ঢাকাসহ সারা দেশে এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪৯
Published: 30th, October 2025 GMT
ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ধারালো অস্ত্র, বিস্ফোরক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনের ইউনিটগুলো ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসব যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ১৪৯ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। আটক করা অপরাধীদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৮টি ম্যাগাজিন, ২৬টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৭টি গুলির খোসা, সাড়ে চার কেজির বেশি বিস্ফোরক, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় অগ্নিনির্বাপণে সহায়তার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ জানানো হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “নির্বাচনে প্রতি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। ১৩ জনের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) এবং দুইজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) থাকবেন। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার সদর দপ্তরের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 তিনি জানান, পিসি ও এপিসিগণ (৩ জন) অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। অন্যান্য আনসার-ভিডিপি সদস্যরা লাঠিসহ ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। 
কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ৬টির বেশি হলে প্রতি বুথ প্রতি অতিরিক্ত আরও একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে পুলিশ, বিজিবি এবং সশস্ত্র বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবেন। প্রায় ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাধারণত নির্বাচনের আগের এক দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী এক দিনসহ মোট ৩ দিনের জন্য ভোটকেন্দ্র এবং এর আশেপাশের এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তাদের মোতায়েন করা হবে।”
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের চাবি সংশ্লিষ্ট সদস্যদের হাতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।
ঢাকা/এমআর/ইভা
 ইংল্যান্ডে পৌঁছে হামজা বললেন, ‘পরিশ্রম করেছি, ফল আসেনি’
ইংল্যান্ডে পৌঁছে হামজা বললেন, ‘পরিশ্রম করেছি, ফল আসেনি’