ঢাকা ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালে প্লে-গ্রুপে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তি ফরম বিতরণের শেষ তারিখ ৩০ অক্টোবর।

আবেদনপত্র জমা ও সাক্ষাৎকার—

১৫ নভেম্বর ২০২৫ শনিবার:

মেয়েশিক্ষার্থী: প্রভাতি ও দিবা শাখা

সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা।

সাক্ষাৎকারের সময় অবশ্যই শিক্ষার্থীর সঙ্গে মা–বাবাকে উপস্থিত থাকতে হবে।

১৫ নভেম্বর ২০২৫ শনিবার:

ছেলেশিক্ষার্থী: প্রভাতি ও দিবা শাখা

সময়: বেলা ২টা থেকে বিকাল ৪টা।

সাক্ষাৎকারের সময় অবশ্যই শিক্ষার্থীর সঙ্গে মা–বাবাকে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন২০২৬ সালে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর২ ঘণ্টা আগেপ্লে-গ্রুপের সময়সূচি—

- প্রথম শিফট (প্রভাতি শাখা)

সময়: সকাল ৮টা থেকে ১০টা,

স্কুলের গেটে প্রবেশ: স্কুলের গেটে প্রবেশ সকাল ৭:৪৫টা।

- দ্বিতীয় শিফট (প্রভাতি শাখা)

সময়: সকাল ১০.

৪৫ মিনিট থেকে ১২.৪৫ মিনিট,

স্কুলের গেটে প্রবেশ: স্কুলের গেটে প্রবেশ সকাল ১০.৩০টা।

ঢাকা ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালে প্লে-গ্রুপে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব শ

এছাড়াও পড়ুন:

২০২৬ সালে কোন রং ট্রেন্ডে থাকবে, জানাল প্যানটোন

২০২৬ সালকে স্বাগত জানাতে যাচ্ছে বিশ্ববাসী। নতুন বছরে কোন রং প্রাধান্য পাবে আমাদের জীবনযাপনে? নতুন বছরে নতুন রঙের কথা এলেই সামনে আসে মার্কিন প্রতিষ্ঠান প্যানটোনের কথা। প্রতিষ্ঠানটি মূলত রং, রঙের নাম ও মান নির্ধারণ করে।

২০২৬ সালের জন্য তারা যে রং বেছে নিয়েছে, তার নাম রেখেছে ‘ক্লাউড ড্যান্সার’। এই রং অনেকটা সাদার মতো।

বিশেষত মুদ্রণ ও টেক্সটাইল ডিজাইন শিল্পের জন্য বছরজুড়ে একটি রং বাছাই করে প্যানটোন। আর রং শনাক্ত করতে ও মেলাতে সাহায্য করে পিএমএস। এ কাজে নিজস্ব নম্বর পদ্ধতি ব্যবহার করে প্যানটোন। এর মাধ্যমে মুদ্রণ কারখানা ও অন্যান্য সরঞ্জাম নির্মাতা একে অপরের সঙ্গে যোগাযোগ না করেই রং মেলাতে পারে।

এ ছাড়া বিশেষ কোনো রং, যেমন ‘কোলাকোলা রেড’, ‘বার্বি পিংক’ বা ‘টিফানি ব্লু’র মতো আইকনিক রঙের স্বত্ব কিনে রাখে অনেক কোম্পানি। সেসব রং চাইলেও অন্য কোনো ব্র্যান্ড বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না। সেই খেয়ালও রাখে প্যানটোন।

আরও পড়ুন‘নয়া দামান’–খ্যাত সংগীতশিল্পী মুজার ফ্যাশন, স্টাইল ও অজানা সব তথ্য১১ নভেম্বর ২০২৫২০২৬ সালের জন্য প্যানটোন যে রং বেছে নিয়েছে, তার নাম রেখেছে ‘ক্লাউড ড্যান্সার’

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের
  • আরও বাড়বে সোনার দাম, ২০২৬ সালে বিশ্ববাজারে উঠতে পারে ৪,৯০০ ডলার
  • বিশ্বকাপে আর্জেন্টিনার ৬ কোচ, এক প্রদেশ থেকেই ৫ জন
  • ব্যাডমিন্টন প্রতিভার খোঁজে ‘ব্যাডমিন্টন বাংলাদেশ’
  • তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের আনন্দ মিছিল
  • বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দামই ৫ লাখ, ফিফাকে ‘বিরাট বিশ্বাসঘাতক’ বলছেন সমর্থকেরা
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন ট্রাম্প, বিশ্বকাপের দুটি দেশের সমর্থকদের নিয়ে বিপাকে ফিফা
  • স্কুলে ভর্তিতে লটারি আজ, ফল দেখবেন যেভাবে
  • ২০২৬ সালে কোন রং ট্রেন্ডে থাকবে, জানাল প্যানটোন
  • গণিত উৎসব ২০২৬-এর নিবন্ধন শুরু সময় বাড়ল ১৫ ডিসেম্বর পর্যন্ত