জে ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জনের কারাদণ্ড

অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সুষম অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, “পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ধামরাই উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।

ঢাকা/আরিফুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ