Risingbd:
2025-09-18@04:06:12 GMT

বিপিএল: খেলার চেয়ে ধূলা বেশি

Published: 26th, January 2025 GMT

বিপিএল: খেলার চেয়ে ধূলা বেশি

মিজানুর রহমান নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন! দুর্বার রাজশাহী তাকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিলেও দশ ম্যাচে ডাগ আউটে বসিয়ে রেখেছিল। নিয়মিত মাঠে আসছিলেন, অনুশীলন করছিলেন, সিলেট-চট্টগ্রামও ঘুরে এসেছেন। যাক এগারতম ম্যাচে অন্তত তার সুযোগ হলো।

এজন্য সতীর্থ রায়ান বার্ল, মার্ক ডেয়াল, মিগুয়েল কামিন্স ও মোহাম্মদ হারিসকে ধন্যবাদ দিতে পারেন। তারা আজ বিপিএল বয়কট করেছেন বলেই মিজানুরের সুযোগ হয়েছে। এরই মধ্যে জেনে গেছেন, রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক পাননি বলে বিপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন:

বিদেশি ছাড়া ব্যাটিংয়ে ধুকল রাজশাহী, পেল মামুলি সংগ্রহ

বেতন সংকট, বিদেশি ছাড়া নজিরবিহীন ম্যাচ খেলছে রাজশাহী

এর আগে স্থানীয় ক্রিকেটাররাও বয়কটের হুঁমকি দিয়েছিলন। পরবর্তীতে তারা চেক পেয়ে মাঠে নেমেছেন। বিদেশিরা ফ্র্যাঞ্চাইজি মালিকের মুখের কথায় বিশ্বাস রাখতে পারেননি। 

বিপিএলে পারিশ্রমিক জটিলতার বিষয়টি সবার আগে সামনে আসে রাজশাহীর। এরপর চিটাগং কিংস সেই আলোচনায় যোগ দেয়। পারিশ্রমিকের নিয়ম চুক্তি অনুযায়ী অনুসরণ করেনি আরো দুয়েকটি দল। ফলে বিপিএল অতীত কেলেঙ্কারি থেকে এবারও বের হতে পারেনি।

নতুন করে বিপিএল শুরুর ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিপিএল আয়োজন করা ছিল চ্যালেঞ্জিং। সেখানে বিসিবির বিপিএল আয়োজনের সঙ্গে যুক্ত হয় প্রধান উপদেষ্টার পরিকল্পনা।

বিপিএল শুরুর আগে তিনটি কনসার্ট আয়োজন করে সেসব পরিকল্পনার ছাপ দেখাচ্ছিল আয়োজকরা। মুগ্ধ পানি কর্নার, জিরো ওয়েস্ট জোন, গ্রাফিতি, থিম সং, মাসকট রেখে নজর কাড়ার চেষ্টা করেছে বিপিএল। এসব আয়োজন সবই সরকারের ‘তারুণ্যের উৎসবের’ অংশ। কিন্তু যে জন্য এই আয়োজন, সেখানেই গণ্ডগোল।

মাঠের খেলার চেয়ে ‘ধূলাই’ বেশি। ‘ধূলো’ এখানে নিশ্চিতভাবেই সবচেয়ে বাজে ইঙ্গিতটাই দিচ্ছে। মাঠের খেলায় যতটুকুই উত্তাপ ছড়াচ্ছে তাতে খুশি আয়োজকরা। যারা খেলছেন তারাও খুশি। 

তবে সেই উত্তাপের ভেতরে কিছু ম্যাচ নিয়ে সন্দেহও তৈরি হয়েছে। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের জেরার খড়গের নিচে পড়েছেন একাধিক স্থানীয় ক্রিকেটার। বেশ কিছু নো বল, ওয়াইড বল নিয়ে প্রশ্ন উঠেছে। সঙ্গে নির্দিষ্ট কয়েকটি ওভার নিয়েও আছে অভিযোগ। সেসব ওভারে স্বাভাবিকের চেয়ে বেশি রান হওয়া নিয়ে আপত্তি তোলা হয়েছে। আবার সরাসরি খেলোয়াড় নয়, ফ্র্যাঞ্চাইজি নিয়েও আছে অভিযোগ। সেসব অভিযোগ করেছেন খোদ ক্রিকেটাররা।

বিদেশি খেলোয়াড় নিয়েও আছে আপত্তি। এমন কিছু খেলোয়াড় বিপিএলে খেলছেন যাদের অন্য কোনো প্রতিষ্ঠিত লিগে দেখা যায় না। ক্যারিয়ার তো শেষ-ই…অনেকে লিজেন্ডস লিগেও খেলে ফেলেছেন। কেউ কেউ ঠাট্টা করে বিপিএলকে বিদেশি ‘বুড়ো’ ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্রও বলছন! আনকোড়া, বুড়িয়ে যাওয়া বিদেশি ক্রিকেটাররা আসায় ব্র্যান্ড ভ্যালুও দিনকে দিনকে কমেই যাচ্ছে বিপিএলের।

অতীতে যে ঘটনা ঘটেনি এবার সেটাও ঘটেছে। ফ্র্যাঞ্চাইজির দেওয়া পারিশ্রমিকের চেক বাউন্স করেছে। শুধু ক্রিকেটারদেরই নয়, হোটেল বিল হিসেবে যে চেক দিয়েছে ফ্র্যাঞ্চাইজি তা-ও বাউন্স হয়েছে। পরবর্তীতে দলের মালিককে নজরে রাখতে বাধ্য হয়েছে হোটেল কর্তৃপক্ষ। ঢাকায় আজ সকালে হোটেল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ক্রিকেটাররা। আগের হোটেলের বিল বকেয়া থাকায় নতুন হোটেলে উঠেছেন ক্রিকেটাররা।

‘নতুন বাংলাদেশ, নতুন বিপিএলের আশা’ নিয়ে দশম আসরের যাত্রা শুরু হয়েছিল। ৪৬ ম্যাচের বিপিএলের ৩৪ ম্যাচ শেষ হয়েছে। রাউন্ড রবিন লিগের আট ম্যাচের পর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটের ও ফাইনাল শেষে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। এর আগ পর্যন্ত বিপিএল আর কত সমালোচনার কালি গায়ে মাখায় সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল র

এছাড়াও পড়ুন:

নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা: দক্ষিণ এশিয়ায় জেন–জি বিপ্লবের পরবর্তী নিশানা কে

লোহার ফটক ভাঙার শব্দে চারপাশ কেঁপে উঠল। বিক্ষুব্ধ লোকজন তখন দৌড়ে ঢুকে পড়লেন ভবনের ভেতরে। কয়েক ঘণ্টা আগেও যেসব প্রতিবন্ধক ছিল ক্ষমতার প্রতীক, মুহূর্তেই সেগুলো গুঁড়িয়ে দিল জনতার ঢল।

প্রধানমন্ত্রীর বাসভবনের করিডর ভরে গেল কাদামাখা পায়ে হাঁটার শব্দে। কেউ জানালার কাচ ভাঙলেন, কেউ আবার দামি চাদর আর জুতা নিয়ে গেলেন।

নিরাপত্তার চাদরে ঢাকা যে বাড়ি এত দিন ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে, সেদিন কয়েক ঘণ্টার জন্য তাঁরাই তা দখলে নিলেন।

এ দৃশ্য নেপালের গত সপ্তাহের। আবার এটি শ্রীলঙ্কার ২০২২ সালের কিংবা বাংলাদেশের ২০২৪ সালেরও চিত্র।

এসব আন্দোলনের আসল শক্তি হলো তরুণদের স্বপ্ন দেখা—একটা ভালো রাজনীতি আর ভালো অর্থনীতির ভবিষ্যৎ কল্পনা করার ক্ষমতা। কিন্তু সেই কল্পনার সঙ্গে বাস্তব জীবনের বড় পার্থক্য তাঁরা বুঝতে পারছেন। স্বপ্নের সঙ্গে বাস্তবের এ ফারাকই তাঁদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে।পল স্ট্যানিল্যান্ড, শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক

৩০ মিলিয়ন (৩ কোটি) মানুষের দেশ নেপাল, ভারত ও চীনের মাঝখানে অবস্থিত। সেখানকার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রথাগত নির্বাচনী গণতন্ত্রের চেনা ধারা ভেঙে দিয়েছে। আর দক্ষিণ এশিয়ার এ দেশগুলোয় একের পর এক সরকার পতনে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্ম বিশ্বকে নতুন এক প্রশ্নের মুখে ফেলেছেন—দক্ষিণ এশিয়াই কি জেন–জি (জেনারেশন জেড) প্রজন্মের বিপ্লবের কেন্দ্রস্থল?

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পল স্ট্যানিল্যান্ড আল–জাজিরাকে বলেন, ‘এটা সত্যিই চোখে পড়ার মতো। এখানে একধরনের নতুন অস্থির রাজনীতির জন্ম হচ্ছে।’

গত বৃহস্পতিবার প্রায় ১০ হাজার নেপালি তরুণ–তরুণী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। এ তরুণ–তরুণীদের অনেকে প্রবাসী। তবে কোনো নির্বাচনী ব্যালটে নয়, বার্তা আদান–প্রদানের মাধ্যম ডিসকর্ডে ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বাছাই করেছেন। এর আগে তিন দিনের দুর্নীতি ও স্বজনপ্রীতিবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় এবং সেনাসদস্য ও পুলিশের দমন–পীড়নে ৭০ জনের বেশি নিহত হন। এখন নেপাল সরকার ঘোষণা করেছে, আগামী মার্চে নতুন নির্বাচন হবে।

প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির জেন–জি প্রজন্মকে উপহাস করার কয়েক দিনের মধ্যেই তাঁর পদত্যাগ দেখিয়ে দিয়েছে—দক্ষিণ এশিয়ার তরুণেরা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় আস্থাহীন হলে নিজেরাই ক্ষমতা হাতে তুলে নিচ্ছেন এবং নিজেদের নিয়ন্ত্রণে অন্তর্বর্তী প্রশাসন কে হবে, তা–ও নির্ধারণ করছেন।

শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের পেছনে প্রতিটির নিজস্ব ইতিহাস ও অনন্য প্রেক্ষাপট আছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এর মধ্যে মিলও আছে—নতুন প্রজন্ম আর ভাঙা প্রতিশ্রুতি মেনে নিচ্ছে না।

স্ট্যানিল্যান্ড বলেন, এটি দক্ষিণ এশিয়ার জন্য নাটকীয় পরিবর্তন। এ অঞ্চল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আন্দোলনের সাক্ষী, তবে সরকার পতনের ঘটনা বিরল।

‘এ ধরনের আন্দোলন বিভিন্ন দেশে সংঘটিত সামরিক অভ্যুত্থান থেকে আলাদা। দক্ষিণ এশিয়ার সংকট বরাবরই অন্যভাবে সমাধান হয়েছে, এবার সেটা ভিন্নপথে যাচ্ছে’, বলেন স্ট্যানিল্যান্ড।

শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের পেছনে প্রতিটির নিজস্ব ইতিহাস ও অনন্য প্রেক্ষাপট আছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এর মধ্যে মিলও আছে—নতুন প্রজন্ম আর ভাঙা প্রতিশ্রুতি মেনে নিচ্ছে না।

এ ছাড়া দেশগুলোর আন্দোলন একে অন্যের কাছ থেকেও শিক্ষা নিচ্ছে।

তিন দেশের আন্দোলনের মূল কারণ এক—বৈষম্য আর দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অভিজাত শ্রেণি। এ শ্রেণি তরুণ প্রজন্মের বাস্তব চাওয়া-পাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।মীনাক্ষী গাঙ্গুলি, এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়ার উপপরিচালক কলম্বো থেকে ঢাকা হয়ে কাঠমান্ডু: আন্দোলনের পটভূমি

নেপালে সাম্প্রতিক জেন–জি আন্দোলনের সূত্রপাত সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত থেকে। সরকার বলেছিল, প্ল্যাটফর্মগুলোর অপব্যবহার হচ্ছে এবং নিয়ম মেনে নিবন্ধন করছে না। তবে ক্ষোভের প্রকৃত কারণ অন্য—বৈষম্য, দুর্নীতি আর স্বজনপ্রীতি; তা–ও এমন একটি দেশে, যেখানে প্রবাসী নেপালিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির এক–তৃতীয়াংশ অবদান রাখছে।

হাজার হাজার কিশোর–কিশোরী স্কুলের ইউনিফর্ম পরেই রাস্তায় নেমে আসে। ৭০ জনের বেশি নিহত হয়, আহত হয় শত শত।

শ্রীলঙ্কার কলম্বোতে প্রেসিডেনশিয়াল সচিবালয়ের সামনে বিক্ষোভকারীদের যাওয়া ঠেকাতে সড়ক অবরোধ করে পুলিশের বিশেষ টাস্কফোর্স

সম্পর্কিত নিবন্ধ

  • মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতিআগ্রহ নিয়ে প্রশ্ন টিআইবির
  • আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির
  • ডাকসুর ব্যালট পেপারে ২ ভোট নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
  • নরসিংদীতে ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত
  • দক্ষিণ এশিয়ায় জেন–জি বিপ্লবের পরবর্তী নিশানা কে
  • নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা: দক্ষিণ এশিয়ায় জেন–জি বিপ্লবের পরবর্তী নিশানা কে
  • এবার সংবাদ সম্মেলন বয়কট করে পাকিস্তানের প্রতিবাদ
  • গাজায় পাগলের মতো বোমা ফেলছে ইসরায়েল
  • আফ্রিদি-জয় শাহর ভাইরাল ভিডিওটি এশিয়া কাপের নয়
  • ফতুল্লায় প্রতারণা করে ১৫ লাখ টাকার রড নিলো প্রতারক চক্র, কুমিল্লায় গ্রেপ্তার ৩