কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মানদী থেকে লিটন ঘোষ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরিচয় শনাক্তের পর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায় নৌ-পুলিশ। 

নিহত লিটন রায়টা ঘোষপাড়া এলাকার মৃত জামরুল ঘোষের ছেলে। তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ বলছে, লিটনের মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘায় পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে কাকন ও মন্ডল বাহিনীর মধ্যে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬) ও শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নিহত হন। এই ঘটনার পর থেকে লিটনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, ‘‘লিটন কাঁকন বাহিনীর সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে সোমবার সংঘর্ষের সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।’’

তবে এ বিষয়ে নিহতের পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি। ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক  শফিকুল ইসলাম বলেন, ‘‘নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি কাঁকন বা মন্ডল বাহিনীর সদস্য।’’

ঢাকা/কাঞ্চন//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল টন র

এছাড়াও পড়ুন:

১২ বছর পর মোনালিসার জীবনে নতুন মোড়...

একসময় বিনোদন অঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিং—সবখানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। নাচেও পারদর্শী ছিলেন এই তারকা। তবে হঠাৎ তিনি সরে যান শোবিজ থেকে, বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও ঘোরাঘুরি ও প্রয়োজনীয় কাজ শেষ করে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে জানা গেছে, মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত সেই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবার এল তাঁর ব্যক্তিগত ও পেশাজীবনের আরও একটি সুখবর।

মোনালিসা

সম্পর্কিত নিবন্ধ