∎ জুনিয়র বৃত্তি পরীক্ষার সিলেবাস হাতের কাছে রাখতে হবে। যখন প্রয়োজন, তখন যেন তুমি তা দেখে নিতে পারো।
∎ সিলেবাসের নির্ধারিত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নের ধারায় বেশ কিছু পরিবর্তন আছে, সেদিকে গুরুত্ব দিতে হবে।
∎ গণিতে ভালো করতে হলে প্রতিদিন অনুশীলন করতে হবে। এতে সাধারণ ভুলগুলো বেরিয়ে আসবে। আর দ্রুত ভুলগুলো সমাধান করে নিতে পারবে।
∎ ইংরেজি বিষয়ে বেশি গুরুত্ব দেবে। কারণ, ইংরেজিতে মোট ১৬টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
∎ ইংরেজি গ্রামারে শিক্ষার্থীরা বেশি ভুল করে থাকে। তাই গ্রামার অনুশীলনে বেশি সতর্কতা অবলম্বন করবে।
∎ বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় মিলে ১০০ নম্বরের সিলেবাস। তাই এটি বেশ বড়। পড়তেও হবে বেশি। প্রস্তুতিও নিতে হবে ভালোভাবে।
∎ বাংলা বিষয়ে সিলেবাস দেখে দরকারি বিষয়গুলো পড়বে; যাতে সঠিকভাবে প্রশ্নের উত্তর করতে পারো।
∎ কোনো বিষয়ে বানান ভুল করা যাবে না। বানান ভুল করলে লেখার মান কমে যায়।
∎প্রতিটি বিষয় এখন থেকেই মনোযোগ দিয়ে রিভিশন করবে।
রহিমা আক্তার
প্রধান শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধর্ম অবমাননার অভিযোগে তিতুমীর কলেজের শিক্ষার্থী রিমান্ডে
ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মণের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানির জন্য বিশ্বজিৎকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী গুলজার হোসেন বলেন, ‘প্রেমঘটিত বিষয় নিয়ে আসামির সঙ্গে বিরোধ থাকায় বাদী তাঁর বিরুদ্ধে এ মামলা করেছেন। মামলার অভিযোগ মিথ্যা।’
বিশ্বজিৎ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তাঁর আইনজীবী আরও বলেন, ‘গ্রেপ্তারের পর পুলিশ তাঁর (বিশ্বজিৎ) মোবাইল ও ল্যাপটপ জব্দ করেছে। তিনি যদি কিছু করে থাকতেন, সেখানেই তা পাওয়ার কথা। নতুন করে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, ‘গত ছয় মাসে ধর্ম অবমাননার যে ঘটনা ঘটেছে, গত ১৫ বছরেও তা ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব ধর্ম অবমাননার ঘটনা ঘটানো হচ্ছে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিশ্বজিৎকে মারধরের পর পুলিশের কাছে তুলে দেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। ওই দিনই তাঁর বিরুদ্ধে মামলা করেন একই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ সাব্বির।
মামলার অভিযোগে বলা হয়, ‘ফারিয়া আক্তার’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত ২২ নভেম্বর মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করা হয়। বাদী বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানান। একপর্যায়ে তাঁরা ওই আইডির ব্যবহারকারী হিসেবে বিশ্বজিৎকে শনাক্ত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।