ব্রাহ্মণবাড়িয়া শহরে সব ওষুধের দোকান বন্ধ
Published: 27th, October 2025 GMT
উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য সব ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেছেন, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের আশপাশের দোকানগুলো আমাদের ভাড়া নেওয়া। আমরা নিয়মিত ভাড়া দিচ্ছি। অথচ, আমাদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা অমানবিক ও অবৈধ। অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ন্যায়সঙ্গত সমাধান চাই।
তিনি আরো বলেন, কয়েকদিন ধরে আমরা আন্দোলন চালিয়ে আসছি। তারপরও প্রতিকার না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আমরা অবস্থান কর্মসূচি পালন করব।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেট নির্মাণের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
ঢাকা/পলাশ/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ড় য়
এছাড়াও পড়ুন:
বার্সেলোনার এল ক্লাসিকো হারের ৪ কারণ
গত মৌসুমে টানা চার হারের পর অবশেষে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ। গতকাল লা লিগার খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে রিয়াল জিতেছে জয় ২–১ ব্যবধানে। এই জয় রিয়ালের লা লিগা শিরোপা জয়ের সম্ভাবনাও বেশ বাড়িয়ে দিয়েছে।
১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭, বার্সেলোনার ২২। প্রশ্ন হচ্ছে, গত মৌসুমে রিয়ালের বিপক্ষে দুর্দান্ত খেলা বার্সা গতকাল রাতে কোথায় ভুল করল। আর রিয়ালই–বা কীভাবে ঘুরে দাঁড়াল। এল ক্লাসিকোতে রিয়ালের জয় ও বার্সার হারের তেমনই চারটি কারণ জেনে নেওয়া যাক।
এমবাপ্পে–বেলিংহাম–ভিনির জাদুবার্সার বিপক্ষে জিততে হলে রিয়ালের আক্রমণভাগের তিন তারকা কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম এবং ভিনিসিয়ুস জুনিয়রকে গতকাল জ্বলে উঠতে হতো। দলের ও সমর্থকদের সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হয়েছেন এই তিনজন। অ্যাটাকিং থার্ডে প্রতিপক্ষকে রীতিমতো তটস্থ রেখেছিলেন তাঁরা। বিশেষ করে এমবাপ্পে ও বেলিংহাম ছিলেন দুর্দান্ত। এমবাপ্পে যখনই বল পেয়েছেন, প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন।
আরও পড়ুনরিয়ালের তোপে ইয়ামাল, এল ক্লাসিকোর শেষ বাঁশির পর ঠিক কী ঘটেছে ৫ ঘণ্টা আগেগোল করার পাশাপাশি প্রতিপক্ষকে চাপে রাখার কাজও ঠিকঠাক করেছেন এই ফরাসি তারকা। তবে এই ম্যাচে রিয়ালের আসল নায়ক বেলিংহাম। মিডফিল্ড একরকম একাই নিয়ন্ত্রণ করেছেন এই ইংলিশ তারকা। এমবাপ্পের প্রথম গোলে সহায়তার পাশাপাশি দ্বিতীয় গোলটি করেছেন দারুণ ফিনিশিংয়ে।
এমবাপ্পে ও বেলিংহামের মতো প্রভাব রাখতে না পারলেও ভিনিসিয়ুসও ছিলেন উজ্জ্বল। একাধিকবার উইং ধরে বার্সার বক্সে হানা দিয়েছেন। এ ছাড়া বেলিংহামের জয়সূচক গোলের উৎসও ছিল তাঁর দেওয়া দুর্দান্ত এক ক্রস। বলা যায়, রিয়ালের এই তিন তারকাই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন।
রিয়ালের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারেনি বার্সা