মানবিক মানুষ হতে না পারলে ভালো রেজাল্ট কাজে আসবে না : ডিসি
Published: 22nd, October 2025 GMT
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অভিভাবকরা ছুটটি সন্তান কিভাবে ভালো রেজাল্ট করবে, মেধাবী হবে। তাঁরা ভাবছে না কিভাবে ভালো মানুষ করতে হবে। আপনার সন্তান যদি ভালো মানুষ হতে না পারে, মানবিক মানুষ হতে না পারলে ভালো রেজাল্ট কাজে আসবে না।
বুধবার (২২ অক্টোবর) বিকালে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমরা সবাই প্রযুক্তি নির্ভর হয়ে পরেছি। সন্তানদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষত হবে। আমাদের ভাবতে হবে পৃথিবীকে কি দিয়ে গেলাম, দেশকে কি দিয়ে গেলাম।
সময়কে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ঘরে বসে পাপজী খেললে হবে না, মোবাইল নির্ভর হলে চলবে না।
মোবাইল রেখে খেলার মাঠে এসে খেলতে হবে। শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই।
সমাজে মাদক সবর্ত্র ছড়িয়ে পরেছে, সমাজের বাস্তব চিত্র দেখে আমরা আতঙ্কিত হয় পরছি। শিক্ষার্থীদের এসব থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের দেশ, সমাজ পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে।
বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি) নিলুফার ইয়াসমিন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
শিশুদের শাকসবজি খাওয়ার গুরুত্ব নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ‘শিশুদের শাকসবজি খাওয়ার গুরুত্ব: বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মাদ সাইদুল আরেফিন। সেমিনারের সহযোগিতায় ছিল অর্গানিক নিউট্রিশন লিমিটেড ও নিউট্রিশন সলিউশনস।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মাদ ইউনুস আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপপরিচালক রওশন জাহান আক্তার স্বাগত বক্তব্য দেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মণ্ডল এবং নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা রুবিনা হক, অধ্যাপক ফারজানা সালেহসহ অন্যরা।
সেমিনারে মূল বক্তা ছিলেন নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা জেবা মাহমুদ। তিনি শিশুদের সবজি খাওয়ার গুরুত্ব, বাংলাদেশের প্রেক্ষাপট, শাকসবজির অভাবে কীভাব নানা রোগব্যাধি ও শিশুদের সুস্বাস্থ্যের ব্যাঘাত ঘটছে, সে বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানান তিনি।
আলোচনার শেষে বক্তারা শিশুদের পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন।