২০২৬ সালে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ নভেম্বর
Published: 25th, October 2025 GMT
দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২৬ সালের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন ফরম বিতরণ শুরু হবে আগামী ১ নভেম্বর। ক্যাডেট কলেজগুলোয় ২০২৬ সালের ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।
আবেদন ফরম বিতরণের তারিখ১.
২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শেষ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। //////////২০২৬ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন চলছে।///////////
বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। ক্যাডেট কলেজগুলোয় ভর্তি নেওয়া হয় সপ্তম শ্রেণিতে। ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ শ্রেণির বই থেকে। আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।
ক্যাডেট কলেজগুলোয় ভর্তি নেওয়া হবে সপ্তম শ্রেণিতেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ক য ড ট কল জ ২০২৬ স ল দ র জন য পর ক ষ র ভর ত
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপের টিকিট কীভাবে পাবেন, টিকিট থাকলেই কি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া যাবে
কোন দলের প্রতিপক্ষ কারা, কোন ম্যাচ কখন আর কোথায়—২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের পুরো চিত্র এখন সবার সামনে। এ সপ্তাহের শুরুতে বিশ্বকাপের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পর দর্শকদের আগ্রহও নতুন মাত্রা পেয়েছে। অনেকেই মাঠে বসে খেলা দেখার উপায় খুঁজছেন।
২০২৬ বিশ্বকাপের খেলা হবে তিনটি দেশের ১৬টি শহরে। জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া টুর্নামেন্টটির টিকিট ছাড়া হয়েছে আরও আগেই। এরই মধ্যে দুই দফায় প্রায় ২০ লাখ টিকিট বিক্রি হয়েছে। তবে সে সব বিক্রি হয়েছে ম্যাচ, স্টেডিয়াম, তারিখ ও সময় নির্ধারণের আগে। তবে যারা কিনতে পারেননি, তাদের সুযোগ এখনো আছে। এক্সপ্লেইনার পড়ুন দ্য অ্যাথলেটিক অবলম্বনে।
কীভাবে বিশ্বকাপের টিকিট পাওয়া যাবেবিশ্বকাপের টিকিট পাওয়ার একাধিক উপায় আছে। খরচ এবং নিশ্চয়তার মাত্রা ভিন্ন।
১. চূড়ান্ত লটারি
১১ ডিসেম্বর তৃতীয় ও শেষ দফার টিকিট বিক্রি শুরু হবে। এটিকে বলা হচ্ছে ‘র্যান্ডম সিলেকশন ড্র’য়ের তৃতীয় পর্ব। যা ২০২৬ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
আগ্রহীদের ফিফার টিকিটিং ওয়েবসাইটে গিয়ে ‘ফিফা আইডি’তে সাইন আপ করতে হবে। এরপর ‘সাইন ইন’ করে নির্দিষ্ট ম্যাচগুলোর টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের নিয়ে ফেব্রুয়ারিতে লটারি করবে ফিফা। কেউ তাদের চাহিদা অনুযায়ী পাবেন, কেউ কম পাবেন। যারা টিকিট পাবেন, তাদের অ্যাকাউন্ট থেকে তখন টাকা কেটে নেওয়া হবে।
২. শেষ মুহূর্তের ক্রয়
আপনি যদি লটারি মিস করেন বা ভাগ্য খারাপ হয়, তাহলে ‘আগে আসলে আগে পাবেন’ বা ‘লাস্ট মিনিট সেলস’ নামে আরেকটি সুযোগ পাবেন। মূলত লটারির পরও যে টিকিট থেকে যাবে, সেগুলো বিক্রি হবে এই পর্বে। তবে কতগুলো টিকিট থাকবে বা কোন ম্যাচের থাকবে, সেটি অবশ্য এখনই জানা সম্ভব নয়। আর ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ কবে হবে, তাও পরে ঠিক হবে।
গত ৫ ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে