ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে মারলেন শ্বশুর
Published: 26th, October 2025 GMT
ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরের বঁটির কোপে লিমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) ভোরের দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
আরো পড়ুন:
শরীয়তপুরে আলোচিত নাজমা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত মুকুল শেখ মানসিক ভারসম্যহীন। নিহত লিমা একই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।
স্থানীয়রা জানান, ভোরের দিকে লিমা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় মুকুল শেখ বঁটি দিয়ে লিমাকে আঘাত করেন। লিমার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লিমার শাশুড়ি জানান, “আমার ছেলের বউ ভোর সাড়ে ৪টার দিকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে। তখন আমিও নামাজ পড়ার জন্য উঠার চেষ্টা করছিলাম। এরই মধ্যে ঘরের বাইরে থেকে লিমার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, তার পুরো শরীর রক্তে ভিজে গেছে। সঙ্গে সঙ্গে তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে যাই। আমার বউমার ছোট দুইটা ছেলে রয়েছে। আমার স্বামী পাগল, তার বাটির আঘাতেই প্রাণ গেছে বউমার।”
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, “আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লিমা হাসপাতালে আনার আগেই মারা গেছেন।”
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, “ভোরে মানসিক ভারসম্যহীর এক ব্যক্তির বটির আঘাতে তার ছেলের বউয়ের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ শ লক প
এছাড়াও পড়ুন:
ক্লাব–বিসিবি দ্বন্দ্বে সমাধান কি বিকল্প টুর্নামেন্ট
‘খেলা এবার মাঠে গড়াতেই হবে’—দৃঢ় কণ্ঠে কাল কথাটা বললেন বিসিবির পরিচালক ও সিসিডিএমের ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান। বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে লিগ না খেলার ঘোষণা দেওয়া ঢাকার বিদ্রোহী ৪৫টি ক্লাবের সঙ্গে কয়েক দফায় সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিসিবি, তবে এবার আর ব্যর্থতা চান না ফায়াজুর।
তৃতীয় বিভাগ দিয়েই প্রতিবছর ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হয়। কিন্তু বিদ্রোহী ৪৫টি ক্লাবের মধ্যে তৃতীয় বিভাগের ক্লাবই ১৪টি, প্রথম বিভাগের ক্লাব ৮টি। প্রথম বিভাগের বেশির ভাগ ক্লাব (২০টির মধ্যে ১২টি) লিগ আয়োজনের পক্ষে থাকায় এবার আগে প্রথম বিভাগ ক্রিকেট আয়োজনের চেষ্টা করছে বিসিবি। কিন্তু সেটাও পারছে কই!
বিদ্রোহী ক্লাবগুলো লিগ বয়কটের সিদ্ধান্তে অনঢ় থাকায় দুবার তারিখ ঘোষণা করেও খেলা শুরু করা যায়নি। তৃতীয়বারের মতো লিগ শুরুর তারিখ ঠিক হয়েছে আগামীকাল।
তবে ৪৫ ক্লাবের অবস্থান এখনো আগের জায়গাতেই। প্রথম বিভাগের ২০টি ক্লাবের মধ্যে দলবদলে অংশ না নেওয়া ৮ ক্লাবের লিগে খেলার সম্ভাবনা নেই। প্রথম বিভাগের বিদ্রোহী ৮ ক্লাবের নেতৃত্বে থাকা সংগঠক ও আম্বার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জিয়াউর রহমান কাল প্রথম আলোকে বলেন, ‘আমরা বিসিবির প্রধান নির্বাহীকে দেওয়া চিঠিতে আগেই জানিয়ে দিয়েছি যে এই অবৈধ বোর্ডের অধীন খেলব না। এখনো সেই সিদ্ধান্তে অনড় আছি। আমাদের (৮ ক্লাব) লিগে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই।’
পরশু আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হলেও লিগ যে শেষ পর্যন্ত আয়োজন সম্ভব না–ও হতে পারে, এই বাস্তবতা বুঝতে পারছে বিসিবিও। বিদ্রোহী ক্লাবগুলোর মতের বিরুদ্ধে গিয়ে লিগ আয়োজন করতে গেলে আসতে পারে আইনি বাধা। সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত লিগ আয়োজন করতে না পারলে বা খেলা শুরু করেও লিগ বন্ধ করে দিতে হলে বিসিবি এগুবে ‘প্ল্যান-বি’ নিয়ে।
বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্লাবগুলোর সংবাদ সম্মেলন।