উসমানীয় জেরুজালেমের স্মৃতিবিজড়িত খালিদি লাইব্রেরি
Published: 30th, October 2025 GMT
জেরুজালেমের ‘ওল্ড সিটি’তে পাথরে বাঁধানো অলিগলির ভেতরে দাঁড়িয়ে আছে সময়ের এক নীরব সাক্ষী—খালিদি লাইব্রেরি। ১৯০০ সালে পুরোনো জেরুজালেমে আল–আকসা মসজিদের কাছে বাব আল-সিলসিলা রোডে অটোমান শাসনামলে এটি গড়ে তোলা হয়। প্রতিষ্ঠাতা হাজি রাগিব আল-খালিদি ও তাঁর পরিবার। পরিবারের নিজস্ব উদ্যোগে সংগৃহীত পাণ্ডুলিপিগুলো একত্র করে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন খালিদি। শুরু থেকেই এ সংগ্রহ—গবেষক, ইতিহাসবিদ ও বিশিষ্ট পাঠকের জন্য উন্মুক্ত ছিল।
উসমানীয় যুগে খালিদি পরিবারের বহু সদস্য বিচারপতি, আলেম ও প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। তাঁরা সে সময় জেরুজালেমের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের নেতৃত্ব দিতেন। এই লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে ঐতিহ্য ও জ্ঞানচর্চাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করেছেন।
লাইব্রেরির সংগ্রহে আছে হাজার বছরের পুরোনো—দর্শন, জ্যোতির্বিজ্ঞান, কবিতা ও ইতিহাসের অমূল্য সব হাতে লেখা পাণ্ডুলিপি। কিছু কপি সোনালি কালিতে অলংকৃত। এখানে সংরক্ষিত হাতে লেখা ১২ শতাধিক পাণ্ডুলিপি ফিলিস্তিনি ও আরবি বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে ধারণ করছে। একই সঙ্গে জেরুজালেমের বৌদ্ধিক সংস্কৃতিরও প্রমাণ বহন করে চলেছে। অবশ্য এককভাবে শুধু ফিলিস্তিনিদের বা আরবি সাহিত্যের গৌরবেরই নয়, একই সঙ্গে এটি ফারসি ও তুর্কি ভাষাভিত্তিক জ্ঞানচর্চারও মিলনস্থল।
উসমানীয় যুগে খালিদি পরিবারের বহু সদস্য বিচারপতি, আলেম ও প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। তাঁরা সে সময় জেরুজালেমের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের নেতৃত্ব দিতেন। এই লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে ঐতিহ্য ও জ্ঞানচর্চাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করেছেন।খালিদি লাইব্রেরি, সাম্প্রতিক ছবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। তিনটি পৃথক জরিপে মামদানিকে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দুজনের বিরুদ্ধে প্রতিযোগিতা বেড়েছে। মামদানি কুমোর চেয়ে মাত্র ১০ শতাংশ এগিয়ে। মামদানির সমর্থন ৪৩ শতাংশ আর কুমোর ৩৩ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থন ১৪ শতাংশ।
কয়েক সপ্তাহ আগের জরিপে মামদানির সমর্থন ছিল ৪৬ শতাংশ, কুমোর ৩৩ শতাংশ। তবে মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কুমোর অবস্থান কিছুটা শক্ত হয়েছে।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মেরি স্নো বলেন, ‘জোহরান মামদানি বর্তমানে অ্যান্ড্রু কুমোর চেয়ে ১০ শতাংশ এগিয়ে আছেন, কার্টিস স্লিওয়ার অনেক পিছিয়ে। তবে এখনো একটি অনিশ্চয়তা রয়ে গেছে। সম্ভাব্য ভোটারদের মধ্যে যাঁরা এখনো সিদ্ধান্ত নেননি, তাঁদের হার কুমোর ক্ষেত্রে কিছুটা বেড়েছে, যা শেষ মুহূর্তে ফল পরিবর্তনের সুযোগ তৈরি করছে।’
তবে এমারসন কলেজ, পিক্স ১১ ও দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে, মামদানি স্বতন্ত্র প্রার্থী কুমোর চেয়ে অনেক বেশি ব্যবধানে এগিয়ে আছেন। তাঁদের মধ্যকার ব্যবধান ২৫ শতাংশ। এই জরিপে মামদানি পেয়েছেন ৫০ শতাংশ সমর্থন, কুমো ২৫ শতাংশ।
ওই জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ২১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন, যা মামদানিবিরোধী ভোটকে কুমো ও স্লিওয়ার মধ্যে ভাগ করে দিয়েছে। স্লিওয়ার সমর্থন অন্য জরিপগুলোর তুলনায় বেশি।
গত মাসে এমারসন কলেজের আগের জরিপের তুলনায় মামদানির সমর্থন ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে মামদানির সমর্থন ৫০ শতাংশ। অন্যদিকে কুমোর সমর্থন ৩ শতাংশ কমে ২৫ শতাংশে নেমেছে। স্লিওয়ার সমর্থন দ্বিগুণ বেড়ে ১০ থেকে ২১ শতাংশ হয়েছে।
ডেমোক্রেটিক প্রাইমারিতে কুমোকে পরাজিত করার পর কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে জোহরান মামদানির সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর সমর্থন ৫০ শতাংশ থেকে লাফিয়ে ৭১ শতাংশে পৌঁছেছে, যা একটি গুরুত্বপূর্ণ ভোটারগোষ্ঠীর দৃঢ় সমর্থন প্রতিফলিত করে। এদিকে মারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়নের সর্বশেষ জরিপে দেখা গেছে, মামদানি কুমোর চেয়ে ১৬ শতাংশ এগিয়ে আছেন তাঁদের সমর্থন যথাক্রমে ৪৮ শতাংশ ও ৩২ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পেয়েছেন ১৬ শতাংশ ভোটারের সমর্থন।
তরুণদের মধ্যে জনপ্রিয় মামদানিমারিস্ট জরিপে দেখা গেছে, ৪৫ বছরের নিচের তরুণ ভোটারদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা। এই গোষ্ঠীতে তাঁর সমর্থন ৬৪ শতাংশ, যেখানে কুমোর পক্ষে মাত্র ২১ শতাংশ। তবে ৪৫ বছরের ঊর্ধ্ব ভোটারদের মধ্যে প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি। কুমোর সমর্থন ৩৯ শতাংশ এবং মামদানি ৩৮ শতাংশ সমর্থন পেয়েছেন। উদারপন্থী ভোটারদের মধ্যে মামদানি বড় ব্যবধানে এগিয়ে থাকলেও মধ্যপন্থী ভোটারদের মধ্যে কুমো সামান্য এগিয়ে। অন্যদিকে রক্ষণশীল ভোটারদের ৪৫ শতাংশ সমর্থন পেয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া—যা মামদানি ও কুমোর চেয়েও বেশি।
ইহুদি ভোটারদের সমর্থন ধরে রেখেছেন মামদানিআগামী ৪ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই জোহরান এমন এক সূক্ষ্ম ভারসাম্যের পথে হাঁটছেন, যেখানে একদিকে রয়েছে তাঁর দীর্ঘদিনের ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনপন্থী অবস্থান, অন্যদিকে তিনি বিশাল ইহুদি জনগোষ্ঠীর সমর্থন আদায়েও কাজ করে যাচ্ছেন। জোহরানের প্রতি সমর্থন জানিয়েছে একাধিক প্রগতিশীল ইহুদি সংগঠন। যেমন বেন্ড দ্য আর্ক, জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি) অ্যাকশন এবং জিউস ফর রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস (জেএফআরইজে)। এসব সংগঠন প্রকাশ্যে গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেছে এবং জোহরানের প্রচারে মাঠে নেমেছে। জরিপে দেখা যাচ্ছে, নিউইয়র্কে বসবাসরত ইহুদি ভোটারদের মধ্যে জোহরান মামদানিই সবচেয়ে এগিয়ে আছেন। গত জুলাইয়ে জেনিথ রিসার্চ পরিচালিত এক জরিপে দেখা যায়, জোহরান ইহুদি ভোটারদের মধ্যে ১৭ শতাংশ এগিয়ে আছেন। বর্তমানে এখনো তাঁর সমর্থন ১০ শতাংশ বেশি।
 ইংল্যান্ডে পৌঁছে হামজা বললেন, ‘পরিশ্রম করেছি, ফল আসেনি’
ইংল্যান্ডে পৌঁছে হামজা বললেন, ‘পরিশ্রম করেছি, ফল আসেনি’