চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন কিছু তরুণ
Published: 28th, October 2025 GMT
চট্টগ্রামে আসিফুল হক নামের এক ছাত্রলীগ নেতাকে আটকের পর মারধর করছিল একদল তরুণ। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার বিকেলে নগরের হাজারী গলি এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে পুলিশে তুলে দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফুল হককে হাজারী গলি এলাকায় দেখতে পেয়ে তাঁকে ঘিরে মারধর করতে থাকেন একদল তরুণ। মারধরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে মারধরের সময় ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ এ ধরনের স্লোগান দেন ওই তরুণেরা। এরই মধ্যে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম রাতে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছাত্রলীগ নেতা আসিফুলকে থানায় নিয়ে আসা হয়। তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো হবে বুধবার।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন কিছু তরুণ
চট্টগ্রামে আসিফুল হক নামের এক ছাত্রলীগ নেতাকে আটকের পর মারধর করছিল একদল তরুণ। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার বিকেলে নগরের হাজারী গলি এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে পুলিশে তুলে দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফুল হককে হাজারী গলি এলাকায় দেখতে পেয়ে তাঁকে ঘিরে মারধর করতে থাকেন একদল তরুণ। মারধরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে মারধরের সময় ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ এ ধরনের স্লোগান দেন ওই তরুণেরা। এরই মধ্যে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসিফুলকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম রাতে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ছাত্রলীগ নেতা আসিফুলকে থানায় নিয়ে আসা হয়। তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো হবে বুধবার।