বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,  জনগণের বিপক্ষে যায় এমন কোন কাজ করা যাবেনা।

কারণ অন্যায় করে কেউ পার পাবে না। বিগত দিনে যারা মানুষের বাড়ি ঘর দখল করেছে, জনগণ তাদের বাড়ি-ঘর গুরিয়ে দিয়েছে। আমরা তাদের কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে চাই।

আমরা এমন কাজ করতে চাইনা, যেন জনগণ আমাদের বাড়ি-ঘর গুরিয়ে দেয়। তাই কোন লোভ লালসা দেখিয়ে আমাকে কেউ দুর্বল করতে পারবেন না। আমার সঙ্গে যারা বিএনপির রাজনীতি করতে চান, তাদের লোভ লালসা ত্যাগ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে গোদনাইল ২ নং ঢাকেশ^রী ইব্রাহীম টেক্সটাইল মিলস বালুর মাঠে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা টের পাচ্ছি রাষ্ট্রীয়ক্ষমতাকে ব্যবহার করে আপনারা একটি নতুন দল গঠন করার চিন্তা করছেন। আপনারা দল গঠন করেন আমাদের অপত্তি নাই। তবে যদি আপনারা দল গঠন করতে চান, তাহলে সরকারের ছায়া থেকে বেরিয়ে আসেন। কিংস পার্টি জনগণ মেনে নিবেনা। 

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুন্দর, সুষ্ঠু ভোটের আয়োজন করা। যে ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রধিনিধি নির্বাচন করবে। তারা তাদের সরকার গঠন করবে। যে সরকার হবে জনগণের সরকার। আমরা জনগণের উপর আস্থা রাখি। জনগণের ভোটের উপর নির্ভর করি।  জনগণের ভোট ছাড়া অন্যকোন উপায়ে রাষ্ট্রীয়ক্ষমতায় যাওয়ার পথ বিএনপির জানা নেই।

হাসিনা সরকার আমলে আমাদের দাবি ছিল, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠন ও আমাদের নেতা তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা। হাসিনা সরকারের পতন হলেও আমাদের সে দুটি দাবি এখনো পুরণ হয়নি। তাই ষড়যন্ত্র এখনো হতে পারে। সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। 

তিনি আরো বলেন, আমরা বিগত ১৫ বছরে দেখিছি পারিবার তন্ত্র কায়েম করে একটি গোষ্ঠীকে নিয়ে ফ্যাসিবাদ তৈরি করে হাসিনা সরকার ক্ষমতায় থাকার জন্য মানুষকে খুন ও গুম করেছেন। এ ধরণের স্বৈরাশাসক দেশের মানুষ আর দেখতে চায়না।

কারণ শাসক যদি নিষ্ঠুর হয়, তাহলে সে দেশের জনগণ কিভাবে বাস করবে। শাসকের হতে হবে মায়ার অন্তর। মায়ার শরীর। জনগণ যখন শাসকের কাছে কোন সমস্য নিয়ে যাবে, তখন সব ভুলে গিয়ে কিভাবে সে সমস্যা সমাধান করবে, সে চেষ্টায় তার ঘুম আসার কথা নয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনিপর সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, দেলোয়ার হোসেন খোকন, সামছুদ্দিন শেখ, কামাল হোসেন, মাসুদর রহমান, মোসলেহা কামাল, বাবুল প্রধান, রাকিবুল দেওয়ান, মনির হোসেন, গাজী মনির হোসেন প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র জনগণ র আম দ র ক জ কর সরক র

এছাড়াও পড়ুন:

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের নিন্দা বাংলাদেশের

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে’ আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ।’

আরো পড়ুন:

বাংলাদেশকে ১৫২ রানের টার্গেট ছুড়ল আফগানিস্তান

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ আটক সব মানবিক সহায়তা ও অধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ দাবি করেছে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান এবং গাজায় গণহত্যা, যুদ্ধ ও অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বহনের নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে। কারণ, সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা ও জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।’

এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত দুর্ভোগের মুহূর্তে বাংলাদেশ সরকার এবং জনগণ ফিলিস্তিনি জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের নিন্দা বাংলাদেশের
  • ‘দেখেছ, আগেই তো ভালো ছিলাম’—এই খেলাই তো চলছে
  • সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তরুণ নেতৃত্বের বিকল্প নেই: রাশেদ খান
  • প্রধান উপদেষ্টার বক্তব্য দেশের পরিস্থিতি অস্থির করে তুলছে: ফারুক
  • ১৭ বছর এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল: নিপুন রায় 
  • নির্বাচিত সরকার না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি: আমীর খসরু
  • অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • ড. ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: অ্যাটর্নি জেনারেল
  • চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করায় এনসিপির নিন্দা
  • রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়: ফরহাদ মজহার