সিনেমা–সিরিজে জমজমাট ওটিটি, কী দেখবেন এই সপ্তাহে
Published: 11th, January 2025 GMT
‘বেসুরা’ (২ষ)
ধরন: অ্যানথোলজি সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
উঁচু-নিচু পথ, টিলা, তার মধ্যে আবার ঝরনা, জলাধার; সবুজে ঘেরা পরিবেশ। অদ্ভুত সৌন্দর্যের মধ্যে বসবাস কিছু মানুষের। তারাও প্রকৃতির মতোই সুন্দর। সবার কণ্ঠেই সুর। ছন্দময় তাদের কথা। হঠাৎ সেই লোকালয়ে পাওয়া যায় একটি ছোট মেয়েকে, যার কণ্ঠে সুর নেই। সেই গ্রামে কণ্ঠে সুর না থাকা একটা অভিশাপ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একই রকম ট্যাটু, জাংকুক–উইন্টারের প্রেমের গুঞ্জন
হাতের একই জায়গায় একই রকম ট্যাটু করেছেন বিটিএস তারকা জাংকুক ও আসপা তারকা উইন্টার। ৫ ডিসেম্বর দুজনের ট্যাটুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কেউ কেউ বলছেন, এটি একধরনের ‘কাপল ট্যাটু’। ট্যাটুতে তিনটি কুকুরের ছানার মুখাকৃতি দেখা গেছে।
জোড়া ট্যাটুকে কেন্দ্র করে জাংকুক ও উইন্টারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, চুপিসারে প্রেম করছেন তাঁরা। দাবির পেছনে বেশ কিছু ‘প্রমাণ’ তুলে ধরছেন অনেকে।
জাংকুক