অনেক দিন পর ঢালিউডে ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত। ‘দম’ সিনেমার আয়োজনের মধ্য দিয়ে আবারও সেই শব্দটি ফিরল চলচ্চিত্রপাড়ায়। মূলত শুটিং শুরুর আগে মহরতের মাধ্যমে প্রযোজক–পরিচালক–শিল্পী–কুশলীরা তাঁদের শুভানুধ্যায়ী ও দর্শকের দোয়া নিয়ে নির্মাণযাত্রা শুরু করেন। বুধবার ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত ‘দম’–এর মহরতে জানানো হয় শুটিং প্রস্তুতি, শিল্পী–কুশলীদের পরিচিতি ও নির্মাণসংক্রান্ত নানা তথ্য।

কাজাখস্তানে শুটিং
‘দম’ পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। তিনি জানান, সিনেমার শুটিং শুরু হবে কাজাখস্তানে। ইতিমধ্যে সেখানে লোকেশন দেখা শেষ করেছেন নির্মাতা, প্রযোজক ও অভিনেতারা। কেন কাজাখস্তান? জানতে চাইলে রনি বলেন, ‘আমরা দুর্গম কিছু স্থানে শুটিং করব, আর এখন সেখানে আবহাওয়াও বেশ প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা একসঙ্গে পাচ্ছি বলেই সেখানে কাজ করতে যাচ্ছি। আপনাদের দোয়া নিয়ে এই যাত্রা শুরু করতে চাই।’

এক দমে দম
‘দম’–এর প্রযোজক এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘শুটিং শুরু করার আগে সবার দোয়া নিতেই এ আয়োজন। আমরা এবার এক দমে সিনেমাটি শেষ করতে চাই। শুটিং শুরুতে দেরি হয়েছে। কারণ, এটি বেশ কঠিন একটি গল্পের কাজ। আমরা যেন সঠিকভাবে এটি শেষ করে দর্শকদের সামনে হাজির হতে পারি—এই দোয়া চাই।’

চিত্রনাট্য ও গল্প
মহরতে নির্মাতা রেদওয়ান রনি পরিচয় করিয়ে দেন ‘দম’–এর চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল–আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদকে। আরেক চিত্রনাট্যকার রবিউল আলম দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি। রনি বলেন, ‘একটি ভালো চিত্রনাট্য ছাড়া সিনেমা তৈরি করা যায় না। “দম” যেহেতু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, তাই কী পরিমাণ বাস্তব অংশ রাখা যাবে, কোথায় কল্পনার সংযোজন হবে—পুরো প্রক্রিয়াটাই ছিল কঠিন। সবকিছু ধীরে ধীরে বিকশিত হয়েছে, শেষ পর্যায়ে কিছু পরিবর্তনও আসতে পারে।’

মহরতে নির্মাতা রেদওয়ান রনি পরিচয় করিয়ে দেন ‘দম’–এর চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল–আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ত রন ট য

এছাড়াও পড়ুন:

পালকি চড়ে পূজা এলেন, বরণ করলেন চঞ্চল-নিশো

চার বেহারার কাঁধে দুলছে পালকি। হারিয়ে যাওয়া বাঙালির ঐতিহ্যের স্মারক পালকিতে চড়ে হাজির হলেন চিত্রনায়িকা পূজা চেরি। তার পরন লাল শাড়ি, একেবারে নববধূ সাজে মন ভোলানো উপস্থিতি। অন্যদিকে, তাকে বরণের জন্য দাঁড়িয়ে আছেন দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। মুহূর্তেই যেন পুরো পরিবেশ ভরে উঠল সিনেমার দৃশ্যের মতো এক বাস্তব আবহে। 

এটি কোনো বিয়ের আয়োজন নয়—এ দৃশ্য ছিল রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠানে। দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন এই নির্মাতা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মহরত বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে। 

আরো পড়ুন:

১১০০ কোটি টাকা বাজেট: আইটেম কন্যা পূজার পারিশ্রমিক কত?

পূজামণ্ডপে যেন ধ্বণিত হচ্ছে গাজার শিশুদের আর্তনাদ

এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো—ঘোষণার পর থেকেই শোবিজপাড়ায় ছিল তুমুল কৌতূহল, “নায়িকা কে হচ্ছেন?” গুঞ্জনে একসময় ভেসে আসে মেহজাবীন চৌধুরীর নামও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, চঞ্চল-নিশোর সঙ্গী হচ্ছেন পূজা চেরি। 

রেদওয়ান রনি জানান, বাস্তব জীবনের একটি ঘটনাকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘দম’। রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেলে ভিন্ন ঘরানার এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে।  

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে ‘দম’-এর এই পালকিযাত্রা যেন ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল জাগিয়েছে। চঞ্চল-নিশো-পূজার নতুন রসায়ন বড় পর্দায় কেমন দম দেবে, সেটাই এখন অপেক্ষার বিষয়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ‘দম’ নিতে ২০ কেজি ওজন কমাচ্ছেন নিশো
  • পালকিতে এসে ‘দম’–এ যোগ দিলেন পূজা
  • পালকি চড়ে পূজা এলেন, বরণ করলেন চঞ্চল-নিশো