Prothomalo:
2025-12-14@04:38:16 GMT

চার বছর পর ফিরছেন বন জোভি

Published: 29th, October 2025 GMT

২০২২ সালের ঘটনা। কণ্ঠে গান তুলতে পারছিলেন না জন বন জোভি। বছরের পর বছর গেয়েছেন ‘ইটস মাই লাইফ’ গায়ক। হঠাৎ কী হলো, নিজেও বুঝতে পারছিলেন না। শেষে চিকিৎসকের শরণ নেন। চিকিৎসক জানালেন, বন জোভির ভোকাল কর্ড ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হবে।

আর কালক্ষেপণ করেননি, তখনই সেই অস্ত্রোপচার করান বন জোভি। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। গান থেকে অনেকটা দূরে ছিলেন। ফলে কোনো কনসার্টে তাঁকে পাওয়া যায়নি। অবশেষে তিনি সেরে উঠেছেন, চিরচেনা মঞ্চেও ফিরছেন।

চার বছর পর আগামী জুলাইয়ে ‘ফরএভার ট্যুর’–এর ঘোষণা দিয়েছে মার্কিন রক ব্যান্ড বন জোভি। ঘোষণার পর থেকেই কনসার্টের টিকিট পেতে হুড়োহুড়ি শুরু করেছেন অনুরাগীরা। ৭ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন থেকে ট্যুরটি শুরু হবে। এই ভেন্যুতে চারটি শো করার পর এডিনবরা, ডাবলিন ও লন্ডনেও গাইবে ব্যান্ডটি।

মার্কিন টেলিভিশন টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী এই রক তারকা বলেন, ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, রাতের পর রাত আমি আড়াই ঘণ্টার শো করতে পারব। যদি না পারতাম, আমি করতাম না।’

আরও পড়ুনআত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন বন জোভি১২ সেপ্টেম্বর ২০২৪চার বছর পর আগামী জুলাইয়ে ‘ফরএভার ট্যুর’–এর ঘোষণা দিয়েছে মার্কিন রক ব্যান্ড বন জোভি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন বন জ ভ র বছর

এছাড়াও পড়ুন:

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খাগড়াছড়ির নারীদের ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে তারা নানা কৌশল অবলম্বন করছেন। 

সেই ঢেউ থেকে খাগড়াছড়িও বাদ পড়েনি। তবে নির্বাচন নিয়ে ভোটারদেরও কিছু ভাবনা রয়েছে। বিশেষ করে নারী ভোটাররা কী ভাবছেন? কেমন প্রার্থী চান তারা?

পার্বত্য জেলা খাগড়াছড়ি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা আর ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। পুরো জেলাজুড়ে সংসদীয় আসন মাত্র একটি। আসন নম্বর ২৯৮।

এই জেলায় পাহাড়ি-বাঙালী মিলে বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস। ভোটারের অনুপাতে নারী ভোটার পুরুষের প্রায় কাছাকাছি। সামনে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেমন প্রার্থীকে ভোট দেবেন ভাবছেন খাগড়াছড়ির নারীরা?

খাগড়াছড়ি সদরের কলেজ পাড়া এলাকার নারী নেত্রী নমিতা চাকমা ও ঠাকুরছড়া গ্রামের শেফালি ত্রিপুরা, গোলাবাড়ী এলাকার ক্রইসাউ মারমা বলেন, “এমন একজন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, যিনি জয়যুক্ত হলে নারীরা নিরাপদে চলতে পারবেন। নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন সর্বোপরি যিনি নারীদের মর্যাদা রক্ষার জন্য কাজ করবেন, সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই।

তিনি আরো বলেন, “যেহেতু পার্বত্য জেলা হওয়ায় এখানে যেহেতু পাহাড়ি–বাঙালী বসবাস করেন সেই সম্প্রীতির কথাও বলেছেন অনেকেই। যিনি পাহাড়কে শান্ত রাখতে চান বা রাখতে পারবেন সেই ধরনের প্রার্থীও চান তারা।”

সব মিলিয়ে যিনি পাহাড়ের শান্তি সম্প্রীতি ও নারীদের নিরাপত্তাসহ শিক্ষা, স্বাস্থ্য কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন সেই ধরনের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে চান এখানকার নারী ভোটাররা।

তবে নতুন নারী ভোটারদের ভাবনা খানিকটা অন্যরকম। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের তিশা চাকমা ও টিপলি চাকমা প্রথমবার ভোট দেবেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা দেবেন এবং চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন সেই ধরনের প্রার্থীকে ভোট দেবেন।

খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া নিবাসী ঢাকা ইডেন এর ছাত্রী হৃদিতা চাকমা বলেন, “নারীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সর্বপরি নিরাপত্তার ব্যবস্থা করবেন সেই প্রার্থীকে ভোট দিব।”

এবার ২৭ হাজার ৪৯৩ জন নতুন ভোটারসহ এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। তারমধ্যে নারী ভোটার ২,৬৭,৬৭১ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার চার জন।

ঢাকা/রূপায়ন/এস

সম্পর্কিত নিবন্ধ