ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ২৪ অক্টোবর, এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিন জমকালো আয়োজনে উদযাপন করে থাকেন। তবে গতকাল রাতে ঘরোয়া আয়োজনে পুত্র পূণ্য ও কয়েকজনের সঙ্গে কেক কেটেছেন এই অভিনেত্রী। 

এ মুহূর্তের বেশ কিছু ছবি পরীমণি তার ফেসবুকে শেয়ার করেছেন। তাতে উচ্ছ্বসিত পরীমণিকে দেখা যায়।   

আরো পড়ুন:

‘সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে, আমার ছোট্ট বাচ্চাটাও তাই’

আমার ১২টা বিয়ে করার ইচ্ছা: পরীমণি

এসব ছবির ক্যাপশনে পরীমণি লেখেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে, বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সবকিছু নিয়েই আজকের এই জীবন।” লেখাটির শেষে পরীমণি নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 

পরীমণির এ পোস্টে নেটিজেনদের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। সাবরিনা ইয়াসমিন নিপু লেখেন, “দোয়া করি, আপনার আগামী দিনগুলা ভালো হোক। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। শুভ জন্মদিন।” 

হাফিজা লেখেন, “ওয়াও, মনে হয় যেন সত্যিই পরী।” আরেকজন লেখেন, “মন থেকে দোয়া করি পরীর দুইটা বাচ্চা নিয়ে পরীর আলাদা একটা দুনিয়া হোক। সেখানে যেন আর কারো কুনজর না লাগে। তুমি পৃথিবীর বেস্ট মাদার হও।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।  

পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এটি পরিচালনা করেন অনম বিশ্বাস।  

পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। ‘গোলাপ’ সিনেমায় নিরবের বিপরীতে দেখা যাবে তাকে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর মন চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

১২ বছর পর মোনালিসার জীবনে নতুন মোড়...

একসময় বিনোদন অঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিং—সবখানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। নাচেও পারদর্শী ছিলেন এই তারকা। তবে হঠাৎ তিনি সরে যান শোবিজ থেকে, বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও ঘোরাঘুরি ও প্রয়োজনীয় কাজ শেষ করে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে জানা গেছে, মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত সেই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবার এল তাঁর ব্যক্তিগত ও পেশাজীবনের আরও একটি সুখবর।

মোনালিসা

সম্পর্কিত নিবন্ধ