স্ত্রী-সন্তানসহ শেখ হাসিনার একান্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 15th, January 2025 GMT
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীর আলম, তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম এবং দুই ছেলে মুহতাসিম আলম ও মুনতাসিম আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত।
আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও স্বাস্থ্য বিভাগের সচিব (বাধ্যতামূলক অবসরে) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে ১৫ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচার সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন আছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ আশঙ্কা আছে। এজন্য তাদের বিদেশগমন রোধ করা একান্ত প্রয়োজন।
দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে প্রকার ভেদে খুচরা বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৩০ টাকা। চাহিদা তুলনায় বাজারে আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। তারা জানান, ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করলে এই পণ্যটির দাম কমতে শুরু করবে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাজারে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিনদিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রকার ভেদে ৮০ থেকে ৯০ টাকা, বর্তমান দাম বৃদ্ধি পেয়ে তা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। নতুন মুড়ি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ দিল এপেক্স ফুটওয়্যার
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল খালেক বলেন, “তিন দিন আগে ৯০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছিলাম, আজ তা ১২০ টাকা কেজিতে কিনলাম। এভাবে দাম বাড়লে আমরা সাধারণ মানুষ চলব কি করে?”
হিলি বাজারে সবজি ব্যবসায়ী রুবেল শেখ বলেন, “কয়েকদিন আগেও পেঁয়াজের দাম অনেক কম ছিল, বর্তমান বাজারে এই পণ্যটির দাম বেশি। আমরা পাইকারি কিনে তা ১২০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।”
হিলি বাজারে পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “দেশে যে সব মোকাম থেকে আমরা পেঁয়াজ পাইকারি কিনে আনি, ওইসব মোকামে পেঁয়াজের আমদানি কমে গেছে। তাই দামও বৃদ্ধি পেতে শুরু করেছে। সামনে রমজান মাস, সরকার যদি পেঁয়াজের আমদানির অনুমতি দেয় তাহলে পেঁয়াজের দাম একেবারে কমে যাবে।”
ঢাকা/মোসলেম/মাসুদ