সীমান্তে বিএসএফের হাতে আটক চার বাংলাদেশি
Published: 4th, February 2025 GMT
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসএফ জানায়, ভারত-বাংলাদেশের সোনা মসজিদ-মাহাদিপুর সীমান্তের কাছে গরু পাচারের সময় মঙ্গলবার ভোরে গ্রামবাসীদের সহযোগিতায় ওই চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের জওয়ানরা।
বিএসএফ জানায়, পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানা এলাকায় ইটাঘাটি বিএসএফ ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানরা দেখেন ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে কিছু মানুষ সীমান্ত পার করে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছে। জওয়ানরা সতর্ক অবস্থায় সীমান্তের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা উপায়ান্তর না দেখে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসীদের সহায়তায় তাদের আটক করা হয়।
আটকের পর চারজনকে মঙ্গলবার মালদার হাবিবপুর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
পুলিশ জানায়, আটক সবাই বাংলাদেশের নাগরিক। অবৈধ পশু পাচারের উদ্দেশে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল তারা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে বাংলাদেশে ঢুকে মারধর বিএসএফ-এর, আহত ৫
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাঁচ বাংলাদেশিকে মারধর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বারোমাসিয়া নদীর তীরে ৫০০ গজ অভ্যন্তরে সীমান্তের ৯৩০ সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যরা। এসময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
বিএসএফ-এর মারধরের ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন- কৃষ্ণানন্দ বকসী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মো. শামসুল, খোকা মিয়ার ছেলে জাবেদ আলী, আবুল কাশেমের ছেলে তাজুল ইসলাম, মুকুল মিয়ার ছেলে মো. রিপন ও মো. মান্নানের ছেলে কাশেম আলী।
স্থানীয় রুবেল ইসলাম বলেন, “দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের ভিতরে এলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করে।”
অপর বাসিন্দা বেলাল হোসেন বলেন, “বিএসএফরা স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া দিই। ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।”
গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন বলেন, “গ্রামবাসীদের সাথে বিএসএফের মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।”
ঢাকা/বাদশাহ্/এস