স্ত্রী-সন্তানসহ শেখ হাসিনার একান্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 15th, January 2025 GMT
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীর আলম, তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম এবং দুই ছেলে মুহতাসিম আলম ও মুনতাসিম আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত।
আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও স্বাস্থ্য বিভাগের সচিব (বাধ্যতামূলক অবসরে) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে ১৫ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচার সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন আছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ আশঙ্কা আছে। এজন্য তাদের বিদেশগমন রোধ করা একান্ত প্রয়োজন।
দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমেরিকা বিশ্বাসঘাতকতা করতে পারে: ফরাসি প্রেসিডেন্ট
ইউরোপীয় নেতাদের সতর্ক করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন বলেছেন, “নিরাপত্তার গ্যারান্টি সম্পর্কে অবস্থান স্পষ্ট না করেই আমেরিকা ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।”
জার্মান ম্যাগাজিন ডের স্পিগেল ইউরোপীয় নেতাদের মধ্যে সাম্প্রতিক একটি ফাঁস হওয়া গ্রুপ ফোনালাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা কলটির সারসংক্ষেপসহ একটি ইংরেজি নোট পেয়েছে।
স্পিগেল জানিয়েছে, ম্যাক্রঁন আলোচনার উত্তেজনাপূর্ণ মুহূর্তটিকে জেলেনস্কির জন্য ‘একটি বড় বিপদ’ বলে উল্লেখ করেছেন। ফোনের অপরপ্রান্তে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ প্রতিউত্তরে বলেছেন, ইউক্রেনীয় নেতাকে ‘খুব সতর্ক’ থাকতে হবে।
মের্জ বলেছেন, “তারা আপনার এবং আমাদের সবার সাথেই খেলা খেলছে।”
স্পিগেল জানিয়েছে, অন্যান্য ইউরোপীয় নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাব বলেছেন, “আমাদের ইউক্রেন এবং ভলোদিমিরকে এই লোকদের সাথে একা ছেড়ে দেওয়া উচিত নয়।”
এমনকি ন্যাটো মহাসচিব মার্ক রুট - যিনি জনসমক্ষে ট্রাম্পের প্রশংসা করেন - তিনিও বলেছেন, আলেকজান্ডারের সাথে তিনি একমত যে ‘আমাদের ভলোদিমিরকে রক্ষা করতে হবে।”
জেলেনস্কির একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া জার্মান চ্যান্সেলর মের্জের অফিস এবং ফ্রান্সের এলিসি প্যালেস ম্যাক্রঁনের উদ্ধৃতিগুলোর বিরোধিতা করেছে।
কিন্তু ডের স্পিগেল জানিয়েছে, তারা ফোনকলের ‘বেশ কয়েকজন’ অংশগ্রহণকারীর সাথে কথা বলেছে। তারা ফোনকলের ব্যাপারটি নিশ্চিত করেছে।
ঢাকা/শাহেদ