দৌড়ে দৌড়ে বান্দরবানের পাহাড়ে উঠছেন সুমনা। উঠতে উঠতে খিলখিল করে হাসছেন। এই পাহাড়ে ওঠার স্বপ্ন তাঁর অনেক দিনের। এবার স্বপ্নটা পূরণ হলো। এভাবেই ঠিক চূড়ার কাছাকাছি গিয়ে দাঁড়াতেই কে যেন ধাক্কা দিল তাঁকে। সঙ্গে সঙ্গে পা পিছলে পড়ার মুহূর্তে প্রচণ্ড আতঙ্কে চিৎকার করতে গিয়ে ঘুমটা ভেঙে গেল সুমনার।

ঘরের টিমটিমে আলোয় বিছানার পাশের টেবিল থেকে হাতড়ে হাতড়ে বোতলটা নিয়ে ঢকঢক করে পানি খেলেন সুমনা। সাত দিনের মধ্যে প্রচণ্ড ভয় ধরানো এমন স্বপ্ন তিনি দুবার দেখলেন। কিন্তু স্বপ্নে তাঁকে কে ধাক্কা দেয়, তার চেহারাটা আর দেখা হয় না। পড়ে যাওয়ার অনুভূতিটাও খুব বাস্তব বলে মনে হয়। স্বপ্নটা এতই বাস্তব যে অনেকক্ষণ এর রেশ থেকে যায়। আবার দিনে কাজের ব্যস্ততায় মনে থাকে না স্বপ্ন নিয়ে ভাবার।
স্বপ্নটা দেখার পর গায়ে কাঁটা দিয়ে ওঠে সুমনার। ঘুমটাও উধাও হয়ে যায়, কতক্ষণ লাগবে আবার ঘুম আসতে, কে জানে! একটু স্থির হয়ে সুমনা ভাবেন, কেন মাঝেমধ্যে স্বপ্ন এমন বাস্তবের মতো মনে হয়?

আরও পড়ুনসময়মতো ঘুমালেও মাঝরাতে ঘুম ভেঙে যায় কেন?১০ সেপ্টেম্বর ২০২৫স্বপ্নকে মস্তিষ্কের একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প কী লক্ষ্য অর্জন করতে চান

দুই মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ আয়োজন। কিন্তু ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের মাধ্যমে কারাকাসকে বার্তা দিতে চায়।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ছোট ছোট নৌযানে হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে। এই হামলাগুলোকে ঘিরে লাতিন আমেরিকা অঞ্চলজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এর বৈধতা নিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আসলে ইঙ্গিত দিচ্ছে—ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ভয় দেখাতে অভিযান চালানো হচ্ছে।

লন্ডনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের লাতিন আমেরিকা-বিষয়ক সিনিয়র ফেলো ক্রিস্টোফার সাবাতিনি বলেন, এটি মূলত সরকার পরিবর্তনের প্রচেষ্টা। তারা হয়তো সরাসরি আগ্রাসনে যাবে না, বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে বার্তা দিতে চায়।

সাবাতিনির মতে, এই সামরিক আয়োজন আসলে শক্তি প্রদর্শন। এর উদ্দেশ্য ভেনেজুয়েলার সেনাবাহিনী ও মাদুরোর ঘনিষ্ঠ মহলে ভয় সৃষ্টি করা, যাতে তারা তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত নিবন্ধ