বিয়ে করতে যাওয়ার সময় বরপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধ ৪
Published: 4th, February 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ের করতে যাওয়ার সময় বরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে বরপক্ষের ৪ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়াও আরও দুজন হামলার ঘটনায় আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বড়িকান্দি গ্রামের অলি মিয়ার বাড়িতে এ হামলা চালায় মনাক মিয়া ও তার বাহিনী।
এ ঘটনায় রাতে আহত অলি মিয়ার স্ত্রী সেলিনা বেগম মনাকসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) ওবায়দুর রহমান, নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গুলিবিদ্ধরা হলেন- অলি মিয়া (৫০), তার বড় ভাই খলিল মিয়া (৬০), ছোট ছেলে আসিফ মিয়া (১৬) ও ভাগনে নাছির মিয়া (২০)।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বড়িকান্দি গ্রামে অলি মিয়ার ছেলে ইমরান মিয়ার বিয়ে উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজনরা একে একে আসছিলেন। এমন সময় নূরজাহানপুর গ্রামের মনাক মিয়ার নেতৃত্বে তার বাহিনী সেখানে হামলা চালায়। মনাক বাহিনীর গুলিতে আহত হন ৪ জন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘হামলার বিষয়টি শুনেছি। গুলিবিদ্ধ অলি মিয়াসহ চারজনকে ঢাকায় পাঠানো হয়।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, ‘হামলার পর অলি মিয়ার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।’
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মনাকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, হত্যাসহ বহু মামলা রয়েছে। ঘটনার পর তাকে ধরতে অভিযান চালিয়েছ পুলিশ। তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য়
এছাড়াও পড়ুন:
৩৬তম সিরিজ জয়ের অপেক্ষা বাংলাদেশের
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। নিজেদের শেষ ১২ ওয়ানডের ১১টিতে হারের যন্ত্রণা ভুলে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস।
এখন সিরিজ জয়ের অপেক্ষা। পরিসংখ্যানের হিসেবে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিততে পারলে ওয়ানডেতে ৩৬তম সিরিজ জিতবে বাংলাদেশ।
গত বছরের মার্চে বাংলাদেশ সবশেষ সিরিজ জেতে শ্রীলঙ্কাকে হারিয়ে। এরপর চার সিরিজে চারটিতেই হার। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধান করে হার এবং ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। এবার ক্যারিবীয়ানদের হারিয়ে সিরিজ জয়ের অপেক্ষায় মিরাজ অ্যান্ড কোং।
সিরিজ জয়ের ম্যাচে যথারীতি আলোচনায় মিরপুরের উইকেট। নব-পরিচর্যায় কালো মাটির পিচেও পুরনো চিত্রটা বদলায়নি। স্পিনারদের বিপক্ষে আজও কঠিন পরীক্ষা দিতে হবে দুই দলকেই। দুই দলই মাঠে নামার আগে স্পিনে শক্তি বাড়িয়েছে। বাংলাদেশ যুক্ত করেছে নাসুম আহমেদকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে আনছে বামহাতি স্পিনার আকিল হোসেনকে। দুজনেরই আজকের ম্যাচে যার খেলার সম্ভাবনা জোরালো।
বাংলাদেশ এক পেসার নিয়ে মাঠে নামলে অবাক হওয়ার থাকবে না। এক্ষেত্রে একমাত্র পেসার হতে পারেন কেবল মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদকে দল বিশ্রামে রাখতে পারেন। এছাড়া আকিল হোসেন খেলতে পারেন রোমারিও শেফার্ড বা জাস্টিন গ্রিভসের জায়গায়।
বাংলাদেশ দল প্রথম ম্যাচটা জিতলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা যে রয়েই গেছে সেটা স্পষ্ট। পুরো ৫০ ওভার ব্যাটিং করা হয়নি টানা সাত ওয়ানডে ম্যাচে। যা দুশ্চিন্তার বড় কারণ। আজ পারে কিনা সেটাই দেখার।
মিরপুরে দুপুর দেড়টায় দ্বিতীয় ওয়ানডেতে ফের মুখোমুখি হবে দুই দল।
ঢাকা/ইয়াসিন