সহকর্মীর ছেলেকে গুলি করে হত্যায় ৩ পুলিশ কর্মকর্তা রিমান্ডে
Published: 10th, February 2025 GMT
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমদ, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এবং এসআই শাহাদাত হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এ সময় আসামি তানজিল আহমদ আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আন্দোলনের দুই মাস আগে আমার যাত্রাবাড়ীতে পোস্টিং হয়। আমি ট্রাফিক পুলিশের এসি ছিলাম। একজন ট্রাফিক পুলিশের কাজ কি সবার জানা। আমি এ ঘটনার কিছুই জানি না।”
পরে আদালত তাদের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইম নিহতের ঘটনায় গত ২০ আগস্ট আদালতে ওই শিক্ষার্থীর মা মোসা. পারভীন আক্তার এ মামলা করেন।
মামলায় ওয়ারী বিভাগের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেন, ওয়ারী বিভাগের এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ও এসআই শাহাদাৎ আলীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার গত ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিলো। ওই সময় নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাইম তার দুই বন্ধুর সাথে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যাই। ওই সময় কিছু উচ্ছৃঙ্খল বৈষম্য কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলো। তখন ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়। প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা ছুটাছুটি করতে থাকে। তাইম ও তার দুই বন্ধু লিটন চা স্টোরের ভেতর ঢুকে দোকানের সাটার টেনে দেয়। কিন্তু সাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিলো। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। জাকির হোসেন গুলি থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলে। তখন তাইম সবার আগে দৌড় দেয়। জাকির গুলি করে। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়।
ঢাকা/মামুন/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরের ২৪ নং ওয়ার্ড যুবদল ও নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিল্পবী দলের পৃথক উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার বক্তারকান্দী ও বাদ মাগরিব বন্দর শাহীমসজিদ এলাকায় দোয়া পূর্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আওয়ামীলীগ শাসন আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ দিন কারাবন্দী করে রাখার কারনে আমাদের নেত্রী অসুস্থ হয়ে পরে।
উন্নয়নশীল দেশ গঠনে গনতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বড় প্রয়োজন। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ হয়ে দেশের ও দলের হাল ধরতে পারেন।
তিনি আরো বলেন, মাসুদুজ্জমান ভাইকে দল নির্বাচন করেছে একজন খেলোয়ার হিসেবে। মনে রাখবেন এইটা একক নির্বাচন না এইটা দলীয় নির্বাচন।। বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের। বিএনপি নির্বাচিত না হলে ফ্যাসিস্টরা এদেশে আবারও অনুপ্রবেশ করবে।
বন্দর থানার ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী বিল্পবী দলের আহবায়ক শেখ মোঃ হারুন রশিদের পৃথক সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন।
বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার ও ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড: শরিফুল ইসলাম শিপলু।
দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু,বন্দর থানা ২৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আব্দুল মালেক মেম্বার, ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমা রহমান, ২৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকার, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার প্রমুখ।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইলিয়াছ ইকবাল অনিক, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আকমল, বন্দর থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নেত্রী নাছিমা বেগম, ২৫ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী রুমি বেগম, ২৪ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী আরিফা আক্তার ২১ নং ওয়ার্ড যুবদল নেতা এমারত ও স্বপন ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন প্রমুখ। পরে বাদ মাগরিব বন্দরে শাহীমসজিদ এলাকায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী বিপ্রবী দলের উদ্যাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী বিপ্লবী দলের আহবায়ক শেখ মোঃ হারুন রশিদ।
দোয়া পরিচালনা করেন বক্তারকান্দী জামে মসজিদের ইমাম মাওলানা মোরশেদ।