জাবিতে র্যাগিং করায় ৬ শিক্ষার্থীকে শোকজ, আরো র্যাগিং করার হুমকি
Published: 23rd, October 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারুকলা বিভাগের এক শিক্ষার্থীকে র্যাগিং করার দায়ে অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
লিখিত অভিযোগ দায়ের করার প্রায় ১ মাস পর এবং অভিযোগ পুনর্বহালের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার (২২ অক্টোবর) প্রক্টর অফিস থেকে এই নোটিশ পাঠানো হয়।
আরো পড়ুন:
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বেরোবি শিক্ষার্থীদের
কুবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
র্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অভিযুক্ত ও ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করলে সেখানে পূর্বের পাঁচজনের সঙ্গে নতুন করে চারুকলা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী পর্ণা সাহার নাম উঠে আসে। পরবর্তীতে তাকেও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
তবে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর অভিযুক্ত পর্ণা সাহা ঘটনা অস্বীকার করার পাশাপাশি ভুক্তভোগীদের ‘আরো র্যাগিং করা দরকার’ বলে মন্তব্য করেছেন।
এই বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষার্থী পর্ণা সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে। যেখানে র্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেইনি, সেখানে আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে র্যাগিংয়ের দায় দেওয়া হয়েছে। আমি চাই তাদের (জুনিয়রদের) র্যাগিং আরো হোক। তাদের বেশি করে র্যাগিং দেওয়া দরকার।”
ভুক্তভোগী চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী প্রান্ত রায় বলেন, “পর্ণা আপু (পর্ণা সাহা) এর আগেও আমাদের বলেছেন, ‘তোরা র্যাগিংয়ের কী দেখেছিস! তোদের ভালোভাবে র্যাগিং দিলে বুঝতে পারতিস। আমরা যা পেয়েছি, তোদের তার সিকি পরিমাণও দেওয়া হয়নি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছয় শিক্ষার্থীকে শোকজ করেছে তারা হলেন- ৪৯তম ব্যাচের ঐশী সরকার অথি, ৪৯তম ব্যাচের পর্ণা সাহা, ৫০তম ব্যাচের প্রমা রাহা এবং ৫১তম ব্যাচের নোমান, আরিয়ান ও সেজান। অভিযুক্তদের মধ্যে ঐশী সরকার অথি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং প্রমা রাহা একই হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন।
গত ২৭ আগস্ট চারুকলা বিভাগের চূড়ান্ত পরীক্ষা চলাকালে বিভাগের গ্যালারিতে এই র্যাগিংয়ের ঘটনা ঘটে। এর আগে অনুষদের ডিন অফিসের এক কর্মচারীর সঙ্গে ৫৩তম ব্যাচের দুই ছাত্রীর কথা কাটাকাটিকে কেন্দ্র করে সিনিয়র শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষুব্ধ হন।
প্রান্ত রায়ের অভিযোগ অনুযায়ী, পরীক্ষা চলাকালে ৫১ ব্যাচের নোমান ও আরিয়ান তাকে ও তার সহপাঠীদের জোর করে জয়নুল গ্যালারিতে নিয়ে যান। সেখানে ৪৯ ব্যাচের ঐশী সরকার অথি প্রান্তের চেহারা নিয়ে ব্যঙ্গ করে বলেন, “ওর মুখটাই এমন, ও জন্ম থেকেই এমন, এমনই জন্মাইছে।”
অন্যদিকে ৫১ ব্যাচের সেজান তাকে “লাথি মেরে ডিপার্টমেন্ট থেকে বের করে দেব” বলে হুমকি দেন। এ ঘটনায় পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগে উল্লেখ করেন।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী প্রান্ত রায় গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা এবং বিভাগের আরো দুই শিক্ষক (অধ্যাপক এম এম ময়েজউদ্দিন ও সহযোগী অধ্যাপক ধীমান সরকার) বিষয়টি বিভাগীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন।
বিভাগীয় সমাধানের আশ্বাস পেয়ে প্রান্ত রায় প্রক্টর অফিস থেকে তার অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু অভিযোগ প্রত্যাহারের ২০ দিন এবং ঘটনার প্রায় ১ মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা বা সমাধান না হওয়ায়, প্রান্ত রায় গত ১৫ অক্টোবর প্রক্টর বরাবর তার অভিযোগটি পুনরায় বহাল রাখার আবেদন করেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত ছয়জনকে শোকজ নোটিশ পাঠায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “র্যাগিংয়ের মতো ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র্যাগিং নীতিমালা অনুযায়ী তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ চ র কল সরক র
এছাড়াও পড়ুন:
জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সব ধরনের ষড়যন্ত্রকে মেধা ও নৈতিক আদর্শের শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। আজকাল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামায়াত-শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের সঠিক ও তথ্যবহুল জবাব দিতে হবে।
মঙ্গলবার সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ইউনিয়ন ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম পরওয়ার এ কথা বলেন। তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘জামায়াত কখনো ক্ষমতায় যায়নি। এবার জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন।’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবির তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। সারা দেশের বিশ্ববিদ্যালয়-কলেজ ছাত্র সংসদে ছাত্রশিবিরের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি আগামী নির্বাচনেও ছাত্রশিবির তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আশা করি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জামায়াতের কল্যাণমুখী দেশ গঠনের ইতিবাচক রাজনীতি জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি ময়দানেও ব্যালট বিপ্লবে ভূমিকা রাখবে।’
জামায়াতের এই নেতা আরও বলেন, বাংলাদেশ একটা ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করেছি। একটা স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী না হয়ে ওঠে, সেভাবে জনপ্রশাসন, মাঠপর্যায়ের প্রশাসন, জুডিশিয়ারি ব্যবস্থা, ইলেকটোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অরগানকে সাজানো হয়েছে।
একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু ও মুসলিম সবাই ভালো থাকবেন।’
স্বাধীনতার ৫৪ বছরে আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর আর জাতীয় পার্টি ৯ বছর ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। করেছে নিজেদের পরিবর্তন। ক্ষমতায় যায়নি শুধু জামায়াতে ইসলামী। এবার জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পরীক্ষা করুন। এ কথা বলতে পারি, জামায়াত ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে না। দেশে দুর্নীতি ও লুটপাট থাকবে না। দেশের মানুষকে ভালো রাখবে ইনশা আল্লাহ।’
ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুর রশীদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির, উপজেলা জামায়াতের নায়েবে আমির গাজী সাইফুল্লাহ প্রমুখ।