ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী। এদের মধ্যে সভাপতি পদে জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন মো. নাসিমুল হাসান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলের অন্য প্রার্থীরা হলেন– সহসভাপতি পদে মো.

নুর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. হাসান সিকদার ও মিজানুর রহমান মুবিন, সম্পাদক ভিজিল্যন্স মাহেব হোসেন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন (২), সম্পাদক (ভর্তি) মো. শাহজাহান, সম্পাদক (লাইব্রেরি) আল আমিন হাওলাদার, নির্বাহী সদস্য পদে এওয়াইএ সাইয়েদ ও মো. মাসুম হাওলাদার। আগামী ৩০ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী শাহাদাৎ হোসেন বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঝালকাঠি বার লাইব্রেরিতে বোমা হামলা করে তাদের মিথ্যা মামলায় আসামি করেছে। এর পর আর কোনো নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আইনজ ব

এছাড়াও পড়ুন:

ইনুর আবেদন খারিজ, আনুষ্ঠানিকভাবে বিচার শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে গঠন করা আনুষ্ঠানিক অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। এর মধ্য দিয়ে ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই মামলার বিচার চলছে। আজ রোববার ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২ নভেম্বর এ মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তারপর এই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন ইনুর আইনজীবী। পুনর্বিবেচনার আবেদন ২৭ নভেম্বর অনির্ধারিত তারিখে বাতিলের আরজি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন ইনুর আইনজীবী। উভয় পক্ষে শোনার পর আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

এরপর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ মামলার একমাত্র আসামি ইনু। তিনি গ্রেপ্তার আছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান প্রশ্নে রুল
  • ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব
  • কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ কেন বাতিল হবে না, সাবেক ১১ কর্মীর বকেয়া পরিশোধের নির্দেশ
  • টিউলিপ–রেহানা–হাসিনার মামলায় প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি: দুদকের আইনজীবী
  • ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি নেতানিয়াহুর
  • নারী ফুটবল দলের প্রতি বৈষম্য বন্ধে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়েছেন হাইকোর্ট
  • কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
  • বিপিএল নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটারদের রিট খারিজ
  • ঘরে বসেই হাজিরা, মিলবে মামলার রায়সহ যাবতীয় তথ্য
  • ইনুর আবেদন খারিজ, আনুষ্ঠানিকভাবে বিচার শুরু