গাজীপুরে পথচারীকে ট্রাকের ধাক্কা, সড়ক অবরোধ
Published: 22nd, October 2025 GMT
গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
আরো পড়ুন:
ড্রাইভিং লাইসেন্স পেতে লাগবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ
জেলায় জেলায় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মহানগরীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তার দুটি পা থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান করে এবং ওই মহাসড়কের সকল গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বিক্ষুদ্ধ জনতা বলেন, ‘‘এই মহাসড়ক পারাপারের জায়গা নেই। যার কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। এটির প্রতিকার করতে হবে। ফুটওভার ব্রিজ দিতে হবে। প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে অথচ কারো ভ্রুক্ষেপ নেই। এ জন্য আমরা মহাসড়ক অবরোধ করেছি, এটার সমাধান করতে হবে।’’
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘‘সড়ক দুর্ঘটনার জের ধরে মহাসড়ক অবরোধ করেছে। যানচলাচল বন্ধ রয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলমান রয়েছে।’’
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন অবর ধ ক অবর ধ দ র ঘটন
এছাড়াও পড়ুন:
লেমন কার্ড পাভলোভার রেসিপি
পাভলোভা তৈরির উপকরণ
ডিম: ৪টি সাদা অংশ (স্বাভাবিক তাপমাত্রা),
গুঁড়া চিনি: এক কাপের তিন ভাগের এক ভাগ
লেবুর রস: ১ চা–চামচ
ভ্যানিলা এসেন্স: আধা চা–চামচ
কর্নফ্লাওয়ার: ২ চা–চামচ।
প্রণালিওভেন ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রিহিট করুন। একটি বেকিং শিটে পার্চমেন্ট পেপার রেখে ৮ থেকে ৯ ইঞ্চি ব্যাসের বৃত্ত এঁকে নিন। এবার পরিষ্কার মিক্সিং বোলে ডিমের সাদা অংশ নিয়ে নরম ফোমের মতো না হওয়া পর্যন্ত বিট করুন। এরপর এক টেবিল চামচ করে চিনি যোগ করে ধীরে ধীরে বিট করতে থাকুন। চিনি ভালোভাবে মিশে গেলে মেরাংটি শক্ত ও চকচকে না হওয়া পর্যন্ত মাঝারি উচ্চ গতিতে বিট করতে থাকুন। এরপর কর্নফ্লাওয়ার, লেবুর রস ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।
মেরাংটি এবার পার্চমেন্ট পেপারে আঁকা বৃত্তের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিন। মাঝখানে একটু নিচু আর কিনারাগুলো একটু উঁচু হবে, যাতে ক্রিম ও ফল দেওয়ার জন্য একটি বাটির মতো আকার তৈরি হয়। তাপমাত্রা ১২৫ ডিগ্রিতে নামিয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট ওভেনে বেক করুন। মেরাংয়ের বাইরেটা শুকনা হলে বুঝবেন হয়ে গেছে। বেক হয়ে গেলে ওভেন বন্ধ করে দিয়ে দরজা সামান্য খুলে রাখুন। ওভেনের মধ্যেই পাভলোভা পুরোপুরি ঠান্ডা হতে দিন।
আরও পড়ুনযেভাবে লেবু খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন২২ জুলাই ২০২৫লেমন কার্ড তৈরির উপকরণডিমের কুসুম: ২টি
ডিম: ২টি
চিনি: আধা কাপ
লেবুর রস: আধা কাপ
মাখন: ৪ টেবিল চামচ
লেবুর খোসার কুচি: ১ চা–চামচ।
লেমন কার্ড পাভলোভা