নরসিংদীতে দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
Published: 8th, December 2025 GMT
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত হয়েছে। উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দড়িগাঁও এলাকায় সংঘর্ষ হয়। মৃত যুবকের নাম মামুন মিয়া (২৫)। তিনি কুয়েতপ্রবাসী। মাত্র ১৫ দিন আগে দেশে আসেন।
আরো পড়ুন:
লাখাইয়ে জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব
নিহত মামুন মিয়া দড়িগাঁও এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিলক্ষা এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহীদ মেম্বার পক্ষ ও ফেলু মিয়া পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার (৮ ডিসেম্বর) সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার জামাতার সঙ্গে মামুনের কথাকাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে দুই পক্ষ সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং একে অপরের দিকে গুলি ছোড়ে। এতে মামুনসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় মামুনসহ তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। তার বাবা আব্দুল আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।’’
ঢাকা/হৃদয়/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ন হত স ঘর ষ
এছাড়াও পড়ুন:
রাজশাহী জেলা এনসিপির কমিটি পুনর্গঠনের দাবি একাংশের নেতাদের
রাজশাহী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাংশ সংবাদ সম্মেলন করেছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজশাহী নগরের সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা এনসিপির সদ্যঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। তিনি বলেন, ‘‘ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য রাজশাহী এনসিপিকে নিয়ে যে নোংরামি চলছে, সেটি আমরা বরদাশত করব না। আমাদের ক্লিয়ার মেসেজ, এনসিপি আপনারা রাজশাহীতে প্রতিষ্ঠিত বা পরিচিত করেননি। এনসিপি প্রতিষ্ঠায় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার প্রতিটি ভাইয়ের শ্রম, ঘাম, পরিশ্রম ও ত্যাগ রয়েছে। এ দলটিকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন। তা না হলে, কালো শক্তির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের রাজশাহী থেকে বিতাড়িত করা হবে।’’
আরো পড়ুন:
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জনকে শোকজ
এনসিপিসহ তিন দলের নির্বাচনি জোট ঘোষণা বিকেলে
লিখিত বক্তব্যে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজু আরো বলেন, ‘‘একটা প্রশ্ন প্রিয় কেন্দ্রীয় ভাইদের কাছে, যোগ্যতা কি বয়সের মাপকাঠিতে হয়? যদি হতো, তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করত না। প্রিয় ভাইয়েরা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন, আর আমরা রাজশাহীতে, পার্থক্য এটাই। আফসোস যারা নিজের জন্য রাজনীতি করে, তারাই আজ যোগ্য বলে বিবেচিত হয়েছে, মাঠে ময়দানে লড়াই সংগ্রামে না থেকেও।’’
তিনি বলেন, ‘‘আমরা তরুণ প্রজন্ম রাজশাহীতে এনসিপি নিয়ে সম্ভাবনা ও সুন্দর স্বপ্ন দেখি। ব্যক্তি স্বার্থের জন্য দলটাকে ধ্বংস করবেন না। কেন্দ্রের কাছে অনুরোধ, রাজশাহী জেলা কমিটি যোগ্যতার ভিত্তিতে পুনঃমূল্যায়ন করবেন এবং যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলো সমাধান করবেন। অন্যথায় আমাদের ছুটি দিবেন। আমরা কোনো কালো শক্তি, লোভ লালসা ও ক্ষমতার চেয়ারের জন্য নিজেদের আদর্শকে বিসর্জন দিতে চাই না।’’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক ইফাত উদ্দিন আবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা প্রতিনিধি আব্দুল বাসির, এনসিপির জেলার সদস্য নিজাম উদ্দিন রাজা, আজিজুল ইসলাম প্রমুখ।
এনসিপির রাজশাহী জেলা কমিটি ঘোষণার পর থেকে দলটির একটি অংশ আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগে জেলার আহ্বায়ক সাইফুলকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে কর্মসূচি ও পাল্টা কর্মসূচির মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী জেলা ও মহানগর। এসব ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৫ জনকে বিশৃঙ্খলার দায়ে শোকজও করেছে। শোকজের পরদিনই এই সংবাদ সম্মেলন করল জেলা এনসিপির একাংশ।
ঢাকা/কেয়া/বকুল