জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর পরিচালনায় ৩৩টি পদ সৃষ্টি করছে সরকার। একই সঙ্গে আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী, সাতজনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালকের ৩০টি এবং যুগ্ম পরিচালকের ২৫টি সুপারনিউমারারি (নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত) পদ সৃষ্টি করা হচ্ছে। এসব পদ সৃষ্টির প্রস্তাব আজ সোমবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উঠবে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসনসহ সার্বিক বিষয় নিয়ে কাজ করবে এটি। এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ৬৩টি পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়। এর পর জনপ্রশাসন মন্ত্রণালয় ৪১টি পদ সৃষ্টির সম্মতি দেয়। অর্থ বিভাগ রাজস্ব খাতে ৩৩টি পদ সৃষ্টির সম্মতি দিয়েছে এবং বেতন স্কেল নির্ধারণ করেছে। সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে। প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের অনুমোদন পেলে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এর পর নিয়োগ ও পদায়ন কার্যক্রম শেষে এ অধিদপ্তরের কাজ শুরু হবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, চলতি মাসেই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। 

এনএসআইয়ের পদ 
এনএসআইয়ের অতিরিক্ত পরিচালকের ৩০টি এবং যুগ্ম পরিচালকের ২৫টি পদসহ মোট ৫৫টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, পদোন্নতিবঞ্চিত ও যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি প্রদানের জন্য পর্যাপ্ত সংখ্যক পদ ফাঁকা না থাকায় সুপারনিউমারারি পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। পদ সৃষ্টির পর বঞ্চিত ও যোগ্য কর্মকর্তারা এসব পদে পদোন্নতি পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ ৫৫টি সুপারনিউমারারি পদের মধ্যে অতিরিক্ত পরিচালকের ৩০টি গত ২ সেপ্টেম্বর থেকে এবং যুগ্ম পরিচালকের ২৫টি পদ ২০১৯ সালের ২৬ মে থেকে ভূতাপেক্ষভাবে সৃজনের সম্মতি দিয়েছে। এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে।

বেতারের অনুষ্ঠান বিভাগে ৩৫টি নতুন ক্যাডার পদ   
বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের জন্য স্থায়ীভাবে ৩৫টি ক্যাডার পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ। ময়মনসিংহ জেলা শ্রম আদালত গঠনের জন্য আটটি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের জন্য তিনটি পদ সৃজন হচ্ছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সিকিউরিটি অফিসার পদের পদনাম পরিবর্তন করে সহকারী পরিচালক নামকরণের প্রস্তাব করা হয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: গণঅভ য ত থ ন গণঅভ য ত থ ন পদ স ষ ট র র জন য পর চ ল ম পর চ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ