Risingbd:
2025-11-03@01:46:41 GMT

চারে এসে সফল শান্ত-হৃদয়

Published: 8th, February 2025 GMT

চারে এসে সফল শান্ত-হৃদয়

টানা দ্বিতীয়বার বরিশালকে বিপিএল চ্যাম্পিয়ন বানিয়ে মাশরাফি বিন মুর্তজা এবং ইমরুল কায়েসের পাশে নিজের নাম লিখিয়েছেন তামিম ইকবাল। তবে বরিশালের কাপ্তান ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষে ট্রফি নেওয়ার জন্য মঞ্চে ডেকে নিলেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেনকে। তাদের হাতেই বিপিএল ২০২৫ এর শিরোপা তুলে দিলেন অতিথিরা। এই তিন তরুণ ক্রিকেটারের প্রথম বিপিএল শিরোপাটা স্মরণীয় করে রাখতেই নাকি তামিম এই কাজ করেছেন।

শুক্রবারের (৭ ফেব্রুয়ারি, ২০২৫) আগে বিপিএলে তিনটি করে ফাইনাল হারের তিক্ত অভিজ্ঞতা ছিল শান্ত ও হৃদয়ের। অন্যদিকে রিশাদেরও আছে একটি ফাইনাল হারের অভিজ্ঞতা। হৃদয় আগে টানা তিন আসরে ভিন্ন তিনটি দলের হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ হারার তিক্ত স্বাদ পেয়েছেন। এই ডানহাতি ব্যাটসম্যান ২০২২ সালে ফরচুন বরিশাল, ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্স ও গত বছর রানার্স-আপ হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন।

আরো পড়ুন:

৪ থেকে ৬ জন ক্রিকেটার ধরে রাখার পক্ষে তামিম

তামিমের কাছে গত আসরের শিরোপাটাই বেশি তৃপ্তির

 

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্তরও একই অভিজ্ঞতা ছিল। ২০২০ সালে খুলনা টাইগার্সের জার্সিতে ফাইনালে গিয়েও শিরোপা ছুঁতে পারেননি। এই বাঁহাতি ব্যাটসম্যানের একই অভিজ্ঞতা হয় ২০২২ ও ২০২৩ সালে। এই দুই মৌসুমে তিনি হৃদয়ের সতীর্থ ছিলেন। অন্যদিকে রিশাদ ছিলেন গেল মৌসুমেরে রানার্স-আপ কুমিল্লায়।

২০২৫ সালে তিনজনই ফাইনাল হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বললেন, “আমি দুইবার ট্রফি জিতেছি। হৃদয়ের কথা যদি চিন্তা করেন, সে সম্ভবত দুই-তিনটি ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেনি। শান্তর ক্ষেত্রেও একই। এই ট্রফি তাদের কাছে আমার তুলনায় অনেক বেশি মূল্যবান, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং রিশাদের ক্ষেত্রেও। তাই আমার মনে হয়েছে, আমি হয়তো ওদের এই সম্মানটা দিতে পারি যে, ট্রফিটা ওরা নিজের হাতে তুলুক।”

এদিকে আর দিন দশেক পরেই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ডামাডোল। অথচ টাইগার অধিনায়ক পাননি নিয়মিত ম্যাচ খেলার সুযোগ। এই ব্যাপারে তামিম যোগ করেন, “শান্তর ব্যাপারে বলি, জাতীয় দলের অধিনায়ক, দেশের সেরা ক্রিকেটারদের একজন কিন্তু আমাদের কম্বিনেশনের কারণে বেশি খেলার সুযোগ পায়নি। কিছু দিন আগেও বলেছি, এরপরও খেলার প্রতি, দলের প্রতি তার নিবেদন ছিল দুর্দান্ত। আমি জানি, তার জন্য না খেলাটা অনেক অনেক কঠিন ছিল। তবে ও সেটা দেখায়নি। যা আমাদের কাজ সহজ করেছে।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ত ম ম ইকব ল ব প এল

এছাড়াও পড়ুন:

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

‘টুরিস্ট ফ্যামিলি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • সুদানে কারা গণহত্যা চালাচ্ছে, আরব আমিরাতের ভূমিকা কী