বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,  জনগণের বিপক্ষে যায় এমন কোন কাজ করা যাবেনা।

কারণ অন্যায় করে কেউ পার পাবে না। বিগত দিনে যারা মানুষের বাড়ি ঘর দখল করেছে, জনগণ তাদের বাড়ি-ঘর গুরিয়ে দিয়েছে। আমরা তাদের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে চাই।

আমরা এমন কাজ করতে চাইনা, যেন জনগণ আমাদের বাড়ি-ঘর গুরিয়ে দেয়। তাই কোন লোভ লালসা দেখিয়ে আমাকে কেউ দুর্বল করতে পারবেন না। আমার সঙ্গে যারা বিএনপির রাজনীতি করতে চান, তাদের লোভ লালসা ত্যাগ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে গোদনাইল ২ নং ঢাকেশ^রী ইব্রাহীম টেক্সটাইল মিলস বালুর মাঠে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা টের পাচ্ছি রাষ্ট্রীয়ক্ষমতাকে ব্যবহার করে আপনারা একটি নতুন দল গঠন করার চিন্তা করছেন। আপনারা দল গঠন করেন আমাদের অপত্তি নাই। তবে যদি আপনারা দল গঠন করতে চান, তাহলে সরকারের ছায়া থেকে বেরিয়ে আসেন। কিংস পার্টি জনগণ মেনে নিবেনা। 

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুন্দর, সুষ্ঠু ভোটের আয়োজন করা। যে ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রধিনিধি নির্বাচন করবে। তারা তাদের সরকার গঠন করবে। যে সরকার হবে জনগণের সরকার। আমরা জনগণের উপর আস্থা রাখি। জনগণের ভোটের উপর নির্ভর করি।  জনগণের ভোট ছাড়া অন্যকোন উপায়ে রাষ্ট্রীয়ক্ষমতায় যাওয়ার পথ বিএনপির জানা নেই।

হাসিনা সরকার আমলে আমাদের দাবি ছিল, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠন ও আমাদের নেতা তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। হাসিনা সরকারের পতন হলেও আমাদের সে দুটি দাবি এখনো পুরণ হয়নি। তাই ষড়যন্ত্র এখনো হতে পারে। সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। 

তিনি আরো বলেন, আমরা বিগত ১৫ বছরে দেখিছি পারিবার তন্ত্র কায়েম করে একটি গোষ্ঠীকে নিয়ে ফ্যাসিবাদ তৈরি করে হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য মানুষকে খুন ও গুম করেছেন। এ ধরণের স্বৈরাশাসক দেশের মানুষ আর দেখতে চায়না।

কারণ শাসক যদি নিষ্ঠুর হয়, তাহলে সে দেশের জনগণ কিভাবে বাস করবে। শাসকের হতে হবে মায়ার অন্তর। মায়ার শরীর। জনগণ যখন শাসকের কাছে কোন সমস্য নিয়ে যাবে, তখন সব ভুলে গিয়ে কিভাবে সে সমস্যা সমাধান করবে, সে চেষ্টায় তার ঘুম আসার কথা নয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনিপর সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, দেলোয়ার হোসেন খোকন, সামছুদ্দিন শেখ, কামাল হোসেন, মাসুদর রহমান, মোসলেহা কামাল, বাবুল প্রধান, রাকিবুল দেওয়ান, মনির হোসেন, গাজী মনির হোসেন প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র জনগণ র আম দ র ক জ কর সরক র

এছাড়াও পড়ুন:

একটি দল গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করছে: আখতার 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,“ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন।কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। তাই তারা সেই ক্যাম্পেইন থেকে সরে আসতে তারা বাধ্য হয়েছে।”

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে এনসিপির কৃষিবিদ উইং এর আয়োজনে ‘তরুণ কৃষি উদ্যোক্তা: জাতীয় অর্থনীতির নতুন শক্তি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে ‘অস্পষ্টতা’ খেয়াল করেছি

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল

তিনি বলেন, “আমরা যখন কৃষি কৃষক নিয়ে কথা বলছি তখন বাংলাদেশের রাজনীতির বড় দুটি দলের অবস্থান খুবই ভয়ঙ্করভাবে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। দুইটা বড় দল কৃষকের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য জনগণকে মুখোমুখি দাড় করিয়েছে। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম অর্থাৎ কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলেছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তরালে গুরুত্বপূর্ণ।”

আখতার হোসেন বলেন, “বর্তমান বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদের বিষয় নিয়ে অনেকগুলো দল নিজেদের জায়গা থেকে মন্তব্য করছেন সেটাকে আমরা সন্দেহের চোখে দেখি না। আমরা ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ গণভোট এবং পরবর্তী সংসদকে ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কার গুলোকে অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হয়েছি।”

এনসিপির এই নেতা বলেন, “গণভোটের রায় বাধ্যতামূলক হবে কি না? গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনা যাবে কি না? সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ। তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানকেই পাস হতে হয়। যদি সেই গণভোটের সংবিধান পাস না হয় তাহলে সেটা সংবিধান হিসেবেই গৃহীত হয় না।” 

তিনি আরো বলেন, “আমরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার যে আদেশ জারি করা হয়েছে সেখানে অনেকগুলো জায়গাতে অস্পষ্টতা রয়ে গেছে। সংস্কারের বিষয়বস্তুগুলোকে রাজনৈতিক দলের আওতাধীন করে ফেলা হয়েছে এবং তাদের মতিগতির ওপর অস্পষ্ট অবস্থায় রেখে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে জুলাই সনদের বস্তু দিয়ে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে।”

এনসিপির সদস্য সচিব বলেন,“আমরা সরকারের কাছে আহ্বান রাখব অতিদ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আদেশের অস্পষ্টতাগুলো দূরীকরণ করে রাজনৈতিক দলগুলো জনগণের রায়কে মেনে নিয়ে বাংলাদেশে যেন একটি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হয় সে রাস্তায় তৈরি করবেন।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপি র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও কৃষিবিদ উইং এর নেতারা।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ হাসিনার রায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে: গণসংহতি আন্দোলন
  • দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের
  • রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের
  • পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে বাড়ানো হয়েছে নিরাপত্তা
  • ইকুয়েডরে গণভোটে ‘না’ এগিয়ে, বিদেশি সামরিক ঘাঁটিতে সায় নেই মানুষের
  • ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
  • ‘বিহারে ভোট কিনতে ব্যবহার হয়েছে বিশ্বব্যাংকের ১৪ হাজার কোটি রুপি’
  • গণভোট ভবিষ্যতে সংকট তৈরি করবে: রিজভী
  • নেতারা বলবেন, জনতা শুনবে—এই সংস্কৃতি বদলাতে চায় মানুষ: দেবপ্রিয় ভট্টাচার্য
  • একটি দল গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করছে: আখতার