পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ ও আদালত ঘেরাও কর্মসূচির পর আদালত অঙ্গনে থমথমে অবস্থা বিরাজ করছে। বিক্ষোভকারীদের দাবির মুখে বিচারকাজ থেকে বিরত রয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের চার বিচারক। এতে  দু’দিন ধরে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্য আদালতগুলোতে স্বাভাবিক কার্যক্রম চললেও আগের কর্মচাঞ্চল্য নেই। 

এদিকে বিক্ষোভকারীদের দাবির মুখে বিচারকাজ থেকে বিরত থাকা চার বিচারকের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার সুপ্রিম কোর্টে জিএ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) কমিটির বিশেষ সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি। 

সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চার বিচারককে অন্যত্র বদলি করা হবে। তাদের বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আদালত সূত্র জানায়, জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ পঞ্চগড়ের বিভিন্ন আদালতে ১৭ জন বিচারক রয়েছেন। ২৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে জেলা ও দায়রা জজসহ চার বিচারক চার দিনের ছুটি নেন। তবে বিচারকাজ স্বাভাবিক রাখতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম রেজাউল বারীকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি গত সোমবার জেলা ও দায়রা জজ আদালতে বিচারকাজ পরিচালনা করলেও আজ কোনো জামিন শুনানি করেননি। এতে আদালতের স্বাভাবিক বিচারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয় আইনজীবীরা। 

জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জমিরুল ইসলাম বলেন, আদালতের কার্যক্রম স্বাভাবিক চলছে। 

জেলা জজ আদালতের আইনজীবী আহসান হাবিব বলেন, আদালতে বিচারকাজের স্বাভাবিক গতি নেই। চার বিচারক ছুটিতে আছেন। অন্য বিচারকরা আদালত পরিচালনা করছেন। কিন্তু অনেক বিচারপ্রার্থী আদালতে এসে মামলা শুনানির নতুন তারিখ নিয়ে ঘুরে গেছেন।

পাবলিক প্রসিকিউটর আদম সুফি বলেন, বিচারকাজ ব্যাহত হচ্ছে। চার বিচারককে বদলি করা হবে, না তারাই কাজে যোগ দেবেন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য সবাই অপেক্ষা করছেন।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে ওই দিনই বিক্ষোভে যুক্ত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তখন বিক্ষোভের মুখে নিয়োগ কমিটির পক্ষ থেকে নিয়োগ পরীক্ষা স্থগিতের পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং একটি আসন কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

আরো পড়ুন:

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিল 

বাগেরহাট প্রেস ক্লাব ও অন্যান্যদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন রিট পিটিশন দাখিল করেন। এছাড়া চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল একই বিষয়ে পৃথক রিট পিটিশন করেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বলেন, “আমরা রিট পিটিশন করেছি। আদালত আমাদের কথা শুনেছেন এবং ১০ দিনের রুল জারি করেছেন। আশা করি, আদালতে ন্যায়বিচার পাব এবং বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে।”

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন শুরু করে। চারটি আসন বহালের দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেয় তারা।

তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট-১ (সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নির্ধারণ করা হয়। অথচ দীর্ঘদিন ধরে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করতে ২৫ শতাংশ অর্থ জমা দেওয়ার বিধান প্রশ্নে রুল
  • আইনজীবী সোমার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
  • এনায়েত করিম ও গোলাম মোস্তফা পাঁচ দিন রিমান্ডে
  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়া প্রশ্নে রুল
  • বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট
  • বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট 
  • পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে নির্মাণকাজে স্থিতাবস্থা আপাতত বহাল, চলবে না কার্যক্রম
  • চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে নির্বাচন কার্যালয় ঘেরাও, উচ্চ আদালতে দুটি রিট
  • বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড