ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল বুধবার। এই প্রতিষ্ঠানে ৩ ক্যাটাগরির পদে ৪৭ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: কমপ্লেইন সুপারভাইজার
পদসংখ্যা: ১২
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি। গ্রাহকসেবা/ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৭,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,৫০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

২.

পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা/ বাণিজ্য বিভাগে স্নাতক বা সমতূল্য ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতূল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে জ্ঞান থাকলে ভালো। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৪,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,০০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।

৩. পদের নাম: সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২০
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। পাওয়ার টেকনোলজি/ ইলেকট্রিক্যাল টেকনোলজি/মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতূল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন-ভাতা: মাসিক মূল বেতন ২৫,০০০ টাকা। মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা (তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ), মূল বেতনের ১০ শতাংশ হারে চিকিৎসা ভাতা অথবা ন্যূনতম ২,০০০ টাকা ও মাসে ৩,০০০ টাকা যাতায়াত ভাতা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধাদি এবং চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন।
বয়স: ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। ডিপিডিসির নিজস্ব কর্মীদের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে আবারও বড় নিয়োগ, পদ ৫৬১২৫ ডিসেম্বর ২০২৪

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর ও শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি

ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা মেনে আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১,০০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫।

আরও পড়ুন৯ ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪০১ জানুয়ারি ২০২৫আরও পড়ুনমেঘনা পেট্রোলিয়ামে বড় নিয়োগ, পদ ১৪৭০২ জানুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা