Risingbd:
2025-05-01@05:04:46 GMT

বিপিএল: খেলার চেয়ে ধূলা বেশি

Published: 26th, January 2025 GMT

বিপিএল: খেলার চেয়ে ধূলা বেশি

মিজানুর রহমান নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন! দুর্বার রাজশাহী তাকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিলেও দশ ম্যাচে ডাগ আউটে বসিয়ে রেখেছিল। নিয়মিত মাঠে আসছিলেন, অনুশীলন করছিলেন, সিলেট-চট্টগ্রামও ঘুরে এসেছেন। যাক এগারতম ম্যাচে অন্তত তার সুযোগ হলো।

এজন্য সতীর্থ রায়ান বার্ল, মার্ক ডেয়াল, মিগুয়েল কামিন্স ও মোহাম্মদ হারিসকে ধন্যবাদ দিতে পারেন। তারা আজ বিপিএল বয়কট করেছেন বলেই মিজানুরের সুযোগ হয়েছে। এরই মধ্যে জেনে গেছেন, রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক পাননি বলে বিপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন:

বিদেশি ছাড়া ব্যাটিংয়ে ধুকল রাজশাহী, পেল মামুলি সংগ্রহ

বেতন সংকট, বিদেশি ছাড়া নজিরবিহীন ম্যাচ খেলছে রাজশাহী

এর আগে স্থানীয় ক্রিকেটাররাও বয়কটের হুঁমকি দিয়েছিলন। পরবর্তীতে তারা চেক পেয়ে মাঠে নেমেছেন। বিদেশিরা ফ্র্যাঞ্চাইজি মালিকের মুখের কথায় বিশ্বাস রাখতে পারেননি। 

বিপিএলে পারিশ্রমিক জটিলতার বিষয়টি সবার আগে সামনে আসে রাজশাহীর। এরপর চিটাগং কিংস সেই আলোচনায় যোগ দেয়। পারিশ্রমিকের নিয়ম চুক্তি অনুযায়ী অনুসরণ করেনি আরো দুয়েকটি দল। ফলে বিপিএল অতীত কেলেঙ্কারি থেকে এবারও বের হতে পারেনি।

নতুন করে বিপিএল শুরুর ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিপিএল আয়োজন করা ছিল চ্যালেঞ্জিং। সেখানে বিসিবির বিপিএল আয়োজনের সঙ্গে যুক্ত হয় প্রধান উপদেষ্টার পরিকল্পনা।

বিপিএল শুরুর আগে তিনটি কনসার্ট আয়োজন করে সেসব পরিকল্পনার ছাপ দেখাচ্ছিল আয়োজকরা। মুগ্ধ পানি কর্নার, জিরো ওয়েস্ট জোন, গ্রাফিতি, থিম সং, মাসকট রেখে নজর কাড়ার চেষ্টা করেছে বিপিএল। এসব আয়োজন সবই সরকারের ‘তারুণ্যের উৎসবের’ অংশ। কিন্তু যে জন্য এই আয়োজন, সেখানেই গণ্ডগোল।

মাঠের খেলার চেয়ে ‘ধূলাই’ বেশি। ‘ধূলো’ এখানে নিশ্চিতভাবেই সবচেয়ে বাজে ইঙ্গিতটাই দিচ্ছে। মাঠের খেলায় যতটুকুই উত্তাপ ছড়াচ্ছে তাতে খুশি আয়োজকরা। যারা খেলছেন তারাও খুশি। 

তবে সেই উত্তাপের ভেতরে কিছু ম্যাচ নিয়ে সন্দেহও তৈরি হয়েছে। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের জেরার খড়গের নিচে পড়েছেন একাধিক স্থানীয় ক্রিকেটার। বেশ কিছু নো বল, ওয়াইড বল নিয়ে প্রশ্ন উঠেছে। সঙ্গে নির্দিষ্ট কয়েকটি ওভার নিয়েও আছে অভিযোগ। সেসব ওভারে স্বাভাবিকের চেয়ে বেশি রান হওয়া নিয়ে আপত্তি তোলা হয়েছে। আবার সরাসরি খেলোয়াড় নয়, ফ্র্যাঞ্চাইজি নিয়েও আছে অভিযোগ। সেসব অভিযোগ করেছেন খোদ ক্রিকেটাররা।

বিদেশি খেলোয়াড় নিয়েও আছে আপত্তি। এমন কিছু খেলোয়াড় বিপিএলে খেলছেন যাদের অন্য কোনো প্রতিষ্ঠিত লিগে দেখা যায় না। ক্যারিয়ার তো শেষ-ই…অনেকে লিজেন্ডস লিগেও খেলে ফেলেছেন। কেউ কেউ ঠাট্টা করে বিপিএলকে বিদেশি ‘বুড়ো’ ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্রও বলছন! আনকোড়া, বুড়িয়ে যাওয়া বিদেশি ক্রিকেটাররা আসায় ব্র্যান্ড ভ্যালুও দিনকে দিনকে কমেই যাচ্ছে বিপিএলের।

অতীতে যে ঘটনা ঘটেনি এবার সেটাও ঘটেছে। ফ্র্যাঞ্চাইজির দেওয়া পারিশ্রমিকের চেক বাউন্স করেছে। শুধু ক্রিকেটারদেরই নয়, হোটেল বিল হিসেবে যে চেক দিয়েছে ফ্র্যাঞ্চাইজি তা-ও বাউন্স হয়েছে। পরবর্তীতে দলের মালিককে নজরে রাখতে বাধ্য হয়েছে হোটেল কর্তৃপক্ষ। ঢাকায় আজ সকালে হোটেল পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ক্রিকেটাররা। আগের হোটেলের বিল বকেয়া থাকায় নতুন হোটেলে উঠেছেন ক্রিকেটাররা।

‘নতুন বাংলাদেশ, নতুন বিপিএলের আশা’ নিয়ে দশম আসরের যাত্রা শুরু হয়েছিল। ৪৬ ম্যাচের বিপিএলের ৩৪ ম্যাচ শেষ হয়েছে। রাউন্ড রবিন লিগের আট ম্যাচের পর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটের ও ফাইনাল শেষে বিপিএলের পর্দা নামবে ৭ ফেব্রুয়ারি। এর আগ পর্যন্ত বিপিএল আর কত সমালোচনার কালি গায়ে মাখায় সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল র

এছাড়াও পড়ুন:

শিক্ষক রায়হান অভিযুক্ত হলেও নাম নেই অস্ত্র ব্যবসায়ীর

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে গত বছরের ৪ মার্চ শিক্ষার্থীকে গুলির একটি মামলায় গত ৩১ জানুয়ারি অভিযোগপত্র জমা দিয়েছে ডিবি। এতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে গুলি করা কলেজের কমিউনিটি মেডিসিনের প্রাক্তন শিক্ষক ডা. রায়হান শরীফকে অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযোগপত্রে নাম নেই যার কাছ থেকে ডা. রায়হান অস্ত্র সংগ্রহ করেছিলেন সেই এস এস আল হোসাইন ওরফে সোহাগের। কুষ্টিয়ার ভেড়ামারার নওদাপাড়ার সোহাগের বিরুদ্ধে হত্যা, অস্ত্র-বিস্ফোরক ও নাশকতার একাধিক মামলা আছে। 

গত বছরের ৪ মার্চ ব্যাগভর্তি অস্ত্র-গুলি নিয়ে ক্লাসে শিক্ষার্থীদের ভয় দেখান শিক্ষক রায়হান। তার দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে শিক্ষক রায়হান গুলি করেন। শিক্ষার্থী তমাল বাম উরুতে গুলিবিদ্ধ হলেও বর্তমানে সুস্থ। ওই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্যাগভর্তি অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হন শিক্ষক রায়হান। তাঁর ব্যাগে লাইসেন্সবিহীন দুটি বিদেশি পিস্তল, দুটি জাপানি সামুরাই, ১০টি বার্মিজ ছুরি ও ৭৮ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। ডা. রায়হানের বিরুদ্ধে সে সময় আহত শিক্ষার্থী তমালের বাবা বগুড়ার আবদুল্লাহ আল আমিন হত্যাচেষ্টা ও ডিবি পুলিশ বিস্ফোরক আইনে মামলা করেন। শিক্ষার্থীদের আন্দোলনে স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সাময়িক বহিষ্কার হন রায়হান। যদিও পরবর্তী সময়ে জামিন নিয়ে রায়হান এখন পলাতক। ঘটনার পর থেকে উধাও অস্ত্র ব্যবসায়ী সোহাগও।  

পুলিশ সূত্র জানায়, ডা. রায়হান সিরাজগঞ্জ আদালতে স্বীকারোক্তি ও জবানবন্দি দেন। তিনি জানান, সোহাগের কাছ থেকেই সব অস্ত্র কিনেছেন। এরপর অস্ত্র ও বিস্ফোরক আইনে সোহাগ ও রায়হানের বিরুদ্ধে মামলা করেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের সাবেক এসআই ওয়াদুত আলী। অভিযোগ উঠেছে, অভিযোগপত্র থেকে সোহাগের নাম বাদ দিয়েছেন ডিবির বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম ও ইউনিট ওসি ইকরামুল হোসাইন। ডিবির তদন্ত ও দাখিলকৃত অভিযোগপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁর বাবা। 
সিরাজগঞ্জ ডিবির এসআই নাজমুল হক নতুন তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলেও তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তাঁর ইউনিটপ্রধান বর্তমান ওসি ইকরামুল হোসাইন আজ ২৯ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে থেকে পুলিশ পদক নিতে ঢাকায় রয়েছেন। তিনি ফোনে দাবি করেন, ডা. রায়হান আদালতে ১৬৪ ধারায় বিচারকের সামনে সোহাগের নাম বললেও তাঁর বাবা বা গ্রামের নাম জানাতে পারেননি। মামলার বাদী এজাহারে যে সোহাগের নাম-ঠিকানা উল্লেখ করেন, তিনি এতে জড়িত নন। বিএনপি করার কারণে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতেই আগের সরকারের সময় সাবেক এসপি ও ওসি সোহাগকে জড়িয়েছেন। শিক্ষক রায়হান যে সময় অস্ত্রগুলো কিনেছিলেন, তার আগে থেকেই সোহাগ ঢাকা ও ভারতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তী সময়ে ইমিগ্রেশন ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা যায়।

এ বিষয়ে সাবেক এসপি আরিফুল ইসলামের বক্তব্য পাওয়া না গেলেও মামলার বাদী ডিবির সাবেক এসআই ওয়াদুত আলী বলেন, শিক্ষক রায়হানের সঙ্গে মোবাইল ফোনে সোহাগের কথোপকথন ও লেনদেনের বিষয় নিশ্চিত হওয়া যায়। তাই এজাহারে সোহাগের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়। 
সমকালের অনুসন্ধানেও সাবেক এসআই ওয়াদুত আলীর এজাহার অনুযায়ী সোহাগের ফোন নম্বরের কল ডিটেইল এবং এনআইডি নম্বর সংগ্রহ করা হয়। সেখানে স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগেরই তথ্য ও ছবি পাওয়া যায়। 

এ বিষয়ে অজ্ঞাত স্থান থেকে শিক্ষক রায়হান শরীফ গতকাল ফোনে বলেন, ‘আমি মানসিকভাবে বিধ্বস্ত। ডিবির চার্জশিটের বিষয়টি জানি না।’
মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম হোসেন বলেন, চার্জশিট থেকে সোহাগকে বাদ দেওয়ার বিষয়টি আত্মঘাতী ও তদন্তের নীতিমালার বাইরে।  
জানা গেছে, ভেড়ামারার স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব কথিত অস্ত্র ব্যবসায়ী সোহাগ। গতকাল তিনি ফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে অস্ত্র, খুন ও নাশকতা মামলাগুলো রাজনৈতিক। আমি অস্ত্র ব্যবসায়ী নই। রাজনৈতিক এক নেতার বিরুদ্ধে মামলা করায় আমাকে ফাঁসানো হয়েছে। 
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, তদন্ত কর্মকর্তা স্বাধীন হলেও পুলিশ সুপার, সার্কেল অফিসার ও সংশ্লিষ্ট ইউনিটের ওসি সুপারভাইজরি অথারিটি। বিষয়টি খতিয়ে দেখব। 

সম্পর্কিত নিবন্ধ

  • একটি টাইম স্কেল-সিলেকশন গ্রেডপ্রাপ্তদের দুটি উচ্চতর গ্রেড পেতে আইনি বাধা কাটল
  • আট অঞ্চলে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • বাবার মামলায় ছেলে গ্রেপ্তার
  • নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
  • আগামী নির্বাচনে ইসি প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায়: সিইসি
  • ঝড়-বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস
  • শিক্ষক রায়হান অভিযুক্ত হলেও নাম নেই অস্ত্র ব্যবসায়ীর
  • ইতালির স্থাপত্য প্রদর্শনীতে বাংলাদেশ থেকে যা উপস্থাপন করা হচ্ছে
  • ‘বেগম’ রাজনৈতিক ধারাবাহিকতা ধারণ করেছে
  • পরবর্তী পোপ নির্বাচন কীভাবে