টি-টোয়েন্টিতে অভিষেকে রেকর্ড সেঞ্চুরি, ৯৪ রানই বাউন্ডারি থেকে
Published: 8th, December 2025 GMT
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ হায়দরাবাদে সার্ভিসেস দলের বিপক্ষে বরোদার হয়ে ৫৫ বলে ১১৪ রান করেছেন অমিত পাসি। ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে এটি যৌথভাবে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সার্ভিসেসের বিপক্ষে বরোদার ১৩ রানে জয়ের এ ম্যাচে নিজের ইনিংসে ১০টি চার ও ৯টি ছক্কা মারেন অমিত। অর্থাৎ বাউন্ডারি থেকেই করেছেন ৯৪ রান!
পাসি ছুঁয়েছেন পাকিস্তানের বিলাল আসিফের রেকর্ড। ২০১৫ সালে ফয়সালাবাদে সুপারএইট টি-টোয়েন্টি কাপে বিলাল শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে অ্যাবোটাবাদ ফ্যালকনসের বিপক্ষে ৪৮ বলে ১১৪ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে ৫ টেস্ট ও ৩টি ওয়ানডে খেলা এই ব্যাটিং অলরাউন্ডার অভিষেকে ৩৪ বলে ফিফটির পর ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন। অমিত ৪৪তম বলে ছক্কা মেরে সেঞ্চুরি তুলে নেন। তার আগে ফিফটি পান ২৪ বলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিতেশ শর্মা ভারতের জাতীয় দলে ডাক পাওয়ায় তাঁর জায়গায় বরোদার একাদশে সুযোগ পান অমিত।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে অমিত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুরোনো আধিপত্যবাদী রাজনীতির ‘নতুন খেলোয়াড়’ হতে চাইছে জামায়াত: এনসিপি
জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরোনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে আবির্ভূত হতে চাইছে। এটি দেশের জন্য অশুভ সংকেত।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ কথা বলেছে। দলের পক্ষে এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
গত শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এনসিপি নেতা আখতার হোসেন বলেন, ‘নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয়নি, এর মধ্যে বিএনপি-জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে, সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।’
এই বক্তব্যকে ‘অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক’ আখ্যা দিয়ে গতকাল রোববার জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আখতার হোসেনের মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা আশা করি, তিনি তাঁর ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন।...অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না।’
জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান আজ এনসিপি বলেছে, এই বিবৃতি বাস্তবতাবিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। ৬ ডিসেম্বর এনসিপির সদস্যসচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণনির্ভর যে মন্তব্য করেন, তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল।
এনসিপি বলছে, ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামীর কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র-গুলিসহ তাঁকে গ্রেপ্তার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয়।
আরও পড়ুনবিএনপি–জামায়াত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায়: আখতার০৬ ডিসেম্বর ২০২৫এনসিপি আরও বলেছে, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। এনসিপি জামায়াতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে।