অবশেষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৫ জনের দলে ডাক পেয়েছেন বাবর।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান বাবরের। প্রায় ৪০ গড়ে রান করেছেন ৪২২৩। ৩৬টি ফিফটির সঙ্গে আছে ৩টি সেঞ্চুরিও। কিন্তু স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন সমালোচনার মুখে ছিলেন।

দলের জন্য নয়, বাবর নিজের জন্য খেলেন—এমন প্রশ্নের মুখে একপর্যায়ে দল থেকে বাদ পড়েন। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে এই সংস্করণের দলে সুযোগ পাননি বাবর। তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর আবার বাবরের দলে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত এই গুঞ্জনই সত্যি হলো।

পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরেছেন পেসার নাসিম শাহও। গত মাসে এশিয়া কাপের দলে ছিলেন না নাসিম। এশিয়া কাপে অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হলেও আসন্ন দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাকিস্তানের নেতৃত্বে সালমান আলী আগাই থাকছেন।

দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার উসমান তারিক। সর্বশেষ সিপিএলে ২০ উইকেট নেন উসমান। মূল দল থেকে বাদ পড়া ফখর জামান ও হারিস রউফ আছেন রিজার্ভ সদস্য হিসেবে। এশিয়া কাপে খেলা মোহাম্মদ হারিস বাদ পড়েছেন টি–টোয়েন্টি দল থেকে।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর, শেষ ১ নভেম্বর। ম্যাচ তিনটি হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এ দুটি মাঠে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ।

টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি এই সফরে ওয়ানডেও খেলবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সেই সিরিজ ও এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান। অধিনায়কত্ব হারানো মোহাম্মদ রিজওয়ান আছেন ওয়ানডে দলে। দলে ফিরেছেন ফয়সাল আকরাম, হারিস রউফ ও হাসিবউল্লাহ। এই সিরিজটি হবে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত, ত্রিদেশীয় সিরিজের আগে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ,  আব্দুল সামাদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক
রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম

পাকিস্তানের ওয়ানডে দল

শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ র স রউফ ম হ ম মদ উসম ন

এছাড়াও পড়ুন:

মেক্সিকোতে গাড়ি বোমা বিস্ফোরণে তিন পুলিশসহ নিহত ৫

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের মিচোয়াকান রাজ্যে একটি পুলিশ স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর এবিসি নিউজের।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, শনিবার দুপুরের কিছু আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানার পুলিশ স্টেশনের সামনেই গাড়িটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে তিনজন এবং আহতদের মধ্যে পাঁচজন একটি কমিউনিটি পুলিশ বাহিনীর সদস্য।

এই রাজ্যে অসংখ্য অপরাধী গোষ্ঠী সক্রিয়, যার মধ্যে রয়েছে শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল। চলমান সহিংসতার কারণে সরকার সম্প্রতি এখানেই একটি বড় নিরাপত্তা অভিযান শুরু করেছে।

মিচোয়াকানে অপরাধী গোষ্ঠীগুলো ড্রোন থেকে বিস্ফোরক ফেলা বা রাস্তার পাশে মাইন পাতার মতো কৌশল ব্যবহার করে থাকে। 

কমিউনিটি পুলিশের কমান্ডার হেক্টর জেপেদার মতে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে মানুষের দেহাবশেষ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

রাজ্যের গভর্নর আলফ্রেডো রামিরেজ বেদোল্লা, ক্ষমতাসীন মোরেনা দলের সরকারের সাত বছর উদযাপনের জন্য মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাথে একটি পাবলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় বিস্ফোরণটি ঘটে।

দুই দশক ধরে বিভিন্ন সংগঠিত অপরাধ গোষ্ঠী অঞ্চলটির নিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছে, কারণ মিচোয়াকান সিন্থেটিক ড্রাগ তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের প্রবেশদ্বার। তাদের আরেকটি লাভজনক ব্যবসাও রয়েছে: চাঁদাবাজি।

ট্রাম্প প্রশাসন যে ছয়টি মাদক কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে তার মধ্যে অন্তত তিনটি - জালিস্কো নিউ জেনারেশন, ইউনাইটেড কার্টেলস এবং দ্য নিউ মিচোয়াকান ফ্যামিলি- মিচোয়াকানে কাজ করে। এর পাশাপাশি বেশ কয়েকটি দেশীয় সশস্ত্র স্প্লিন্টার গ্রুপও রয়েছে, যাদের মধ্যে কিছু সিনালোয়া কার্টেল দ্বারা সমর্থিত।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ